নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ভিত্তিপ্রস্তর স্থাপনের ১৪ বছর পর চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৮ তলা নগর ভবনের নির্মাণকাজ শুরু হয়েছে। আজ সোমবার দুপুরে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার আন্দরকিল্লা মোড়সংলগ্ন নিজস্ব জায়গায় ভবনটির নির্মাণকাজের উদ্বোধন করেন চসিকের মেয়র রেজাউল করিম চৌধুরী।
এর আগে ২০১০ সালের ১১ মার্চ নগর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন মেয়র প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
চট্টগ্রাম সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, তিনটি বেসমেন্টসহ ১৮ তলা (২ লাখ ৯৮ হাজার ৫০০ বর্গফুট) ভবনটির নির্মাণকাজে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২৮ কোটি ২০ লাখ ৩৯ হাজার ৮০৭ টাকা। ৫৩ দশমিক ৪৫ কাঠা (৩৮ হাজার ৪৯০ বর্গফুট) জায়গায় শোর পাইল হবে ৩২০টি। ১৯ হাজার ৭৭০ বর্গফুটের বেসমেন্ট হবে তিনটি। ১৪ হাজার ২১৪ বর্গফুটের তিনটি ফ্লোর। পার্কিং করা যাবে ১৬০টি গাড়ি।
গত বছরের ১ জুন দরপত্র আহ্বান করা হয়। তাহের ব্রাদার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে এই কাজের জন্য চূড়ান্ত করে চসিক। প্রকল্পের ডিপিপি অনুযায়ী, নগর ভবনের তিন পাশে দৃষ্টিনন্দন বাগান থাকবে। সামনে নির্মাণ করা হবে মনোমুগ্ধকর ফোয়ারা। ভবনের কয়েকটি ফ্লোর বাণিজ্যিকভাবে ভাড়া দেওয়া হবে। থাকবে মাল্টিপারপাস হল, কনফারেন্স ও ব্যাংকুয়েট হল। ২০২৫ সালের ৬ সেপ্টেম্বরের মধ্যে নির্মাণকাজ শেষ করবে ঠিকাদারি প্রতিষ্ঠান।
নগরীর আন্দরকিল্লায় ১৯৬৪ সালে নির্মিত একটি ভবন চসিকের প্রধান কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো। ভবনটি জরাজীর্ণ হয়ে ওঠায় ২০১০ সালের ১১ মার্চ নতুন নগর ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। তবে অর্থছাড় না পাওয়াসহ নানা জটিলতায় এই কাজ আটকে যায়। বর্তমানে নগরের টাইগারপাস মোড়ে একটি ভবন চসিকের অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে।

ভিত্তিপ্রস্তর স্থাপনের ১৪ বছর পর চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৮ তলা নগর ভবনের নির্মাণকাজ শুরু হয়েছে। আজ সোমবার দুপুরে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার আন্দরকিল্লা মোড়সংলগ্ন নিজস্ব জায়গায় ভবনটির নির্মাণকাজের উদ্বোধন করেন চসিকের মেয়র রেজাউল করিম চৌধুরী।
এর আগে ২০১০ সালের ১১ মার্চ নগর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন মেয়র প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
চট্টগ্রাম সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, তিনটি বেসমেন্টসহ ১৮ তলা (২ লাখ ৯৮ হাজার ৫০০ বর্গফুট) ভবনটির নির্মাণকাজে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২৮ কোটি ২০ লাখ ৩৯ হাজার ৮০৭ টাকা। ৫৩ দশমিক ৪৫ কাঠা (৩৮ হাজার ৪৯০ বর্গফুট) জায়গায় শোর পাইল হবে ৩২০টি। ১৯ হাজার ৭৭০ বর্গফুটের বেসমেন্ট হবে তিনটি। ১৪ হাজার ২১৪ বর্গফুটের তিনটি ফ্লোর। পার্কিং করা যাবে ১৬০টি গাড়ি।
গত বছরের ১ জুন দরপত্র আহ্বান করা হয়। তাহের ব্রাদার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে এই কাজের জন্য চূড়ান্ত করে চসিক। প্রকল্পের ডিপিপি অনুযায়ী, নগর ভবনের তিন পাশে দৃষ্টিনন্দন বাগান থাকবে। সামনে নির্মাণ করা হবে মনোমুগ্ধকর ফোয়ারা। ভবনের কয়েকটি ফ্লোর বাণিজ্যিকভাবে ভাড়া দেওয়া হবে। থাকবে মাল্টিপারপাস হল, কনফারেন্স ও ব্যাংকুয়েট হল। ২০২৫ সালের ৬ সেপ্টেম্বরের মধ্যে নির্মাণকাজ শেষ করবে ঠিকাদারি প্রতিষ্ঠান।
নগরীর আন্দরকিল্লায় ১৯৬৪ সালে নির্মিত একটি ভবন চসিকের প্রধান কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো। ভবনটি জরাজীর্ণ হয়ে ওঠায় ২০১০ সালের ১১ মার্চ নতুন নগর ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। তবে অর্থছাড় না পাওয়াসহ নানা জটিলতায় এই কাজ আটকে যায়। বর্তমানে নগরের টাইগারপাস মোড়ে একটি ভবন চসিকের অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চেকপোস্ট বসিয়ে শতাধিক যানবাহনে তল্লাশি চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) রাত ৮টা থেকে ২টা পর্যন্ত উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ের (ঢাকা-পিরোজপুর) মহাসড়কে গাড়ি থামিয়ে এ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।
৩ মিনিট আগে
আওয়ামী লীগের লোকজনকে জামায়াতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য লতিফুর রহমান বলেছেন, জামায়াতে যোগ দিলে তাঁদের দায়দায়িত্ব তাঁরা নেবেন। আইন-আদালত, থানা-পুলিশ সবকিছুই তাঁরা দেখবেন।
১ ঘণ্টা আগে
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাতনামা যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের নারানখালী ব্রিজের নিচে ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম জানান, গতকাল রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে নাঈমের প্রাইভেট কারটির ধাক্কা লাগে। মোটরসাইকেলের আরোহীরা নাঈমকে প্রাইভেট কার থেকে টেনেহিঁচড়ে বের করে এলোপাতাড়ি মারধর করেন।
২ ঘণ্টা আগে