নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

‘আমি অসুস্থ। আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে। মহামান্য আদালত আমাকে জামিন দেন।’ এমন আকুতি করে বিচারকের কাছে জামিন চান ৪৫ বছর বয়সী রেজাউল করিম। কিন্তু আদালত জামিন না মঞ্জুর করেন।
পরে পুলিশ আসামিকে (রেজাউল করিম) হাতকড়া পড়ালে চোখ দিয়ে অনর্গল পানি ঝরে। এর কিছুক্ষণ পরই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানান, রেজাউল করিম হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন। ২৪ ঘণ্টা না গেলে বলা যাবে না, তিনি আদৌ বাঁচবেন কি-না।
ঘটনাটি ঘটেছে আজ বুধবার চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৪ এর আদালতে। বিচারক ছিলেন মাহমুদুল হক।
জানা যায়, রেজাউল করিমের বাড়ি চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ার ইছহাক মেম্বারের বাড়িতে। তাঁর মায়ের নাম ছকিনা বেগম, বাবা নূর আহমেদ। তার বিরুদ্ধে মামলাটি করেন তাঁর মা। এজাহারে মাকে মারধরের অভিযোগ আনা হয়। তবে মাকে মারধর করার অভিযোগ তুলে তাঁর আরেক ভাই মামলাটি করান বলে বাবা নূর আহমেদ জানান। আজকে ছেলের জামিনের জন্য বাবা নূর আহমেদও আদালতে উপস্থিত হন। আদালতের কাছে ছেলে নির্দোষ বলে দাবি করেন তিনি।
রেজাউল করিমের আইনজীবী ছিলেন রাহিলা চৌধুরী রেখা। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দুই ভাইয়ের স্ত্রীর মধ্যে ঝামেলার সূত্র ধরে মাকে দিয়ে মামলাটি করান এক ভাই। রেজাউল করিম নির্দোষ। তাঁর বাবা নূর আহেমদও রেজাউলের পক্ষে আদালতে সাক্ষী দিয়েছেন। এরপরও বিজ্ঞ আদালত জামিন না দেওয়ায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন।’
তিনি আরও বলেন, ‘মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হার্ট অ্যাটাক হয়েছে বলে আমাদের জানান। তিনি এখন ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে আছেন। পরে আদালতে রোগীর অবস্থা জানানোর পর আদালত জামিন মঞ্জুর করেন।’
এদিকে মামলার এজাহারে রেজাউল করিমের মা ছকিনা বেগমের একটি মোবাইল নম্বর দেওয়া হয়েছে। ওই নম্বরে কল দিলে ফজলুর করিম নামে রেজাউল করিমের আরেক ভাই কল রিসিভ করেন। যিনিই মূলত মামলাটি করান বলে অভিযোগ রয়েছে। ছকিনা বেগমকে দিতে বললে ফজলুর করিম তাঁর মা অসুস্থ উল্লেখ করে ফোন দেওয়া যাবে না বলে জানান। এ সময় তিনি বলেন, ‘রেজাউল করিমের স্ত্রী আন্তরিক হলে আদালত পর্যন্ত যাওয়া লাগত না। বিষয়টি গ্রামেই সমাধান হয়ে যেত।’

‘আমি অসুস্থ। আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে। মহামান্য আদালত আমাকে জামিন দেন।’ এমন আকুতি করে বিচারকের কাছে জামিন চান ৪৫ বছর বয়সী রেজাউল করিম। কিন্তু আদালত জামিন না মঞ্জুর করেন।
পরে পুলিশ আসামিকে (রেজাউল করিম) হাতকড়া পড়ালে চোখ দিয়ে অনর্গল পানি ঝরে। এর কিছুক্ষণ পরই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানান, রেজাউল করিম হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন। ২৪ ঘণ্টা না গেলে বলা যাবে না, তিনি আদৌ বাঁচবেন কি-না।
ঘটনাটি ঘটেছে আজ বুধবার চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৪ এর আদালতে। বিচারক ছিলেন মাহমুদুল হক।
জানা যায়, রেজাউল করিমের বাড়ি চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ার ইছহাক মেম্বারের বাড়িতে। তাঁর মায়ের নাম ছকিনা বেগম, বাবা নূর আহমেদ। তার বিরুদ্ধে মামলাটি করেন তাঁর মা। এজাহারে মাকে মারধরের অভিযোগ আনা হয়। তবে মাকে মারধর করার অভিযোগ তুলে তাঁর আরেক ভাই মামলাটি করান বলে বাবা নূর আহমেদ জানান। আজকে ছেলের জামিনের জন্য বাবা নূর আহমেদও আদালতে উপস্থিত হন। আদালতের কাছে ছেলে নির্দোষ বলে দাবি করেন তিনি।
রেজাউল করিমের আইনজীবী ছিলেন রাহিলা চৌধুরী রেখা। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দুই ভাইয়ের স্ত্রীর মধ্যে ঝামেলার সূত্র ধরে মাকে দিয়ে মামলাটি করান এক ভাই। রেজাউল করিম নির্দোষ। তাঁর বাবা নূর আহেমদও রেজাউলের পক্ষে আদালতে সাক্ষী দিয়েছেন। এরপরও বিজ্ঞ আদালত জামিন না দেওয়ায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন।’
তিনি আরও বলেন, ‘মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হার্ট অ্যাটাক হয়েছে বলে আমাদের জানান। তিনি এখন ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে আছেন। পরে আদালতে রোগীর অবস্থা জানানোর পর আদালত জামিন মঞ্জুর করেন।’
এদিকে মামলার এজাহারে রেজাউল করিমের মা ছকিনা বেগমের একটি মোবাইল নম্বর দেওয়া হয়েছে। ওই নম্বরে কল দিলে ফজলুর করিম নামে রেজাউল করিমের আরেক ভাই কল রিসিভ করেন। যিনিই মূলত মামলাটি করান বলে অভিযোগ রয়েছে। ছকিনা বেগমকে দিতে বললে ফজলুর করিম তাঁর মা অসুস্থ উল্লেখ করে ফোন দেওয়া যাবে না বলে জানান। এ সময় তিনি বলেন, ‘রেজাউল করিমের স্ত্রী আন্তরিক হলে আদালত পর্যন্ত যাওয়া লাগত না। বিষয়টি গ্রামেই সমাধান হয়ে যেত।’

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
২ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৩ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৩ ঘণ্টা আগে