নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে অবৈধভাবে আনা ৫ কোটি টাকা মূল্যের কোবরা সাপের বিষসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে ডবলমুরিং থানাধীন ডিটি রোড এলাকা থেকে তাঁদের আটক করা হয় বলে আজ শনিবার জানিয়েছে পুলিশ। এ বিষ ফ্রান্স থেকে চট্টগ্রামে এসেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন—মো. ইসমাইল ওরফে মগা বৈদ্য, মো. জয়নাল আবেদীন ও রুপন চাকমা ওরফে শ্যামল।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার (উত্তর) মো. জহিরুল ইসলাম আজ শনিবার আজকের পত্রিকাকে বলেন, একটি কাচের জারে বায়ুরোধক অবস্থায় রক্ষিত ১৩৫০ গ্রাম ওজনের কোবরা সাপের বিষ জব্দ করা হয়েছে। আমদানি-নিষিদ্ধ এ সাপের বিষের আনুমানিক বাজারমূল্য ৫ কোটি টাকা। ধারণা করা হচ্ছে, এটা ফ্রান্স থেকে আনা হয়েছে। জারের গায়ে ‘মেইড ইন ফ্রান্স’ লেখা আছে। তবে কোন পথে এ বিষ চট্টগ্রামে এসেছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, এক ব্যক্তি তাঁদের হাতে বিষের জারটি তুলে দিয়েছিলেন। এটি তাঁদের বিক্রি করার কথা ছিল।
পুলিশ জানিয়েছে, যিনি এই জার দিয়েছিলেন, তাঁকে শনাক্ত করা হয়েছে; গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, সাপের বিষ চোরাচালানের রুট হিসেবে বাংলাদেশকে ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে এ বিষ পাচার হয়। আবার কখনো সেসব দেশ থেকে এনেও অন্য দেশে নেওয়া হয়। দেশে সাপের বিষের লেনদেন বা ক্রয়-বিক্রয় এবং পাচার দণ্ডনীয় অপরাধ।

চট্টগ্রামে অবৈধভাবে আনা ৫ কোটি টাকা মূল্যের কোবরা সাপের বিষসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে ডবলমুরিং থানাধীন ডিটি রোড এলাকা থেকে তাঁদের আটক করা হয় বলে আজ শনিবার জানিয়েছে পুলিশ। এ বিষ ফ্রান্স থেকে চট্টগ্রামে এসেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন—মো. ইসমাইল ওরফে মগা বৈদ্য, মো. জয়নাল আবেদীন ও রুপন চাকমা ওরফে শ্যামল।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার (উত্তর) মো. জহিরুল ইসলাম আজ শনিবার আজকের পত্রিকাকে বলেন, একটি কাচের জারে বায়ুরোধক অবস্থায় রক্ষিত ১৩৫০ গ্রাম ওজনের কোবরা সাপের বিষ জব্দ করা হয়েছে। আমদানি-নিষিদ্ধ এ সাপের বিষের আনুমানিক বাজারমূল্য ৫ কোটি টাকা। ধারণা করা হচ্ছে, এটা ফ্রান্স থেকে আনা হয়েছে। জারের গায়ে ‘মেইড ইন ফ্রান্স’ লেখা আছে। তবে কোন পথে এ বিষ চট্টগ্রামে এসেছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, এক ব্যক্তি তাঁদের হাতে বিষের জারটি তুলে দিয়েছিলেন। এটি তাঁদের বিক্রি করার কথা ছিল।
পুলিশ জানিয়েছে, যিনি এই জার দিয়েছিলেন, তাঁকে শনাক্ত করা হয়েছে; গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, সাপের বিষ চোরাচালানের রুট হিসেবে বাংলাদেশকে ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে এ বিষ পাচার হয়। আবার কখনো সেসব দেশ থেকে এনেও অন্য দেশে নেওয়া হয়। দেশে সাপের বিষের লেনদেন বা ক্রয়-বিক্রয় এবং পাচার দণ্ডনীয় অপরাধ।

পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসব উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে ঐতিহ্যবাহী শতবর্ষী ‘মাছের মেলা’ শুরু হয়েছে। গতকাল সোমবার রাত থেকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুরে কুশিয়ারা নদীর তীরে শতবর্ষী এই মেলা বসেছে। চলবে আগামীকাল বুধবার পর্যন্ত।
৫ মিনিট আগে
মাদারীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হন আরও দুজন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মাদারীপুরের তাঁতিবাড়ি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
৯ মিনিট আগে
ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে তালুকদার ও খান পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়।
৪০ মিনিট আগে
গণ-অভ্যুত্থানের পরও এই গ্যাস সিন্ডিকেট ভাঙা সম্ভব হয়নি। বিভিন্ন অজুহাতে নতুন গ্যাস-সংযোগ বন্ধ থাকলেও তিতাস বিদ্যমান সংযোগগুলোতেও পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। এমনকি গ্যাস পর্যাপ্ত থাকা সত্ত্বেও সিন্ডিকেট ও রেস্তোরাঁ ব্যবসা দখল নিতে করপোরেট প্রতিষ্ঠান কৃত্রিমভাবে গ্যাস-সংকট তৈরি করেছে।
১ ঘণ্টা আগে