নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামত উল্লাহ ও চট্টগ্রাম–১২ (পটিয়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরীর মাঝে ফুল বিনিময়ের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে তুমুল আলোচনা সমালোচনা চলছে।
জানা গেছে, থানায় গিয়ে ওসিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরী। সঙ্গে মিষ্টিও ছিল। গত শুক্রবার (২৬ জানুয়ারি) নগরীর খুলশী থানায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্য হয়ে থানায় গিয়ে ওসিকে ফুল দিতে যাওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা চলছে।
এ নিয়ে খুলশী থানার ওসি শেখ নেয়ামত উল্লাহ তাঁর ফেসবুক অ্যাকাউন্টে ছবিসহ বিষয়টি পোস্ট দেন। পরে তা সরিয়েও নেন।
পোস্টটিতে ওসি লিখেছিলেন, ‘তিনি চট্টগ্রামের পটিয়া আসন হতে নির্বাচিত সাংসদ (সংসদ সদস্য), তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব মোতাহেরুল ইসলাম চৌধুরী। পটিয়ায় কাজ করার সুবাদে কাছ থেকে এই নিরহংকার মানুষটিকে অবলোকন করেছি। একদম সাদামাটা যাপিত জীবনের অধিকারী। কথাকে বাস্তবে রূপ দিতে নিজের অবস্থান ভুলে আমাকে দেখতে চলে আসলেন খুলশী থানায়। সাথে নিয়ে আসলেন মিষ্টি ও ফুল, তারপর শুভেচ্ছা পর্ব। এই সরল মহৎপ্রাণ সাংসদের জন্য শুভকামনা, পটিয়ার জন্য শুভকামনা।’
সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি। তাঁর নির্বাচনী এলাকা পটিয়া। এই আসনে তিনি সাবেক হুইপ সামশুল হক চৌধুরীকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন।
ঘটনার বিষয়ে জানতে চাইলে খুলশী থানার ওসি শেখ নেয়ামত উল্লাহ শনিবার (২৭ জানুয়ারি) রাতে আজকের পত্রিকাকে বলেন, ‘ওরা (পত্রিকা) যা পারে লেখুক।’
এ বিষয়ে সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এসব নিয়ে লেখালেখি করার কী আছে? আমি যাইনি থানায়।’
ওসি শেখ নেয়ামত উল্লাহ একসময় পটিয়া থানায় দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি যোগ দিয়েছেন খুলশী থানায়।

চট্টগ্রাম নগরের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামত উল্লাহ ও চট্টগ্রাম–১২ (পটিয়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরীর মাঝে ফুল বিনিময়ের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে তুমুল আলোচনা সমালোচনা চলছে।
জানা গেছে, থানায় গিয়ে ওসিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরী। সঙ্গে মিষ্টিও ছিল। গত শুক্রবার (২৬ জানুয়ারি) নগরীর খুলশী থানায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্য হয়ে থানায় গিয়ে ওসিকে ফুল দিতে যাওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা চলছে।
এ নিয়ে খুলশী থানার ওসি শেখ নেয়ামত উল্লাহ তাঁর ফেসবুক অ্যাকাউন্টে ছবিসহ বিষয়টি পোস্ট দেন। পরে তা সরিয়েও নেন।
পোস্টটিতে ওসি লিখেছিলেন, ‘তিনি চট্টগ্রামের পটিয়া আসন হতে নির্বাচিত সাংসদ (সংসদ সদস্য), তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব মোতাহেরুল ইসলাম চৌধুরী। পটিয়ায় কাজ করার সুবাদে কাছ থেকে এই নিরহংকার মানুষটিকে অবলোকন করেছি। একদম সাদামাটা যাপিত জীবনের অধিকারী। কথাকে বাস্তবে রূপ দিতে নিজের অবস্থান ভুলে আমাকে দেখতে চলে আসলেন খুলশী থানায়। সাথে নিয়ে আসলেন মিষ্টি ও ফুল, তারপর শুভেচ্ছা পর্ব। এই সরল মহৎপ্রাণ সাংসদের জন্য শুভকামনা, পটিয়ার জন্য শুভকামনা।’
সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি। তাঁর নির্বাচনী এলাকা পটিয়া। এই আসনে তিনি সাবেক হুইপ সামশুল হক চৌধুরীকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন।
ঘটনার বিষয়ে জানতে চাইলে খুলশী থানার ওসি শেখ নেয়ামত উল্লাহ শনিবার (২৭ জানুয়ারি) রাতে আজকের পত্রিকাকে বলেন, ‘ওরা (পত্রিকা) যা পারে লেখুক।’
এ বিষয়ে সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এসব নিয়ে লেখালেখি করার কী আছে? আমি যাইনি থানায়।’
ওসি শেখ নেয়ামত উল্লাহ একসময় পটিয়া থানায় দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি যোগ দিয়েছেন খুলশী থানায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৫ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৫ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৫ ঘণ্টা আগে