চৌদ্দগ্রাম প্রতিনিধি

কয়েক মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না কুমিল্লা চৌদ্দগ্রামের ১৬৯ জনপ্রতিনিধি ও ৭৭ জন গ্রাম পুলিশ। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মনজুরুল হক ইচ্ছাকৃতভাবে এ বেতন-ভাতা বন্ধ রেখেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
জানা গেছে, গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত উপজেলার তেরোটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যসহ ১৬৯জন জনপ্রতিনিধির বেতন বন্ধ রয়েছে। এ ছাড়া গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ৭৭ জন গ্রামপুলিশের বেতন ভাতা বন্ধ রেখেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এর মধ্যে অনেক ইউপি চেয়ারম্যান ও সদস্য এবারের নির্বাচনে বিজয়ী হতে পারেননি। তারাও এ সম্মানী ভাতা থেকে বঞ্চিত হয়েছেন।
গ্রামপুলিশের নারী সদস্য আনোয়ারা ও রুবিয়া বেগম বলেন, ‘গত তিন মাস আমরা বেতন ভাতা পাচ্ছি না। এতে করে সংসার চালাতে হিমশিম খাচ্ছি।’
১০ নম্বর বাতিসা ইউপির চেয়ারম্যান জিএম জাহিদ হোসেন টিপু বলেন, ‘ইউপি চেয়ারম্যানসহ অনেক সদস্য সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হয়ে আসতে পারেননি। কিন্তু গত চার মাস ধরে আমাদের সম্মানী ভাতা বন্ধ রেখেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিষয়টি খুবই দুঃখজনক।’
চৌদ্দগ্রাম উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি আলকরা ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল বলেন, ‘ জন্মনিবন্ধন কার্যক্রম বন্ধ সফল করে বেতন ভাতা বন্ধ করা হয়েছে। এভাবে জন্ম নিবন্ধন কার্যক্রম শতভাগ সফল করার আইন আছে কিনা আমার জানা নেই। অনেক গ্রাম পুলিশ তাদের কষ্টের কথা আমার কাছে বলেছেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মনজুরুল হক বলেন, শূন্য থেকে ৪৫ দিন বয়সী শিশুদের জন্মনিবন্ধন কার্যক্রম সফল করা জনপ্রতিনিধি ও গ্রামপুলিশদের দায়িত্ব। তাঁরা এ দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় বেতন ভাতা বন্ধ রাখা হয়েছে। তবে আগামী মাস থেকে যথারীতি বেতন ভাতা দেওয়া হবে।’

কয়েক মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না কুমিল্লা চৌদ্দগ্রামের ১৬৯ জনপ্রতিনিধি ও ৭৭ জন গ্রাম পুলিশ। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মনজুরুল হক ইচ্ছাকৃতভাবে এ বেতন-ভাতা বন্ধ রেখেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
জানা গেছে, গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত উপজেলার তেরোটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যসহ ১৬৯জন জনপ্রতিনিধির বেতন বন্ধ রয়েছে। এ ছাড়া গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ৭৭ জন গ্রামপুলিশের বেতন ভাতা বন্ধ রেখেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এর মধ্যে অনেক ইউপি চেয়ারম্যান ও সদস্য এবারের নির্বাচনে বিজয়ী হতে পারেননি। তারাও এ সম্মানী ভাতা থেকে বঞ্চিত হয়েছেন।
গ্রামপুলিশের নারী সদস্য আনোয়ারা ও রুবিয়া বেগম বলেন, ‘গত তিন মাস আমরা বেতন ভাতা পাচ্ছি না। এতে করে সংসার চালাতে হিমশিম খাচ্ছি।’
১০ নম্বর বাতিসা ইউপির চেয়ারম্যান জিএম জাহিদ হোসেন টিপু বলেন, ‘ইউপি চেয়ারম্যানসহ অনেক সদস্য সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হয়ে আসতে পারেননি। কিন্তু গত চার মাস ধরে আমাদের সম্মানী ভাতা বন্ধ রেখেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিষয়টি খুবই দুঃখজনক।’
চৌদ্দগ্রাম উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি আলকরা ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল বলেন, ‘ জন্মনিবন্ধন কার্যক্রম বন্ধ সফল করে বেতন ভাতা বন্ধ করা হয়েছে। এভাবে জন্ম নিবন্ধন কার্যক্রম শতভাগ সফল করার আইন আছে কিনা আমার জানা নেই। অনেক গ্রাম পুলিশ তাদের কষ্টের কথা আমার কাছে বলেছেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মনজুরুল হক বলেন, শূন্য থেকে ৪৫ দিন বয়সী শিশুদের জন্মনিবন্ধন কার্যক্রম সফল করা জনপ্রতিনিধি ও গ্রামপুলিশদের দায়িত্ব। তাঁরা এ দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় বেতন ভাতা বন্ধ রাখা হয়েছে। তবে আগামী মাস থেকে যথারীতি বেতন ভাতা দেওয়া হবে।’

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
২ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
৩ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
৩ ঘণ্টা আগে