ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে অস্ত্রের মুখে এক কিশোরীকে (১৪) অপহরণের অভিযোগ উঠেছে। গতকাল রোববার উপজেলার কাঁশারা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে স্থানীয় ইউপি সদস্য আকরাম হোসেনসহ সাত ব্যক্তির নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১০ থেকে ১২ ব্যক্তিকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই এলাকায় স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী। সাব্বির নামের এক কিশোর তাকে মাদ্রাসায় যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করত। এসব কর্মকাণ্ডে সহযোগিতা করত সাব্বিরের সহযোগী কয়েক কিশোর। প্রেম প্রত্যাখ্যান করায় সাব্বির ভুক্তভোগীকে অপহরণের হুমকি দেয়। হুমকির পর থেকে ভুক্তভোগী তার মামার বাড়ি কাঁশারা গ্রামে আশ্রয় নেয়।
ঘটনার রাতে সবাই যখন মসজিদে নামাজ পড়তে যায়, ওই সুযোগে সাব্বিরসহ কয়েক কিশোর অস্ত্র নিয়ে ভুক্তভোগীর মামার বাড়িতে হামলা করে। পরে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ভুক্তভোগীকে অপহরণ করে নিয়ে যায়। এ সময় অপহরণকারীরা টাকা, মোবাইল ও স্বর্ণালংকার নিয়ে যায় বলে অভিযোগ করে ভুক্তভোগীর পরিবার।
ভুক্তভোগীর নানা সহিদ উল্যাহ বলেন, ‘বিশাল বিশাল রামদা, ছুরিসহ অস্ত্রশস্ত্র নিয়ে সাব্বির ও তার সহযোগী ১৫ থেকে ২০ জন এসে আমাদের সবাইকে অস্ত্র ধরে আমার নাতনিকে তুলে নিয়ে যায়।’
অভিযোগের বিষয়ে কথা বলতে অভিযুক্ত স্থানীয় ইউপি সদস্য আকরাম হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল দিলে সাড়া না পাওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘কিশোরীর মা থানায় লিখিত অভিযোগ করেছেন। ভুক্তভোগী কিশোরীকে উদ্ধারের চেষ্টা চলছে।’

চাঁদপুরের ফরিদগঞ্জে অস্ত্রের মুখে এক কিশোরীকে (১৪) অপহরণের অভিযোগ উঠেছে। গতকাল রোববার উপজেলার কাঁশারা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে স্থানীয় ইউপি সদস্য আকরাম হোসেনসহ সাত ব্যক্তির নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১০ থেকে ১২ ব্যক্তিকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই এলাকায় স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী। সাব্বির নামের এক কিশোর তাকে মাদ্রাসায় যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করত। এসব কর্মকাণ্ডে সহযোগিতা করত সাব্বিরের সহযোগী কয়েক কিশোর। প্রেম প্রত্যাখ্যান করায় সাব্বির ভুক্তভোগীকে অপহরণের হুমকি দেয়। হুমকির পর থেকে ভুক্তভোগী তার মামার বাড়ি কাঁশারা গ্রামে আশ্রয় নেয়।
ঘটনার রাতে সবাই যখন মসজিদে নামাজ পড়তে যায়, ওই সুযোগে সাব্বিরসহ কয়েক কিশোর অস্ত্র নিয়ে ভুক্তভোগীর মামার বাড়িতে হামলা করে। পরে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ভুক্তভোগীকে অপহরণ করে নিয়ে যায়। এ সময় অপহরণকারীরা টাকা, মোবাইল ও স্বর্ণালংকার নিয়ে যায় বলে অভিযোগ করে ভুক্তভোগীর পরিবার।
ভুক্তভোগীর নানা সহিদ উল্যাহ বলেন, ‘বিশাল বিশাল রামদা, ছুরিসহ অস্ত্রশস্ত্র নিয়ে সাব্বির ও তার সহযোগী ১৫ থেকে ২০ জন এসে আমাদের সবাইকে অস্ত্র ধরে আমার নাতনিকে তুলে নিয়ে যায়।’
অভিযোগের বিষয়ে কথা বলতে অভিযুক্ত স্থানীয় ইউপি সদস্য আকরাম হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল দিলে সাড়া না পাওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘কিশোরীর মা থানায় লিখিত অভিযোগ করেছেন। ভুক্তভোগী কিশোরীকে উদ্ধারের চেষ্টা চলছে।’

দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
১৫ মিনিট আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
৩৮ মিনিট আগে
নওগাঁয় ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আব্দুস সালাম ওরফে শামিম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কীর্তিপুর বাজারে একটি পিকআপে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
৩ ঘণ্টা আগে