প্রতিনিধি, লামা (বান্দরবান)

লামা-ফাঁসিয়াখালী সড়কের পূর্ব মিরিঞ্জা এলাকায় একটি ভাড়ায় চালিত মাইক্রোবাসে আগুন লেগে সম্পূর্ণ পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় মাইক্রোবাসে থাকা গ্যাসের গন্ধে দুজন অজ্ঞান হয়ে পড়েন।
অজ্ঞান হয়ে যাওয়া ওই দুজন হলেন, গাড়ির ড্রাইভার মো. এনামুল হক (৩৭) ও যাত্রী আব্দুল্লাহ মো. সামীর (১৩)।
গাড়ির ড্রাইভার মো. এনামুল হক বলেন, গাড়ির গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় পাহাড়ের দিকে যাচ্ছিলাম। এ সময় গাড়ির গতি কম থাকায় তাড়াহুড়া করে আমিসহ ৬ জন যাত্রী দ্রুত নেমে পড়ি। এর কয়েক মিনিট পরে ভয়াবহ আগুনে গাড়িটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
গাড়ির যাত্রী মো. জিয়াবুল হক বলেন, আজ দুপুরে আমরা চকরিয়ার পোস্ট পাড়া থেকে আলীকদমের চিনারী বাজার এলাকায় বউ দেখতে গিয়েছিলাম। আলীকদম থেকে চকরিয়া ফেরার পথে লামার পূর্ব মিরিঞ্জা এলাকায় পৌঁছালে গাড়িতে আগুন ধরে যায়। ড্রাইভারের বিচক্ষণতার কারণে আমরা সবাই প্রাণে বেঁচে গেছি। তিনি ঝুঁকি নিয়ে আমাদের গাড়ি থেকে বের করেন।
লামা থানার উপপরিদর্শক মো. আশ্রাফুল আলম বলেন, গাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানতে পেরেছি। ঘটনার পর লামা ফায়ার সার্ভিস, লামা থানা-পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে তার আগেই পুরো গাড়ি পুড়ে যায়।
লামা থানা-পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই ওই স্থানে পুলিশ পাঠানো হয়েছে। ওই গাড়ির যাত্রীদের নিরাপদে তাঁদের বাড়ি চকরিয়ায় পৌঁছে দেওয়া হয়েছে।

লামা-ফাঁসিয়াখালী সড়কের পূর্ব মিরিঞ্জা এলাকায় একটি ভাড়ায় চালিত মাইক্রোবাসে আগুন লেগে সম্পূর্ণ পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় মাইক্রোবাসে থাকা গ্যাসের গন্ধে দুজন অজ্ঞান হয়ে পড়েন।
অজ্ঞান হয়ে যাওয়া ওই দুজন হলেন, গাড়ির ড্রাইভার মো. এনামুল হক (৩৭) ও যাত্রী আব্দুল্লাহ মো. সামীর (১৩)।
গাড়ির ড্রাইভার মো. এনামুল হক বলেন, গাড়ির গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় পাহাড়ের দিকে যাচ্ছিলাম। এ সময় গাড়ির গতি কম থাকায় তাড়াহুড়া করে আমিসহ ৬ জন যাত্রী দ্রুত নেমে পড়ি। এর কয়েক মিনিট পরে ভয়াবহ আগুনে গাড়িটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
গাড়ির যাত্রী মো. জিয়াবুল হক বলেন, আজ দুপুরে আমরা চকরিয়ার পোস্ট পাড়া থেকে আলীকদমের চিনারী বাজার এলাকায় বউ দেখতে গিয়েছিলাম। আলীকদম থেকে চকরিয়া ফেরার পথে লামার পূর্ব মিরিঞ্জা এলাকায় পৌঁছালে গাড়িতে আগুন ধরে যায়। ড্রাইভারের বিচক্ষণতার কারণে আমরা সবাই প্রাণে বেঁচে গেছি। তিনি ঝুঁকি নিয়ে আমাদের গাড়ি থেকে বের করেন।
লামা থানার উপপরিদর্শক মো. আশ্রাফুল আলম বলেন, গাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানতে পেরেছি। ঘটনার পর লামা ফায়ার সার্ভিস, লামা থানা-পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে তার আগেই পুরো গাড়ি পুড়ে যায়।
লামা থানা-পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই ওই স্থানে পুলিশ পাঠানো হয়েছে। ওই গাড়ির যাত্রীদের নিরাপদে তাঁদের বাড়ি চকরিয়ায় পৌঁছে দেওয়া হয়েছে।

পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসব উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে ঐতিহ্যবাহী শতবর্ষী ‘মাছের মেলা’ শুরু হয়েছে। গতকাল সোমবার রাত থেকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুরে কুশিয়ারা নদীর তীরে শতবর্ষী এই মেলা বসেছে। চলবে আগামীকাল বুধবার পর্যন্ত।
২৬ মিনিট আগে
মাদারীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হন আরও দুজন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মাদারীপুরের তাঁতিবাড়ি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
৩০ মিনিট আগে
ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে তালুকদার ও খান পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে
গণ-অভ্যুত্থানের পরও এই গ্যাস সিন্ডিকেট ভাঙা সম্ভব হয়নি। বিভিন্ন অজুহাতে নতুন গ্যাস-সংযোগ বন্ধ থাকলেও তিতাস বিদ্যমান সংযোগগুলোতেও পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। এমনকি গ্যাস পর্যাপ্ত থাকা সত্ত্বেও সিন্ডিকেট ও রেস্তোরাঁ ব্যবসা দখল নিতে করপোরেট প্রতিষ্ঠান কৃত্রিমভাবে গ্যাস-সংকট তৈরি করেছে।
২ ঘণ্টা আগে