নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

১৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম, আকিজ ও মিফতাহর বিরুদ্ধে মামলা করেছে ইসলামী ব্যাংক। আজ রোববার (১৮ মে) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে এ মামলা করা হয়।
আদালত মামলাটি আমলে নিয়ে দুদককে তদন্তের নির্দেশ দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাংকের পক্ষের আইনজীবী জিয়া হাবিব আহসান।
ক্ষমতার অপব্যবহার ও অনৈতিক প্রভাব খাটিয়ে ব্যাংকের খাতুনগঞ্জ করপোরেট শাখার স্থগিত হিসাব থেকে টাকা উঠিয়ে বিজনেস ডেভেলপমেন্ট খরচের নামে নিজেরা আত্মসাৎ করেন এস আলম গ্রুপের সংশ্লিষ্টরা।
দেশের বিতর্কিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম মাসুদের পিএস একসময়ের ইসলামী ব্যাংকের দাপুটে ডিএমডি আকিজ উদ্দিন ও মিফতাহ উদ্দিনের নির্দেশে এসব টাকা আত্মসাতের কর্মকাণ্ড চালানো হয় বলে জানা গেছে।
ব্যাংকের স্থগিত হিসাব থেকে টাকা তুলে আত্মসাৎ মামলায় এস আলম গ্রুপের চেয়ারম্যান, পিএস আকিজ উদ্দিন, মিফতাহ উদ্দিন ছাড়াও অভিযুক্ত ব্যক্তিদের তালিকায় রয়েছেন গ্রুপের ম্যানেজার আরিফ আহমেদ, ক্যাশিয়ার ইফতেখার উদ্দিন, সিরাজুল কবির, মোস্তান বিল্লাহ আদিল, রবিউল হোসেন, আনিস উদ্দীন, হুন্ডি ব্যবসায়ী আকরাম হোসেন মিনহাজ ও আবুল বশর।
মামলার বাদী ব্যাংকের মুখ্য কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল এবং ব্যাংকের পক্ষে মামলা পরিচালনা করেন জ্যেষ্ঠ অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান, অ্যাডভোকেট সামশুল আলম ও অ্যাডভোকেট কবির আহমদসহ বিপুলসংখ্যক আইনজীবী।
মামলার বিষয়ে ব্যাংকের খাতুনগঞ্জ করপোরেট শাখার ব্যবস্থাপক এস ভিপি জামাল উদ্দীন বলেন, ‘ব্যক্তির প্রতি আমাদের কোনো আক্রোশ নেই। ইসলামী ব্যাংকের পাওনা আদায়ে আমাদের সম্ভাব্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। কারণ জনগণের আমানতের সুরক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

১৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম, আকিজ ও মিফতাহর বিরুদ্ধে মামলা করেছে ইসলামী ব্যাংক। আজ রোববার (১৮ মে) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে এ মামলা করা হয়।
আদালত মামলাটি আমলে নিয়ে দুদককে তদন্তের নির্দেশ দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাংকের পক্ষের আইনজীবী জিয়া হাবিব আহসান।
ক্ষমতার অপব্যবহার ও অনৈতিক প্রভাব খাটিয়ে ব্যাংকের খাতুনগঞ্জ করপোরেট শাখার স্থগিত হিসাব থেকে টাকা উঠিয়ে বিজনেস ডেভেলপমেন্ট খরচের নামে নিজেরা আত্মসাৎ করেন এস আলম গ্রুপের সংশ্লিষ্টরা।
দেশের বিতর্কিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম মাসুদের পিএস একসময়ের ইসলামী ব্যাংকের দাপুটে ডিএমডি আকিজ উদ্দিন ও মিফতাহ উদ্দিনের নির্দেশে এসব টাকা আত্মসাতের কর্মকাণ্ড চালানো হয় বলে জানা গেছে।
ব্যাংকের স্থগিত হিসাব থেকে টাকা তুলে আত্মসাৎ মামলায় এস আলম গ্রুপের চেয়ারম্যান, পিএস আকিজ উদ্দিন, মিফতাহ উদ্দিন ছাড়াও অভিযুক্ত ব্যক্তিদের তালিকায় রয়েছেন গ্রুপের ম্যানেজার আরিফ আহমেদ, ক্যাশিয়ার ইফতেখার উদ্দিন, সিরাজুল কবির, মোস্তান বিল্লাহ আদিল, রবিউল হোসেন, আনিস উদ্দীন, হুন্ডি ব্যবসায়ী আকরাম হোসেন মিনহাজ ও আবুল বশর।
মামলার বাদী ব্যাংকের মুখ্য কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল এবং ব্যাংকের পক্ষে মামলা পরিচালনা করেন জ্যেষ্ঠ অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান, অ্যাডভোকেট সামশুল আলম ও অ্যাডভোকেট কবির আহমদসহ বিপুলসংখ্যক আইনজীবী।
মামলার বিষয়ে ব্যাংকের খাতুনগঞ্জ করপোরেট শাখার ব্যবস্থাপক এস ভিপি জামাল উদ্দীন বলেন, ‘ব্যক্তির প্রতি আমাদের কোনো আক্রোশ নেই। ইসলামী ব্যাংকের পাওনা আদায়ে আমাদের সম্ভাব্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। কারণ জনগণের আমানতের সুরক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৭ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৭ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৭ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৭ ঘণ্টা আগে