Ajker Patrika

কর্ণফুলীতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধি
কর্ণফুলীতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
প্রতীকী ছবি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিদ্যালয় থেকে ফেরার পথে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। গতকাল সোমবার রাত ১০টার দিকে থানা-পুলিশ অভিযুক্ত যুবককে আটক করে।

আটক যুবকের নাম রাহাত হাওলাদার (৩৫)। তিনি পটুয়াখালী এলাকার বাসিন্দা। রাহাত পেশায় ট্রাকচালকের সহকারী। তিনি ওই এলাকার একটি কারখানা থেকে মালামাল নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন বলে স্থানীয়দের কাছে জানিয়েছেন।

শিশুটির বাবা জানান, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার একটি বিদ্যালয় থেকে সহপাঠীদের সঙ্গে বাড়িতে ফিরছিল শিশুটি। পথে ওই যুবক তাকে ধর্ষণের চেষ্টা করেন। অভিযুক্ত যুবক স্থানীয় এক জেলেকে দেখতে পেয়ে ভয়ে পালিয়ে যান। পরে শিশুটি বাড়িতে ফিরে মাকে ঘটনার বিস্তারিত জানায়। বিকেলের দিকে রাহাতকে এই এলাকায় দেখে চিনতে পেরে স্থানীয় লোকজনক তাঁকে আটকে রেখে পিটুনি দেয়। রাতে পুলিশ গিয়ে থানায় নিয়ে আসে। এ ঘটনায় তিনি মামলা করবেন বলেও জানান।

কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রফিক আজকের পত্রিকাকে বলেন, ‘শিশুকে ধর্ষণের অভিযোগে স্থানীয় লোকজন এক যুবককে পুলিশ সোপর্দ করেছে। এ ঘটনায় মামলা হলে তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, নিয়োগ ১৫ জেলায়

ফের তাপমাত্রা কমবে, কবে থেকে জানাল আবহাওয়া অধিদপ্তর

‘বাসররাতে মুখ ধোয়ার পর নববধূকে চেনা যাচ্ছে না’, কনে ফেরত, বর কারাগারে

সাবেক গভর্নর ড. আতিউরসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত