বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়ার চরতী ইউনিয়নের তুলাতলী ৪ নম্বর ওয়ার্ডে নদী থেকে বালি উত্তোলন নিয়ে বিরোধের জের ধরে অন্তত ১৭ জন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে ৮ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ হয়ে আহতরা হলেন, আবদুল মালেক (৫০), মো. কায়সার (২৮), মো. রুবেল (২১), আবু তাহের (৩৬), ফয়েজ আহমদ (৬০), নুরুল হাসান (৫০), হাফেজ আহমদ (৫৫), মো. মানিক (২৫), ইয়াকুব হোসেন (৫৫), শাহেদুল ইসলাম (২০), মো. রিপন (১৮), জিয়াউর রহমান (২১), রুহুল আমিন (৫৫), মো. ইব্রাহীম, মো. ফারুখসহ অজ্ঞাত আরও ২ জন। এদের মধ্যে ৮ জনকে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যায়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার চরতী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তুলাতুলি এলাকায় শঙ্খ নদী হতে দীর্ঘদিন যাবৎ নদী ড্রেজিং করে বালু উত্তোলন করে আসছেন। ওই বালু স্তূপ করে রাখার ফলে এলাকার কৃষকের শত শত কানি আবাদি জমি অনাবাদি হয়ে পড়েছে। তাই এলাকার কৃষকেরা তাতে বাধা দেয়। বালু উত্তোলন কাজে সহযোগিতা করে আসছেন চরতী এলাকার রুহুল্লাহ চৌধুরী নামের এক ব্যক্তি। আজ ঠিকাদারি প্রতিষ্ঠানের কিছু লোক উত্তোলনকৃত বালু কোথায় রাখা হবে সে স্থান ঠিক করার জন্য চরতীর তুলাতুলি আসার কথা ছিল। এ খবর এলাকায় জানাজানি হলে এলাকার কৃষকেরা ওই স্থানে তাঁদের কষ্টের কথা জানাতে যাওয়ার পথেই তাঁদের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। ঘটনা গুলিবিদ্ধরা জানান, ওই সব গুলি রুহুল্লাহ চৌধুরীর নেতৃত্বে করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত জেলা পুলিশের উপপরিদর্শক নুরুল আলম আশেক বলেন, ‘সাতকানিয়ার চরতি থেকে গুলিবিদ্ধ ৮ জনকে দুপুর ১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তারা ২৭ নম্বর সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।’
উপজেলার চরতী ইউনিয়নের চেয়ারম্যান ডা. রেজাউল করিম বলেন, বালু উত্তোলন সংক্রান্ত ঘটনায় ১৭ নিরীহ জনগণ গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। এদের মধ্যে কলেজছাত্র, কৃষক ও দিনমজুর রয়েছে। এলাকাবাসী ও গুলিবিদ্ধদের বরাত দিয়ে তিনি বলেন, এ ঘটনা রুহুল্লাহ চৌধুরীর নেতৃত্বে হয়েছে। চেয়ারম্যান আরও জানান উক্ত ঘটনায় ২০ রাউন্ডের অধিক গুলি ছোড়া হয়েছে।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, ‘তুলাতলীতে মারামারির ঘটনা ঘটেছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’ এখনো কেউ লিখিত অভিযোগ করেনি অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

চট্টগ্রামের সাতকানিয়ার চরতী ইউনিয়নের তুলাতলী ৪ নম্বর ওয়ার্ডে নদী থেকে বালি উত্তোলন নিয়ে বিরোধের জের ধরে অন্তত ১৭ জন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে ৮ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ হয়ে আহতরা হলেন, আবদুল মালেক (৫০), মো. কায়সার (২৮), মো. রুবেল (২১), আবু তাহের (৩৬), ফয়েজ আহমদ (৬০), নুরুল হাসান (৫০), হাফেজ আহমদ (৫৫), মো. মানিক (২৫), ইয়াকুব হোসেন (৫৫), শাহেদুল ইসলাম (২০), মো. রিপন (১৮), জিয়াউর রহমান (২১), রুহুল আমিন (৫৫), মো. ইব্রাহীম, মো. ফারুখসহ অজ্ঞাত আরও ২ জন। এদের মধ্যে ৮ জনকে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যায়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার চরতী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তুলাতুলি এলাকায় শঙ্খ নদী হতে দীর্ঘদিন যাবৎ নদী ড্রেজিং করে বালু উত্তোলন করে আসছেন। ওই বালু স্তূপ করে রাখার ফলে এলাকার কৃষকের শত শত কানি আবাদি জমি অনাবাদি হয়ে পড়েছে। তাই এলাকার কৃষকেরা তাতে বাধা দেয়। বালু উত্তোলন কাজে সহযোগিতা করে আসছেন চরতী এলাকার রুহুল্লাহ চৌধুরী নামের এক ব্যক্তি। আজ ঠিকাদারি প্রতিষ্ঠানের কিছু লোক উত্তোলনকৃত বালু কোথায় রাখা হবে সে স্থান ঠিক করার জন্য চরতীর তুলাতুলি আসার কথা ছিল। এ খবর এলাকায় জানাজানি হলে এলাকার কৃষকেরা ওই স্থানে তাঁদের কষ্টের কথা জানাতে যাওয়ার পথেই তাঁদের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। ঘটনা গুলিবিদ্ধরা জানান, ওই সব গুলি রুহুল্লাহ চৌধুরীর নেতৃত্বে করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত জেলা পুলিশের উপপরিদর্শক নুরুল আলম আশেক বলেন, ‘সাতকানিয়ার চরতি থেকে গুলিবিদ্ধ ৮ জনকে দুপুর ১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তারা ২৭ নম্বর সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।’
উপজেলার চরতী ইউনিয়নের চেয়ারম্যান ডা. রেজাউল করিম বলেন, বালু উত্তোলন সংক্রান্ত ঘটনায় ১৭ নিরীহ জনগণ গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। এদের মধ্যে কলেজছাত্র, কৃষক ও দিনমজুর রয়েছে। এলাকাবাসী ও গুলিবিদ্ধদের বরাত দিয়ে তিনি বলেন, এ ঘটনা রুহুল্লাহ চৌধুরীর নেতৃত্বে হয়েছে। চেয়ারম্যান আরও জানান উক্ত ঘটনায় ২০ রাউন্ডের অধিক গুলি ছোড়া হয়েছে।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, ‘তুলাতলীতে মারামারির ঘটনা ঘটেছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’ এখনো কেউ লিখিত অভিযোগ করেনি অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৪ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৫ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৫ ঘণ্টা আগে