কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া কসবায় আখাউড়া-লাকসাম রেলওয়ে প্রকল্পের কসবা রেল স্টেশন ও সালদানদী এলাকার গত এক সপ্তাহ ধরে চলমান কাজ পরিদর্শন করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন। আজ শনিবার সকাল ১১টার দিকে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘আখাউড়া-লাকসাম রেলওয়ে প্রকল্পটি একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এই প্রকল্পের কাজ শেষ হলে বাংলাদেশের যেমন ভালো হবে, তেমনি ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সু-সম্পর্কের যে বিষয়গুলো আছে সেগুলোরও আরও উন্নতি হবে।’
সচিব মাসুদ বিন মোমেন আরও বলেন, ‘প্রথমে কোভিড-১৯ ও পরবর্তীতে ভারতীয়দের বাধা থাকায় দীর্ঘদিন কাজ বন্ধ ছিল। সম্প্রতি আলোচনার মাধ্যমে সমস্যা নিরসন হওয়ায় গত এক সপ্তাহ ধরে চলমান কাজ দেখতে এসে আমি সন্তুষ্ট। পুরোদমে কাজ চলছে। এখন আর কোনো বাধা নেই, সকল সমস্যা দূর হয়েছে। অল্প সময়ের মধ্যে অসমাপ্ত কাজ শেষ হবে বলে আশা করি।’
এ সময় বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন রানা, সুলতানপুর ৬০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক হাসান উল্লাহ, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিমুল এহসান খান ও চলমান প্রকল্পের পরিচালন মোহাম্মদ সুবক্তগীনসহ ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০১৬ সালের ১ নভেম্বর শুরু হয় আখাউড়া-লাকসাম রেলওয়ে প্রকল্পের কাজ। বাংলাদেশ-ভারত সীমান্তের ১৫০ গজের মধ্যে কাজ চলছে এমন অজুহাতে ২০২০ সালের ৯ সেপ্টেম্বর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বাধায় কাজটি বন্ধ হয়ে যায়। পরে দুই দেশের উচ্চপর্যায়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিজিবি-বিএসএফের আলোচনার মাধ্যমে ফের গত ১২ মার্চ থেকে পুরোদমে কাজ শুরু হয়।

ব্রাহ্মণবাড়িয়া কসবায় আখাউড়া-লাকসাম রেলওয়ে প্রকল্পের কসবা রেল স্টেশন ও সালদানদী এলাকার গত এক সপ্তাহ ধরে চলমান কাজ পরিদর্শন করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন। আজ শনিবার সকাল ১১টার দিকে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘আখাউড়া-লাকসাম রেলওয়ে প্রকল্পটি একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এই প্রকল্পের কাজ শেষ হলে বাংলাদেশের যেমন ভালো হবে, তেমনি ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সু-সম্পর্কের যে বিষয়গুলো আছে সেগুলোরও আরও উন্নতি হবে।’
সচিব মাসুদ বিন মোমেন আরও বলেন, ‘প্রথমে কোভিড-১৯ ও পরবর্তীতে ভারতীয়দের বাধা থাকায় দীর্ঘদিন কাজ বন্ধ ছিল। সম্প্রতি আলোচনার মাধ্যমে সমস্যা নিরসন হওয়ায় গত এক সপ্তাহ ধরে চলমান কাজ দেখতে এসে আমি সন্তুষ্ট। পুরোদমে কাজ চলছে। এখন আর কোনো বাধা নেই, সকল সমস্যা দূর হয়েছে। অল্প সময়ের মধ্যে অসমাপ্ত কাজ শেষ হবে বলে আশা করি।’
এ সময় বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন রানা, সুলতানপুর ৬০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক হাসান উল্লাহ, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিমুল এহসান খান ও চলমান প্রকল্পের পরিচালন মোহাম্মদ সুবক্তগীনসহ ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০১৬ সালের ১ নভেম্বর শুরু হয় আখাউড়া-লাকসাম রেলওয়ে প্রকল্পের কাজ। বাংলাদেশ-ভারত সীমান্তের ১৫০ গজের মধ্যে কাজ চলছে এমন অজুহাতে ২০২০ সালের ৯ সেপ্টেম্বর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বাধায় কাজটি বন্ধ হয়ে যায়। পরে দুই দেশের উচ্চপর্যায়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিজিবি-বিএসএফের আলোচনার মাধ্যমে ফের গত ১২ মার্চ থেকে পুরোদমে কাজ শুরু হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
২ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৩ ঘণ্টা আগে