চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের মেঘনা নদীতে দ্রুতগতিতে বাল্কহেড চালানোর অভিযোগে ২৩ জনকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। গত ২৪ ঘণ্টায় উপজেলার (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮ টা) মিনি কক্সবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নদীতে নৌযান চলাচলের নিরাপত্তার জন্য গত ১৩ জুন থেকে ২৩ জুন পর্যন্ত বাল্কহেড চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে বিআইডব্লিউটিএ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-বাল্কহেডের সুকানি মো. শাহীন (৩২), মো. দিদার (২২), মো. শরিফ (৩২), সোহেল (৩০), মাঈন উদ্দিন (২৮), মো. শহিদুল (৪২), মো. আরিফুল হোসেন (৩৩), মো. শহিদুল ইসলাম (৫০), মো. আল আমিন (৩৮), আমির হোসেন গাজী (৬৫), মো. স্বপন (২৮), মো. গিয়াস উদ্দিন (২৮), মো. ফিরোজ (২৭), মো. মিজান (৩৫), মো. সুমন (২৮), মো. আলী আকরাম (২০), মো. মোস্তফা (৪২), স্বপন (৪৬), আবু জাহের (৫৬), মো. মামুন (২৫), মো. আলম (৩৫), শাহীন হোসেন (২৭) ও জাকির হোসেন (৪৮)। এদের বাড়ি নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, পিরোজপুর, পটুয়াখালী, চাঁদপুর ও বরগুনা জেলার বিভিন্ন এলাকায়।
ওসি মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার সকাল থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় থানার উপপরিদর্শক (এসআই) ময়নাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ মেঘনা নদীর মিনি কক্সবাজার এলাকায় ১৫টি বাল্কহেডে অভিযান পরিচালনা করেন। এ সময় বাল্কহেডের সার্ভে সনদ ঝুলিয়ে না রাখা, রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শন ও সুকানি যোগ্যতা সনদ না থাকা এবং নিষিদ্ধ সময়ে নদীতে বেপরোয়া গতিতে বাল্কহেড চালানোর অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়।’
ওসি আরও বলেন, ‘গ্রেপ্তার ১৪ জনের বিরুদ্ধে অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ আইনে মেরিন আদালতে প্রসিকিউশন দাখিল এবং বাকি নয়জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।’

চাঁদপুরের মেঘনা নদীতে দ্রুতগতিতে বাল্কহেড চালানোর অভিযোগে ২৩ জনকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। গত ২৪ ঘণ্টায় উপজেলার (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮ টা) মিনি কক্সবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নদীতে নৌযান চলাচলের নিরাপত্তার জন্য গত ১৩ জুন থেকে ২৩ জুন পর্যন্ত বাল্কহেড চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে বিআইডব্লিউটিএ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-বাল্কহেডের সুকানি মো. শাহীন (৩২), মো. দিদার (২২), মো. শরিফ (৩২), সোহেল (৩০), মাঈন উদ্দিন (২৮), মো. শহিদুল (৪২), মো. আরিফুল হোসেন (৩৩), মো. শহিদুল ইসলাম (৫০), মো. আল আমিন (৩৮), আমির হোসেন গাজী (৬৫), মো. স্বপন (২৮), মো. গিয়াস উদ্দিন (২৮), মো. ফিরোজ (২৭), মো. মিজান (৩৫), মো. সুমন (২৮), মো. আলী আকরাম (২০), মো. মোস্তফা (৪২), স্বপন (৪৬), আবু জাহের (৫৬), মো. মামুন (২৫), মো. আলম (৩৫), শাহীন হোসেন (২৭) ও জাকির হোসেন (৪৮)। এদের বাড়ি নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, পিরোজপুর, পটুয়াখালী, চাঁদপুর ও বরগুনা জেলার বিভিন্ন এলাকায়।
ওসি মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার সকাল থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় থানার উপপরিদর্শক (এসআই) ময়নাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ মেঘনা নদীর মিনি কক্সবাজার এলাকায় ১৫টি বাল্কহেডে অভিযান পরিচালনা করেন। এ সময় বাল্কহেডের সার্ভে সনদ ঝুলিয়ে না রাখা, রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শন ও সুকানি যোগ্যতা সনদ না থাকা এবং নিষিদ্ধ সময়ে নদীতে বেপরোয়া গতিতে বাল্কহেড চালানোর অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়।’
ওসি আরও বলেন, ‘গ্রেপ্তার ১৪ জনের বিরুদ্ধে অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ আইনে মেরিন আদালতে প্রসিকিউশন দাখিল এবং বাকি নয়জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।’

কিশোরগঞ্জের ভৈরবে ভুল চিকিৎসায় ঝুমা বেগম (২০) নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শহরের ট্রমা অ্যান্ড জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। মৃত্যুর পর আজ শনিবার (৩ জানুয়ারি) দুপুরে গৃহবধূর লাশ নেওয়া হয় ভৈরব থানায়। থানায় লাশ রেখেই বিকেলে ৪ লাখ টাকায় রফাদফা হয়েছে বলে জানান রোগীর স্বজন রাশেদ মিয়া।
৪ মিনিট আগে
কুমিল্লার হোমনায় একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার শ্রীমদ্দি গ্রামের নাথবাড়ির প্রয়াত সানু দাসের ঘরে এ ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের দাবি, ডাকাতেরা ঘর থেকে ১০ ভরি স্বর্ণালংকার, ১২ ভরি রুপা ও ২০ হাজার টাকা লুটে নিয়েছে।
৯ মিনিট আগে
সুন্দরবনে রিসোর্ট মালিক ও দুই পর্যটককে অপহরণ করেছে সশস্ত্র বনদস্যু বাহিনী। গতকাল শুক্রবার বিকেলে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী এলাকার কেনুর খাল থেকে তাঁদের অপহরণ করা হয়। শনিবার (৩ জানুয়ারি) রাতে বিষয়টি জানাজানি হয়।
১৩ মিনিট আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে এমপি প্রার্থী আলোচিত ভিক্ষুক আবুল মুনসুর ফকিরের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) মনোনয়ন যাচাই-বাছাইয়ের শেষ দিনে ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুর রহমান তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
৪৩ মিনিট আগে