মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের অত্যাধুনিক ভবনটি কারও একার শ্রম আর অর্থে তৈরি হবে না। এ ভবনের প্রত্যেকটি কণায় কণায় তৃণমূল নেতা-কর্মীদের অর্থ-শ্রম যুক্ত হবে।’
আজ শনিবার চট্টগ্রামের মিরসরাইয়ে আওয়ামী লীগের আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত সাততলা ভবন নির্মাণের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মোশাররফ বলেন, ‘আমরা যখন প্রথম পরিকল্পনা করি, তখন এ ভবনের মধ্যে আইটি সেন্টার বা ইনফরমেশন টেকনোলজি সেন্টার করার পরিকল্পনা ছিল না। পরবর্তী ষশয আমার মেজৌ ছেলে আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেলের প্রস্তাবে এটি যুক্ত করা হয়েছে।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী আজকের পত্রিকাকে জানান, মোট ৩ হাজার ৪০০ বর্গফুট আয়তনের এ ভবনে থাকবে আধুনিক মানের সব রকম সুযোগ-সুবিধা। থাকবে লাইব্রেরি, ইনফরমেশন টেকনোলজি সেন্টার, গবেষণাকেন্দ্র, ভিআইপি লাউঞ্জ, ডরমিটরি, মিডিয়া সেন্টার, ক্যাফে, উপজেলা আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের জন্য থাকবে আলাদা আলাদা কক্ষ।
জাহাঙ্গীর আরও জানান, আধুনিক মানের এ ভবন তৈরিতে প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে চার কোটি টাকা।
এ সময় আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য আওয়ামী লীগ নেতা মাহবুব রহমান রুহেল, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহম্মেদ রাশেদ, উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম নিজামী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সহসভাপতি কামরুল আহসান হাবীব, সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর ভূঁইয়া, বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন, মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের অত্যাধুনিক ভবনটি কারও একার শ্রম আর অর্থে তৈরি হবে না। এ ভবনের প্রত্যেকটি কণায় কণায় তৃণমূল নেতা-কর্মীদের অর্থ-শ্রম যুক্ত হবে।’
আজ শনিবার চট্টগ্রামের মিরসরাইয়ে আওয়ামী লীগের আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত সাততলা ভবন নির্মাণের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মোশাররফ বলেন, ‘আমরা যখন প্রথম পরিকল্পনা করি, তখন এ ভবনের মধ্যে আইটি সেন্টার বা ইনফরমেশন টেকনোলজি সেন্টার করার পরিকল্পনা ছিল না। পরবর্তী ষশয আমার মেজৌ ছেলে আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেলের প্রস্তাবে এটি যুক্ত করা হয়েছে।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী আজকের পত্রিকাকে জানান, মোট ৩ হাজার ৪০০ বর্গফুট আয়তনের এ ভবনে থাকবে আধুনিক মানের সব রকম সুযোগ-সুবিধা। থাকবে লাইব্রেরি, ইনফরমেশন টেকনোলজি সেন্টার, গবেষণাকেন্দ্র, ভিআইপি লাউঞ্জ, ডরমিটরি, মিডিয়া সেন্টার, ক্যাফে, উপজেলা আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের জন্য থাকবে আলাদা আলাদা কক্ষ।
জাহাঙ্গীর আরও জানান, আধুনিক মানের এ ভবন তৈরিতে প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে চার কোটি টাকা।
এ সময় আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য আওয়ামী লীগ নেতা মাহবুব রহমান রুহেল, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহম্মেদ রাশেদ, উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম নিজামী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সহসভাপতি কামরুল আহসান হাবীব, সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর ভূঁইয়া, বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন, মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বছর মোট আবেদনকারীর সংখ্যা ২ লাখ ৭২ হাজার ৬২৬ জন। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১ লাখ ১৫ হাজার ৫১৫ জন, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৮৮৮ জন এবং ‘সি’ ইউনিটে ১ লাখ ২৬ হাজার ২২৩ জন পরীক্ষার্থী অংশ নেবেন। তিন ইউনিট মিলিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবেন প্রায় ৬৮ হাজার ৪৯০ জন পরীক্ষার্থী।
৩৫ মিনিট আগে
নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপি মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টার ঘটনায় প্রধান অভিযুক্তসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ ও পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
৪২ মিনিট আগে
রাজধানীর মগবাজার মোড়ে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ মাথায় পড়ে তাইজুল ইসলাম (২০) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
১ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, চন্দ্রদ্বীপসহ বাউফলের বিভিন্ন এলাকায় জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন, কর্মসূচিতে বাধা, দোকানে চাঁদা দাবি, চাঁদা না দিলে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ছাড়া কয়েকটি ঘটনায় হত্যাচেষ্টার ও সাক্ষীদের ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করা হয়।
১ ঘণ্টা আগে