প্রতিনিধি, পাবনা ও চাটমোহর

বিদ্যুতায়িত হয়ে দুই হাত হারানো এসএসসি পরীক্ষার্থী সাব্বির হাসানের (১৬) দুটি কৃত্রিম হাত সংযোজনের ব্যবস্থা করেছিল চাটমোহর উন্নয়ন ফোরাম। এবার এই ফোরামের পক্ষ থেকে তাকে একটি মুদিদোকান করে দেওয়া হয়েছে।
গতকাল শনিবার দুপুরে দাঁথিয়া কয়রাপাড়া বাজারে ‘সাব্বির স্টোর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন ফোরামের সভাপতি, র্যাব-৪-এর পরিচালক মোজাম্মেল হক। তিনি সাব্বিরের দোকান থেকে প্রথম ক্রেতা হিসেবে কয়েকটি পণ্যও কেনেন। কৃত্রিম হাত এবং কর্মসংস্থান পাওয়ায় আগামী দিনে নিজে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছে সাব্বির ও তার পরিবার।
এ সময় ফোরামের পক্ষ থেকে দুজন অসহায় নারীকে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে দুটি সেলাই মেশিন দেওয়া হয়। এ ছাড়া এইচ উমর হাউজিং লিমিটেডের উদ্যোগে ৬৫ জন অসহায় কর্মহীনের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
জানা যায়, সাব্বির হাসান পাবনার চাটমোহর উপজেলার দাঁথিয়া কয়রাপাড়া গ্রামের মো. কামাল হোসেনের ছেলে। বছরখানেক আগে পল্লীবিদ্যুৎ সমিতির ঠিকাদারের অধীনে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হওয়ায় এসএসসি পরীক্ষার্থী সাব্বির হাসানের দুই হাত কেটে ফেলতে হয়। এমন পরিস্থিতিতে তার পরিবারের পাশে দাঁড়ায় চাটমোহর উন্নয়ন ফোরাম। প্রায় দুই লাখ টাকা খরচ করে কৃত্রিম হাত সংযোজনের ব্যবস্থা করা হয়। এবার এক লাখ দশ হাজার টাকা ব্যয় করে একটি মুদিদোকান দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হলো।
দোকান উদ্বোধনের সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য দেন ফোরামের সাধারণ সম্পাদক প্রাণিসম্পদ অধিদপ্তরের উপপরিচালক ডা. কাজী রকিবুল ইসলাম, সহসভাপতি শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুর রহিম, সদস্যসচিব বিশ্বব্যাংকের কনসালট্যান্ট ওসমান গণি।
এ সময় ফোরামের কোষাধ্যক্ষ শেখ হাসিনা যুব ইনস্টিটিউটে কর্মরত নাজির হোসেন, সদস্য নাসির হোসেন, দপ্তর সম্পাদক এইচ উমর হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলাম শিপলু উপস্থিত ছিলেন।

বিদ্যুতায়িত হয়ে দুই হাত হারানো এসএসসি পরীক্ষার্থী সাব্বির হাসানের (১৬) দুটি কৃত্রিম হাত সংযোজনের ব্যবস্থা করেছিল চাটমোহর উন্নয়ন ফোরাম। এবার এই ফোরামের পক্ষ থেকে তাকে একটি মুদিদোকান করে দেওয়া হয়েছে।
গতকাল শনিবার দুপুরে দাঁথিয়া কয়রাপাড়া বাজারে ‘সাব্বির স্টোর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন ফোরামের সভাপতি, র্যাব-৪-এর পরিচালক মোজাম্মেল হক। তিনি সাব্বিরের দোকান থেকে প্রথম ক্রেতা হিসেবে কয়েকটি পণ্যও কেনেন। কৃত্রিম হাত এবং কর্মসংস্থান পাওয়ায় আগামী দিনে নিজে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছে সাব্বির ও তার পরিবার।
এ সময় ফোরামের পক্ষ থেকে দুজন অসহায় নারীকে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে দুটি সেলাই মেশিন দেওয়া হয়। এ ছাড়া এইচ উমর হাউজিং লিমিটেডের উদ্যোগে ৬৫ জন অসহায় কর্মহীনের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
জানা যায়, সাব্বির হাসান পাবনার চাটমোহর উপজেলার দাঁথিয়া কয়রাপাড়া গ্রামের মো. কামাল হোসেনের ছেলে। বছরখানেক আগে পল্লীবিদ্যুৎ সমিতির ঠিকাদারের অধীনে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হওয়ায় এসএসসি পরীক্ষার্থী সাব্বির হাসানের দুই হাত কেটে ফেলতে হয়। এমন পরিস্থিতিতে তার পরিবারের পাশে দাঁড়ায় চাটমোহর উন্নয়ন ফোরাম। প্রায় দুই লাখ টাকা খরচ করে কৃত্রিম হাত সংযোজনের ব্যবস্থা করা হয়। এবার এক লাখ দশ হাজার টাকা ব্যয় করে একটি মুদিদোকান দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হলো।
দোকান উদ্বোধনের সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য দেন ফোরামের সাধারণ সম্পাদক প্রাণিসম্পদ অধিদপ্তরের উপপরিচালক ডা. কাজী রকিবুল ইসলাম, সহসভাপতি শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুর রহিম, সদস্যসচিব বিশ্বব্যাংকের কনসালট্যান্ট ওসমান গণি।
এ সময় ফোরামের কোষাধ্যক্ষ শেখ হাসিনা যুব ইনস্টিটিউটে কর্মরত নাজির হোসেন, সদস্য নাসির হোসেন, দপ্তর সম্পাদক এইচ উমর হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলাম শিপলু উপস্থিত ছিলেন।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৭ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৭ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৮ ঘণ্টা আগে