নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আগে ভুয়া মামলা করত পুলিশ। এখন করছে জনগণ।’ আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নগরের দামপাড়া পুলিশ লাইনসে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আগে ভুয়া মামলা করত পুলিশ। মামলায় ১০টা নামে দিত, ৫০টা বেনামে। এখন জনগণ দিচ্ছে ১০টা নামে, ৫০টা বেনামে।’ তিনি বলেন, ‘ভুয়া মামলায় কেউ যাতে হেনস্তার শিকার না হয়, সে সম্পর্কে আমরা টাকা দিয়ে বিভিন্ন মিডিয়ায় বিজ্ঞাপন দিয়েছি। একচুয়াল মামলা হলে আপনারে ধরার কথা। এ রকম যাদের আছে কাউকে কি ধরা হয়েছে? মামলাটা তো আমার পুলিশ, র্যাব, আর্মি, আনসার দেয়নি; পাবলিক দিয়েছে। এ জন্য আপনি যেকোনো হেনস্তার শিকার হননি এ জন্য আমাদের আরও ধন্যবাদ দেওয়ার কথা।’
সম্প্রতি পাকিস্তান থেকে বাংলাদেশে আসা জাহাজ নিয়ে গুজব প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমাদের দেশে কোনো দেশের জাহাজ আসা কি নিষিদ্ধ আছে? আমরা কি কারও কাছে বন্দী নাকি, যে শুধু তাকেই সেবা করব? আমার দেশ সবার জন্য খোলা। খেজুর, পেঁয়াজ, আলু—এগুলো সামনের রোজার সময় দরকার। এগুলো কি আমরা আসতে দেব না? যারা এগুলো রটাচ্ছে, তারা আমাদের দেশের শত্রু। এই জাহাজটা মধ্যপ্রাচ্য থেকে এসেছে। সেখান থেকে প্রথমে একটা দেশে গেছে। এরপর আমাদের দেশে এসেছে।’
আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি কোন সময় ভালো ছিল? আপনারা বলেন। এই যে একটি পূজা গেল, পূজাটি কত সুন্দরভাবে হয়ে গেল। আজ আমরা একটি মতবিনিময় সভা করেছি। বিভিন্ন বাহিনীর সদস্যদের উপস্থিতিতে তাদের সঙ্গে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি কীভাবে আরও উন্নতি করা যায়, এ ব্যাপারে আলাপ করা হয়েছে। এ ব্যাপারে আপনাদের সাহায্য ও সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয়। পরিস্থিতির অবশ্যই উন্নতি হবে।’
পুলিশের কাজের অগ্রগতি সম্পর্কে জাহাঙ্গীর আলম বলেন, ‘পুলিশের মনোবল আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। গ্রাফটা নিচের দিকে নেমে গেলে খারাপ। গ্রাফটা কিন্তু আস্তে আস্তে ওপরের দিকে উঠেছে। মনোবল দুই দিনে চেঞ্জ হয় না। একটু সময় লাগে। আপনারা সময় না দিলে এটা সম্ভব না। আমার কাছে জাদুর মতো কিছু নাই যে, বললেই সব হয়ে যাবে।’

কাজে যোগ না দেওয়া পুলিশ সদস্যদের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যারা জয়েন করেনি, তারা আমাদের চোখে ক্রিমিনাল। তাদের আইনের আওতায় অবশ্যই আনা হবে।’
সাংবাদিকদের উদ্দেশে সরকারের এই উপদেষ্টা বলেন, ‘আপনাদের কাছে অনুরোধ, মিথ্যা সংবাদ প্রকাশ করবেন না। তাতে পার্শ্ববর্তী দেশ সুবিধা পেয়ে যায়। আমাদের দেশের মিডিয়ার যে একটা সুনাম আছে, পাশের দেশের মিডিয়ার কিন্তু সেই সুনাম নেই। তারা মিথ্যাটাই প্রচার করে বেশি। আর এটা কিন্তু কাউন্টার করতে পারেন আপনারা।’
এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা আইনশৃঙ্খলা বাহিনী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সভায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন র্যাবের ডিজি (মহাপরিচালক) এ কে এম শহিদুর রহমানসহ সেনা, নৌ, বিজিবি, আনসার ও ভিডিপি, কারা অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আগে ভুয়া মামলা করত পুলিশ। এখন করছে জনগণ।’ আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নগরের দামপাড়া পুলিশ লাইনসে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আগে ভুয়া মামলা করত পুলিশ। মামলায় ১০টা নামে দিত, ৫০টা বেনামে। এখন জনগণ দিচ্ছে ১০টা নামে, ৫০টা বেনামে।’ তিনি বলেন, ‘ভুয়া মামলায় কেউ যাতে হেনস্তার শিকার না হয়, সে সম্পর্কে আমরা টাকা দিয়ে বিভিন্ন মিডিয়ায় বিজ্ঞাপন দিয়েছি। একচুয়াল মামলা হলে আপনারে ধরার কথা। এ রকম যাদের আছে কাউকে কি ধরা হয়েছে? মামলাটা তো আমার পুলিশ, র্যাব, আর্মি, আনসার দেয়নি; পাবলিক দিয়েছে। এ জন্য আপনি যেকোনো হেনস্তার শিকার হননি এ জন্য আমাদের আরও ধন্যবাদ দেওয়ার কথা।’
সম্প্রতি পাকিস্তান থেকে বাংলাদেশে আসা জাহাজ নিয়ে গুজব প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমাদের দেশে কোনো দেশের জাহাজ আসা কি নিষিদ্ধ আছে? আমরা কি কারও কাছে বন্দী নাকি, যে শুধু তাকেই সেবা করব? আমার দেশ সবার জন্য খোলা। খেজুর, পেঁয়াজ, আলু—এগুলো সামনের রোজার সময় দরকার। এগুলো কি আমরা আসতে দেব না? যারা এগুলো রটাচ্ছে, তারা আমাদের দেশের শত্রু। এই জাহাজটা মধ্যপ্রাচ্য থেকে এসেছে। সেখান থেকে প্রথমে একটা দেশে গেছে। এরপর আমাদের দেশে এসেছে।’
আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি কোন সময় ভালো ছিল? আপনারা বলেন। এই যে একটি পূজা গেল, পূজাটি কত সুন্দরভাবে হয়ে গেল। আজ আমরা একটি মতবিনিময় সভা করেছি। বিভিন্ন বাহিনীর সদস্যদের উপস্থিতিতে তাদের সঙ্গে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি কীভাবে আরও উন্নতি করা যায়, এ ব্যাপারে আলাপ করা হয়েছে। এ ব্যাপারে আপনাদের সাহায্য ও সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয়। পরিস্থিতির অবশ্যই উন্নতি হবে।’
পুলিশের কাজের অগ্রগতি সম্পর্কে জাহাঙ্গীর আলম বলেন, ‘পুলিশের মনোবল আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। গ্রাফটা নিচের দিকে নেমে গেলে খারাপ। গ্রাফটা কিন্তু আস্তে আস্তে ওপরের দিকে উঠেছে। মনোবল দুই দিনে চেঞ্জ হয় না। একটু সময় লাগে। আপনারা সময় না দিলে এটা সম্ভব না। আমার কাছে জাদুর মতো কিছু নাই যে, বললেই সব হয়ে যাবে।’

কাজে যোগ না দেওয়া পুলিশ সদস্যদের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যারা জয়েন করেনি, তারা আমাদের চোখে ক্রিমিনাল। তাদের আইনের আওতায় অবশ্যই আনা হবে।’
সাংবাদিকদের উদ্দেশে সরকারের এই উপদেষ্টা বলেন, ‘আপনাদের কাছে অনুরোধ, মিথ্যা সংবাদ প্রকাশ করবেন না। তাতে পার্শ্ববর্তী দেশ সুবিধা পেয়ে যায়। আমাদের দেশের মিডিয়ার যে একটা সুনাম আছে, পাশের দেশের মিডিয়ার কিন্তু সেই সুনাম নেই। তারা মিথ্যাটাই প্রচার করে বেশি। আর এটা কিন্তু কাউন্টার করতে পারেন আপনারা।’
এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা আইনশৃঙ্খলা বাহিনী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সভায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন র্যাবের ডিজি (মহাপরিচালক) এ কে এম শহিদুর রহমানসহ সেনা, নৌ, বিজিবি, আনসার ও ভিডিপি, কারা অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা।

পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
২৮ মিনিট আগে
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রতিবছর সুন্দরবনে অনেক বন্য প্রাণী মারা যায়। এসব প্রাকৃতিক দুর্যোগে বন্য প্রাণীদের নিরাপদে রাখতে বানানো হয়েছে সাতটি টাইগার টিলা (উঁচু কিল্লা)। বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় এসব বানানো হয়েছে। এ ছাড়া টিলার পাশে বন্য প্রাণীদের সুপেয় পানি সরবরাহে খনন করা হয়েছে মিষ্টি পানির পুকুর।
৩২ মিনিট আগে
দীর্ঘ ২৮ বছরের অচলাবস্থা কাটিয়ে ২০ জানুয়ারিতে হতে যাওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে যেন শঙ্কা কাটছে না। নির্বাচনে দুবার তফসিল ঘোষণা, নির্বাচন কমিশন কর্তৃক স্থগিত করা শেষে এখন ভোট গ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
৩৪ মিনিট আগে
সেন্ট মার্টিনের পরিবেশ-প্রতিবেশ রক্ষায় গত বছর থেকে সরকার পর্যটক নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়। পর্যটক সীমিত করার পাশাপাশি দ্বীপে নিষিদ্ধ পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য বহন রোধ করাসহ ভ্রমণে ১২টি নির্দেশনা বা শর্ত আরোপ করে।
৩৭ মিনিট আগে