রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটিতে কয়েক দিনের টানা বৃষ্টিতে সড়কের পাশ ও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ লাইন। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। অনেকে আবার নিরাপত্তার জন্য ছুটছেন আশ্রয়কেন্দ্রে। তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শহরের ভেদভেদি যুব উন্নয়ন এলাকায় সড়কের পাশ ধসে যাওয়া বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। সৃষ্টি হয়েছে দুর্ভোগ। জেলার বরকল জুরাছড়ি বিলাইছড়ি উপজেলায় ৭২ ঘণ্টার অধিক সময় বিদ্যুৎ নেই বলে জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে পাহাড় ধসের ঝুঁকি বাড়ায় আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন মানুষ। তবে আশ্রয়কেন্দ্রে অব্যবস্থাপনা নিয়ে অভিযোগ আছে অনেকের।
রাঙামাটি বেতারকেন্দ্রে আশ্রয় নেওয়া জাকের হোসেন নামে এক ব্যক্তি অভিযোগ করেন, ‘আমাদের জোর করে আশ্রয়কেন্দ্রে আনা হচ্ছে। কিন্তু খাবার দেওয়া হচ্ছে না। পাউরুটি, কলা দিয়ে দায় ছাড়া হচ্ছে। এদিকে ঘরে ফেলা আসা গবাদিপশু চুরি হচ্ছে।’
এদিকে দুর্যোগ মোকাবিলায় শহরের ১৯টি সরকারি প্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্র ঘোষণা করেছে জেলা প্রশাসন। দুর্যোগ মোকাবিলায় যৌথ সমন্বয়ে কাজ করছে প্রশাসন।
জেলা প্রশাসক মোশাররফ হোসেন খান বলেন, ‘আমার ক্ষতি কমাতে সব প্রস্তুতি রেখেছি। যেন প্রাণহানি না হয় সেদিকে জোর দিচ্ছি।’
রাঙামাটি পুলিশ সুপার আবু মীর তৌহিদ বলেন, দুর্যোগ মোকাবিলায় পুলিশের সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে কর্ণফুলী নদীর পাহাড়ি ঢলে পানির স্রোত বাড়ায় সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে।
২০০৭ সালে ভয়াবহ পাহাড়ধসে চট্টগ্রামে ১২৭ জন মানুষ মারা যায়। এরপর থেকে প্রতি বছর পাহাড়ধসের ঘটনা ঘটছেই। সর্বশেষ ২০১৭ সালে পাহাড় ধসে ১৬০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে।

রাঙামাটিতে কয়েক দিনের টানা বৃষ্টিতে সড়কের পাশ ও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ লাইন। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। অনেকে আবার নিরাপত্তার জন্য ছুটছেন আশ্রয়কেন্দ্রে। তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শহরের ভেদভেদি যুব উন্নয়ন এলাকায় সড়কের পাশ ধসে যাওয়া বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। সৃষ্টি হয়েছে দুর্ভোগ। জেলার বরকল জুরাছড়ি বিলাইছড়ি উপজেলায় ৭২ ঘণ্টার অধিক সময় বিদ্যুৎ নেই বলে জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে পাহাড় ধসের ঝুঁকি বাড়ায় আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন মানুষ। তবে আশ্রয়কেন্দ্রে অব্যবস্থাপনা নিয়ে অভিযোগ আছে অনেকের।
রাঙামাটি বেতারকেন্দ্রে আশ্রয় নেওয়া জাকের হোসেন নামে এক ব্যক্তি অভিযোগ করেন, ‘আমাদের জোর করে আশ্রয়কেন্দ্রে আনা হচ্ছে। কিন্তু খাবার দেওয়া হচ্ছে না। পাউরুটি, কলা দিয়ে দায় ছাড়া হচ্ছে। এদিকে ঘরে ফেলা আসা গবাদিপশু চুরি হচ্ছে।’
এদিকে দুর্যোগ মোকাবিলায় শহরের ১৯টি সরকারি প্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্র ঘোষণা করেছে জেলা প্রশাসন। দুর্যোগ মোকাবিলায় যৌথ সমন্বয়ে কাজ করছে প্রশাসন।
জেলা প্রশাসক মোশাররফ হোসেন খান বলেন, ‘আমার ক্ষতি কমাতে সব প্রস্তুতি রেখেছি। যেন প্রাণহানি না হয় সেদিকে জোর দিচ্ছি।’
রাঙামাটি পুলিশ সুপার আবু মীর তৌহিদ বলেন, দুর্যোগ মোকাবিলায় পুলিশের সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে কর্ণফুলী নদীর পাহাড়ি ঢলে পানির স্রোত বাড়ায় সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে।
২০০৭ সালে ভয়াবহ পাহাড়ধসে চট্টগ্রামে ১২৭ জন মানুষ মারা যায়। এরপর থেকে প্রতি বছর পাহাড়ধসের ঘটনা ঘটছেই। সর্বশেষ ২০১৭ সালে পাহাড় ধসে ১৬০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে