কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, সাবেক প্রক্টর ড. কাজী ওমর সিদ্দিকীসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। সেই মামলায় না জানিয়ে দুই শিক্ষার্থীকে সাক্ষী রাখার অভিযোগ উঠেছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১৬তম আবর্তনের রায়হান নামের আরেক শিক্ষার্থীকেও সাক্ষী করা হয়েছে মামলায়। তবে এই নামে ১৬তম ব্যাচে কোনো শিক্ষার্থী নেই।
মামলার বাদী শাখাওয়াত হোসেনের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আবু রায়হান এবং মোহাম্মদ সাকিব হোসাইনের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মামলায় সাক্ষী হিসেবে আটজন শিক্ষার্থীর নাম-ঠিকানা উল্লেখ করা হয়েছে। তাঁরা হলেন গণিত বিভাগের শিক্ষার্থী মো. গোলাম মোস্তফা, লোক প্রশাসন বিভাগের মো. হাসান অন্তর, একই বিভাগের তানভির হোসাইন মজুমদার, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের হাসান ইমাম ফরহাদ, একই বিভাগের বিভাগের সৌরভ সিদ্দিকী ও জিসান, অর্থনীতি বিভাগের রায়হান ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী রাহিম।
তাঁদের মধ্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দুই শিক্ষার্থী সৌরভ সিদ্দিকী ও জিসান বলেন, তাঁদের যে সাক্ষী রাখা হয়েছে, তাঁরা এ বিষয়ে কিছুই জানেন না। এ ছাড়া অর্থনীতির ১৬তম আবর্তনের রায়হান নামের যে শিক্ষার্থীর কথা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে এই নামে অর্থনীতির ১৬তম ব্যাচে কোনো শিক্ষার্থী নেই।
তবে একই বিভাগের ১৫তম আবর্তনের রায়হান নামের শিক্ষার্থী বলেন, ‘যদি এটা আমার নাম হয়ে থাকে, তাহলে আমি জানি না। আমার সঙ্গে সাক্ষী হওয়ার বিষয়ে কেউ যোগাযোগ করেননি।’
এ ব্যাপারে শিক্ষার্থী তৌহিদুল ইসলাম জিসান বলেন, ‘আমি এ মামলার বিষয়ে কিছুই জানি না। সেদিন বিকেলে পুলিশের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝামেলা হয়ছিল জানি। কিন্তু মামলার কোনো ঘটনা ঘটেছে কিনা তা আমার জানা নেই। কিন্তু আমার নাম দেখি সাক্ষীর তালিকায়, যা আমার জন্য বিব্রতকর। আমি এ ঘটনার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার বিষয়ে কথাবার্তা বলছি আইনজীবীদের সঙ্গে। কথা বলে আমি আইনি পদক্ষেপ নিব প্রয়োজনে।’
শিক্ষার্থী সৌরভ সিদ্দিকী বলেন, ‘কুবির সাবেক ভিসি-প্রক্টরসহ ৩৬ জনের নাম উল্লেখ করে যে মামলা করা হয়েছে, সেখানে আমাকে না জানিয়ে সাক্ষী রাখা হয়েছে। আমি এ ব্যাপারে আইনি পদক্ষেপ নিব বলে ভাবছি।’
মামলার বাদী শাখাওয়াত হোসেন বলেন, ‘আমি এ মামলার বিষয়ে তেমন কিছু জানতাম না। আবু রায়হান ও সাকিব মামলার সব বিষয় নিয়ে আমার কাছে এসে আমাকে বাদী হতে বলায় আমি বাদী হয়েছি।’ সাক্ষীদের সঙ্গে কথা বলেছেন কিনা এ বিষয়ে তিনি বলেন, ‘আমি দুজন সাক্ষী ফরহাদ ও মোস্তফার সঙ্গে কথা বলেছিলাম। কিন্তু অন্যদের কারও সঙ্গে কথা বলিনি।’
এ বিষয়ে জানতে চাইলে সমন্বয়ক মোহাম্মদ সাকিব হোসাইন বলেন, ‘এ মামলার বিষয়ে আমি কিছু জানি না। মামলাটি অন্যজন (শাখাওয়াত) করেছে। সাক্ষীর বিষয়ে তিনি জানবেন।’
এ ব্যাপারে সমন্বয়ক আবু রায়হানের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, সাবেক প্রক্টর ড. কাজী ওমর সিদ্দিকীসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। সেই মামলায় না জানিয়ে দুই শিক্ষার্থীকে সাক্ষী রাখার অভিযোগ উঠেছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১৬তম আবর্তনের রায়হান নামের আরেক শিক্ষার্থীকেও সাক্ষী করা হয়েছে মামলায়। তবে এই নামে ১৬তম ব্যাচে কোনো শিক্ষার্থী নেই।
মামলার বাদী শাখাওয়াত হোসেনের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আবু রায়হান এবং মোহাম্মদ সাকিব হোসাইনের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মামলায় সাক্ষী হিসেবে আটজন শিক্ষার্থীর নাম-ঠিকানা উল্লেখ করা হয়েছে। তাঁরা হলেন গণিত বিভাগের শিক্ষার্থী মো. গোলাম মোস্তফা, লোক প্রশাসন বিভাগের মো. হাসান অন্তর, একই বিভাগের তানভির হোসাইন মজুমদার, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের হাসান ইমাম ফরহাদ, একই বিভাগের বিভাগের সৌরভ সিদ্দিকী ও জিসান, অর্থনীতি বিভাগের রায়হান ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী রাহিম।
তাঁদের মধ্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দুই শিক্ষার্থী সৌরভ সিদ্দিকী ও জিসান বলেন, তাঁদের যে সাক্ষী রাখা হয়েছে, তাঁরা এ বিষয়ে কিছুই জানেন না। এ ছাড়া অর্থনীতির ১৬তম আবর্তনের রায়হান নামের যে শিক্ষার্থীর কথা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে এই নামে অর্থনীতির ১৬তম ব্যাচে কোনো শিক্ষার্থী নেই।
তবে একই বিভাগের ১৫তম আবর্তনের রায়হান নামের শিক্ষার্থী বলেন, ‘যদি এটা আমার নাম হয়ে থাকে, তাহলে আমি জানি না। আমার সঙ্গে সাক্ষী হওয়ার বিষয়ে কেউ যোগাযোগ করেননি।’
এ ব্যাপারে শিক্ষার্থী তৌহিদুল ইসলাম জিসান বলেন, ‘আমি এ মামলার বিষয়ে কিছুই জানি না। সেদিন বিকেলে পুলিশের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝামেলা হয়ছিল জানি। কিন্তু মামলার কোনো ঘটনা ঘটেছে কিনা তা আমার জানা নেই। কিন্তু আমার নাম দেখি সাক্ষীর তালিকায়, যা আমার জন্য বিব্রতকর। আমি এ ঘটনার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার বিষয়ে কথাবার্তা বলছি আইনজীবীদের সঙ্গে। কথা বলে আমি আইনি পদক্ষেপ নিব প্রয়োজনে।’
শিক্ষার্থী সৌরভ সিদ্দিকী বলেন, ‘কুবির সাবেক ভিসি-প্রক্টরসহ ৩৬ জনের নাম উল্লেখ করে যে মামলা করা হয়েছে, সেখানে আমাকে না জানিয়ে সাক্ষী রাখা হয়েছে। আমি এ ব্যাপারে আইনি পদক্ষেপ নিব বলে ভাবছি।’
মামলার বাদী শাখাওয়াত হোসেন বলেন, ‘আমি এ মামলার বিষয়ে তেমন কিছু জানতাম না। আবু রায়হান ও সাকিব মামলার সব বিষয় নিয়ে আমার কাছে এসে আমাকে বাদী হতে বলায় আমি বাদী হয়েছি।’ সাক্ষীদের সঙ্গে কথা বলেছেন কিনা এ বিষয়ে তিনি বলেন, ‘আমি দুজন সাক্ষী ফরহাদ ও মোস্তফার সঙ্গে কথা বলেছিলাম। কিন্তু অন্যদের কারও সঙ্গে কথা বলিনি।’
এ বিষয়ে জানতে চাইলে সমন্বয়ক মোহাম্মদ সাকিব হোসাইন বলেন, ‘এ মামলার বিষয়ে আমি কিছু জানি না। মামলাটি অন্যজন (শাখাওয়াত) করেছে। সাক্ষীর বিষয়ে তিনি জানবেন।’
এ ব্যাপারে সমন্বয়ক আবু রায়হানের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৩ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৩ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৪ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৪ ঘণ্টা আগে