সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে প্রতিনিয়ত বাড়ছে রোগীর ভিড়। চিকিৎসা সেবা নিতে প্রতিদিন উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা রোগীর উপচে পড়া ভিড় পরিলক্ষিত হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে। এতে রোগীর চাপ বৃদ্ধিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের।
চিকিৎসকেরা জানান, গত এক সপ্তাহে হাসপাতালের বহির্বিভাগে প্রায় ৩ হাজার রোগী চিকিৎসা সেবা নিয়েছে। সর্বশেষ আজ মঙ্গলবার বহির্বিভাগে সাড়ে ৪ শত রোগী চিকিৎসা সেবা নিয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে আজ মঙ্গলবার পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে ২৭ হাজার রোগী চিকিৎসা সেবা নিয়েছেন। চিকিৎসা সেবার পাশাপাশি এসব রোগীকে দেওয়া হয়েছে বিনা মূল্যে প্রয়োজনীয় সকল ওষুধ। এ ছাড়া হাসপাতালে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি ২৬৩ জন প্রসূতি মায়ের স্বাভাবিক প্রসব করানো হয়েছে।
সরেজমিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা যায়, হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা অধিকাংশ রোগী জ্বর, কাশি, সর্দি, অ্যালার্জি ও শ্বাসকষ্ট সহ মৌসুমি রোগে আক্রান্ত। আক্রান্ত রোগীদের মধ্যে শিশুর পাশাপাশি রয়েছে বিভিন্ন বয়সের নারী-পুরুষ। বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা অধিকাংশ রোগী প্রাথমিক চিকিৎসা শেষে বিনা মূল্যে দেওয়া ওষুধ নিয়ে বাড়ি ফিরছেন। কেউ কেউ চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তির পাশাপাশি বিনা মূল্যে করছেন নেবুলাইজার।
স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে চিকিৎসা সেবা নিতে আসা পারভিন আক্তার, সাইফুল ইসলাম, নুর উদ্দিন, ফাতেমা আক্তার, আয়েশা সিদ্দিকী ও সাহাব উদ্দিন বলেন, তারা দুই-তিন আগে মৌসুমি জ্বর ও কাশিতে আক্রান্ত হয়ে পড়েন। তাই মঙ্গলবার হাসপাতালে চিকিৎসা সেবা নিতে বহির্বিভাগে টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে ছিলেন। রোগীর উপচে পড়া ভিড়ের কারণে ঘণ্টাখানেক লাইনে দাঁড়ানোর পর চিকিৎসা সেবা নিতে পেরেছেন তারা। চিকিৎসকের ব্যবস্থাপত্রের পাশাপাশি হাসপাতাল থেকে বিনা মূল্যে পেয়েছেন প্রয়োজনীয় সকল ওষুধ। চিকিৎসাসেবা কালে দায়িত্বরত চিকিৎসক রোগের বিস্তারিত বিবরণ শোনার পাশাপাশি আন্তরিকভাবে চিকিৎসা সেবা প্রদান করায় সন্তুষ্ট তারা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার প্রতি উপজেলার রোগীদের আস্থা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা সেবা নিতে প্রতিদিন বহির্বিভাগের সামনে ভিড় করছেন শত শত রোগী। প্রতিদিন বহির্বিভাগে চিকিৎসা সেবা নিতে আসা রোগীর এক-তৃতীয়াংশ মৌসুমি জ্বর, সর্দি কাশি অ্যালার্জি শ্বাসকষ্ট সহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত। তবে এসব রোগীর পাশাপাশি বহির্বিভাগে চিকিৎসা সেবা নিতে ভিড় করছেন প্রসূতিরা। ঋতু পরিবর্তনের কারণে এসব মৌসুমি জ্বর হচ্ছে বলে জানান তিনি। আর এতে আতঙ্কিত হওয়ারও কিছু নেই।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে প্রতিনিয়ত বাড়ছে রোগীর ভিড়। চিকিৎসা সেবা নিতে প্রতিদিন উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা রোগীর উপচে পড়া ভিড় পরিলক্ষিত হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে। এতে রোগীর চাপ বৃদ্ধিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের।
চিকিৎসকেরা জানান, গত এক সপ্তাহে হাসপাতালের বহির্বিভাগে প্রায় ৩ হাজার রোগী চিকিৎসা সেবা নিয়েছে। সর্বশেষ আজ মঙ্গলবার বহির্বিভাগে সাড়ে ৪ শত রোগী চিকিৎসা সেবা নিয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে আজ মঙ্গলবার পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে ২৭ হাজার রোগী চিকিৎসা সেবা নিয়েছেন। চিকিৎসা সেবার পাশাপাশি এসব রোগীকে দেওয়া হয়েছে বিনা মূল্যে প্রয়োজনীয় সকল ওষুধ। এ ছাড়া হাসপাতালে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি ২৬৩ জন প্রসূতি মায়ের স্বাভাবিক প্রসব করানো হয়েছে।
সরেজমিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা যায়, হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা অধিকাংশ রোগী জ্বর, কাশি, সর্দি, অ্যালার্জি ও শ্বাসকষ্ট সহ মৌসুমি রোগে আক্রান্ত। আক্রান্ত রোগীদের মধ্যে শিশুর পাশাপাশি রয়েছে বিভিন্ন বয়সের নারী-পুরুষ। বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা অধিকাংশ রোগী প্রাথমিক চিকিৎসা শেষে বিনা মূল্যে দেওয়া ওষুধ নিয়ে বাড়ি ফিরছেন। কেউ কেউ চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তির পাশাপাশি বিনা মূল্যে করছেন নেবুলাইজার।
স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে চিকিৎসা সেবা নিতে আসা পারভিন আক্তার, সাইফুল ইসলাম, নুর উদ্দিন, ফাতেমা আক্তার, আয়েশা সিদ্দিকী ও সাহাব উদ্দিন বলেন, তারা দুই-তিন আগে মৌসুমি জ্বর ও কাশিতে আক্রান্ত হয়ে পড়েন। তাই মঙ্গলবার হাসপাতালে চিকিৎসা সেবা নিতে বহির্বিভাগে টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে ছিলেন। রোগীর উপচে পড়া ভিড়ের কারণে ঘণ্টাখানেক লাইনে দাঁড়ানোর পর চিকিৎসা সেবা নিতে পেরেছেন তারা। চিকিৎসকের ব্যবস্থাপত্রের পাশাপাশি হাসপাতাল থেকে বিনা মূল্যে পেয়েছেন প্রয়োজনীয় সকল ওষুধ। চিকিৎসাসেবা কালে দায়িত্বরত চিকিৎসক রোগের বিস্তারিত বিবরণ শোনার পাশাপাশি আন্তরিকভাবে চিকিৎসা সেবা প্রদান করায় সন্তুষ্ট তারা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার প্রতি উপজেলার রোগীদের আস্থা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা সেবা নিতে প্রতিদিন বহির্বিভাগের সামনে ভিড় করছেন শত শত রোগী। প্রতিদিন বহির্বিভাগে চিকিৎসা সেবা নিতে আসা রোগীর এক-তৃতীয়াংশ মৌসুমি জ্বর, সর্দি কাশি অ্যালার্জি শ্বাসকষ্ট সহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত। তবে এসব রোগীর পাশাপাশি বহির্বিভাগে চিকিৎসা সেবা নিতে ভিড় করছেন প্রসূতিরা। ঋতু পরিবর্তনের কারণে এসব মৌসুমি জ্বর হচ্ছে বলে জানান তিনি। আর এতে আতঙ্কিত হওয়ারও কিছু নেই।

নতুন ভোটারদের উদ্দেশে তিনি বলেন, নতুন ভোটাররা প্রথমবার সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি রাষ্ট্রের চরিত্র বদলে দেওয়ার সুযোগ পেয়েছেন। তাই দল-মতনির্বিশেষে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
১৮ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, একটি গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মনাইরকান্দি গ্রামের বাবুল মিয়ার ছেলে হাবিবুর রহমান শাকিল (৩৭)...
২১ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় আহমদুল কবির অপু (৪০) নামের জেল থেকে পলাতক এক আসামিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে রায়পুরা থানা-পুলিশ। নিহত অপু পাহাড় মরজাল গ্রামের হাবিবুর রহমানের ছেলে। অপু চব্বিশের গণ-অভ্যুত্থানের পর থেকে পলাতক ছিলেন।
২৪ মিনিট আগে
মিরসরাইয়ে লরির ধাক্কায় হুমায়ুন কবির (২৫) নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মিঠাছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে