চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

চৌদ্দগ্রামে রাস্তার পাশে ফেলে যাওয়া হতভাগা বাবা মো. বাছা মিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল রোববার রাত ৮টা ৪৫ মিনিটে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৯০ বছর। এর আগে সন্ধ্যায় সাড়ে ৬টায় চৌদ্দগ্রাম নির্বাহী কর্মকর্তা এস এম মনজরুল হক বাছা মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। বাচা মিয়া পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের বীরচন্দ্রনগরের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাড়িসর্দার বাজারের পশ্চিমপাশে রাস্তার ওপরে বাছা মিয়াকে তাঁর ২য় সংসারের সন্তানরা ফেলে রেখে চলে যায়। শুভ নামে স্থানীয় এক যুবক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মোবাইলে খবর দিলে তাৎক্ষণিক অ্যাম্বুলেন্স নিয়ে বাছা মিয়াকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তিনি।
স্থানীয়রা বলেন, বাছা মিয়া ব্যক্তিগত জীবনে ২ বিয়ে করেন। তিনি দ্বিতীয় ঘরের সন্তান মো. নুরুল ইসলামে সঙ্গে বসবাস করতেন। কিন্তু তাঁরা তাঁকে ভরণপোষণ না দিয়ে গতকাল মহাসড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যান।
বাছা মিয়ার প্রথম সংসারের মেয়ের জামাই জুয়েল হাসান ফরায়েজী বলেন, আমার শ্বশুর দীর্ঘ বছর ধরে দ্বিতীয় স্ত্রীর সন্তানদের কাছে থাকত। স্থানীয়দের মাধ্যমে ওনার মৃত্যুও সংবাদ পেয়ে হাসপাতালে গিয়ে মরদেহ গ্রহণ করেছি।
প্রথম সংসারের বড় ছেলে মো. মামুন মিয়া বলেন, আমার বাবার সঙ্গে দীর্ঘ ৩০ বছর আমাদের কোনো যোগাযোগ ছিল না। প্রথম সংসারে আমরা ২ ভাই ও ৪ বোন রয়েছি। আমি ও আমার ছোট ভাই রুবেল চায়ের দোকানে চাকরি করি। আমার বাবা দ্বিতীয় সংসারের সন্তানদের সঙ্গে বসবাস করতেন বলে শুনেছি। আজ সোমবার সকালে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসিবুর রহমান বলেন, গতকাল সন্ধ্যায় সাড়ে ৬টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বাছা মিয়াকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তাঁকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়। সময়মতো চিকিৎসা সেবা না পাওয়ায় এবং খাওয়া দাওয়া না করায় আরও অসুস্থ হয়ে পড়েন তিনি। এ ছাড়া তাঁর শ্বাসকষ্ট ছিল। আমরা আপ্রাণ চেষ্টা করেছি তাঁকে সুস্থ করে তোলার জন্য। কিন্তু রাত ৮টা ৪৫ মিনিটে মারা যান তিনি।
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মনজুরুল হক বলেন, খবর পেয়ে বাছা মিয়াকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। রাতেই তিনি মারা যান। সেলে যাওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

চৌদ্দগ্রামে রাস্তার পাশে ফেলে যাওয়া হতভাগা বাবা মো. বাছা মিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল রোববার রাত ৮টা ৪৫ মিনিটে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৯০ বছর। এর আগে সন্ধ্যায় সাড়ে ৬টায় চৌদ্দগ্রাম নির্বাহী কর্মকর্তা এস এম মনজরুল হক বাছা মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। বাচা মিয়া পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের বীরচন্দ্রনগরের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাড়িসর্দার বাজারের পশ্চিমপাশে রাস্তার ওপরে বাছা মিয়াকে তাঁর ২য় সংসারের সন্তানরা ফেলে রেখে চলে যায়। শুভ নামে স্থানীয় এক যুবক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মোবাইলে খবর দিলে তাৎক্ষণিক অ্যাম্বুলেন্স নিয়ে বাছা মিয়াকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তিনি।
স্থানীয়রা বলেন, বাছা মিয়া ব্যক্তিগত জীবনে ২ বিয়ে করেন। তিনি দ্বিতীয় ঘরের সন্তান মো. নুরুল ইসলামে সঙ্গে বসবাস করতেন। কিন্তু তাঁরা তাঁকে ভরণপোষণ না দিয়ে গতকাল মহাসড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যান।
বাছা মিয়ার প্রথম সংসারের মেয়ের জামাই জুয়েল হাসান ফরায়েজী বলেন, আমার শ্বশুর দীর্ঘ বছর ধরে দ্বিতীয় স্ত্রীর সন্তানদের কাছে থাকত। স্থানীয়দের মাধ্যমে ওনার মৃত্যুও সংবাদ পেয়ে হাসপাতালে গিয়ে মরদেহ গ্রহণ করেছি।
প্রথম সংসারের বড় ছেলে মো. মামুন মিয়া বলেন, আমার বাবার সঙ্গে দীর্ঘ ৩০ বছর আমাদের কোনো যোগাযোগ ছিল না। প্রথম সংসারে আমরা ২ ভাই ও ৪ বোন রয়েছি। আমি ও আমার ছোট ভাই রুবেল চায়ের দোকানে চাকরি করি। আমার বাবা দ্বিতীয় সংসারের সন্তানদের সঙ্গে বসবাস করতেন বলে শুনেছি। আজ সোমবার সকালে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসিবুর রহমান বলেন, গতকাল সন্ধ্যায় সাড়ে ৬টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বাছা মিয়াকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তাঁকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়। সময়মতো চিকিৎসা সেবা না পাওয়ায় এবং খাওয়া দাওয়া না করায় আরও অসুস্থ হয়ে পড়েন তিনি। এ ছাড়া তাঁর শ্বাসকষ্ট ছিল। আমরা আপ্রাণ চেষ্টা করেছি তাঁকে সুস্থ করে তোলার জন্য। কিন্তু রাত ৮টা ৪৫ মিনিটে মারা যান তিনি।
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মনজুরুল হক বলেন, খবর পেয়ে বাছা মিয়াকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। রাতেই তিনি মারা যান। সেলে যাওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
২ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে