নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

১৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম, আকিজ ও মিফতাহর বিরুদ্ধে মামলা করেছে ইসলামী ব্যাংক। আজ রোববার (১৮ মে) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে এ মামলা করা হয়।
আদালত মামলাটি আমলে নিয়ে দুদককে তদন্তের নির্দেশ দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাংকের পক্ষের আইনজীবী জিয়া হাবিব আহসান।
ক্ষমতার অপব্যবহার ও অনৈতিক প্রভাব খাটিয়ে ব্যাংকের খাতুনগঞ্জ করপোরেট শাখার স্থগিত হিসাব থেকে টাকা উঠিয়ে বিজনেস ডেভেলপমেন্ট খরচের নামে নিজেরা আত্মসাৎ করেন এস আলম গ্রুপের সংশ্লিষ্টরা।
দেশের বিতর্কিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম মাসুদের পিএস একসময়ের ইসলামী ব্যাংকের দাপুটে ডিএমডি আকিজ উদ্দিন ও মিফতাহ উদ্দিনের নির্দেশে এসব টাকা আত্মসাতের কর্মকাণ্ড চালানো হয় বলে জানা গেছে।
ব্যাংকের স্থগিত হিসাব থেকে টাকা তুলে আত্মসাৎ মামলায় এস আলম গ্রুপের চেয়ারম্যান, পিএস আকিজ উদ্দিন, মিফতাহ উদ্দিন ছাড়াও অভিযুক্ত ব্যক্তিদের তালিকায় রয়েছেন গ্রুপের ম্যানেজার আরিফ আহমেদ, ক্যাশিয়ার ইফতেখার উদ্দিন, সিরাজুল কবির, মোস্তান বিল্লাহ আদিল, রবিউল হোসেন, আনিস উদ্দীন, হুন্ডি ব্যবসায়ী আকরাম হোসেন মিনহাজ ও আবুল বশর।
মামলার বাদী ব্যাংকের মুখ্য কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল এবং ব্যাংকের পক্ষে মামলা পরিচালনা করেন জ্যেষ্ঠ অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান, অ্যাডভোকেট সামশুল আলম ও অ্যাডভোকেট কবির আহমদসহ বিপুলসংখ্যক আইনজীবী।
মামলার বিষয়ে ব্যাংকের খাতুনগঞ্জ করপোরেট শাখার ব্যবস্থাপক এস ভিপি জামাল উদ্দীন বলেন, ‘ব্যক্তির প্রতি আমাদের কোনো আক্রোশ নেই। ইসলামী ব্যাংকের পাওনা আদায়ে আমাদের সম্ভাব্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। কারণ জনগণের আমানতের সুরক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

১৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম, আকিজ ও মিফতাহর বিরুদ্ধে মামলা করেছে ইসলামী ব্যাংক। আজ রোববার (১৮ মে) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে এ মামলা করা হয়।
আদালত মামলাটি আমলে নিয়ে দুদককে তদন্তের নির্দেশ দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাংকের পক্ষের আইনজীবী জিয়া হাবিব আহসান।
ক্ষমতার অপব্যবহার ও অনৈতিক প্রভাব খাটিয়ে ব্যাংকের খাতুনগঞ্জ করপোরেট শাখার স্থগিত হিসাব থেকে টাকা উঠিয়ে বিজনেস ডেভেলপমেন্ট খরচের নামে নিজেরা আত্মসাৎ করেন এস আলম গ্রুপের সংশ্লিষ্টরা।
দেশের বিতর্কিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম মাসুদের পিএস একসময়ের ইসলামী ব্যাংকের দাপুটে ডিএমডি আকিজ উদ্দিন ও মিফতাহ উদ্দিনের নির্দেশে এসব টাকা আত্মসাতের কর্মকাণ্ড চালানো হয় বলে জানা গেছে।
ব্যাংকের স্থগিত হিসাব থেকে টাকা তুলে আত্মসাৎ মামলায় এস আলম গ্রুপের চেয়ারম্যান, পিএস আকিজ উদ্দিন, মিফতাহ উদ্দিন ছাড়াও অভিযুক্ত ব্যক্তিদের তালিকায় রয়েছেন গ্রুপের ম্যানেজার আরিফ আহমেদ, ক্যাশিয়ার ইফতেখার উদ্দিন, সিরাজুল কবির, মোস্তান বিল্লাহ আদিল, রবিউল হোসেন, আনিস উদ্দীন, হুন্ডি ব্যবসায়ী আকরাম হোসেন মিনহাজ ও আবুল বশর।
মামলার বাদী ব্যাংকের মুখ্য কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল এবং ব্যাংকের পক্ষে মামলা পরিচালনা করেন জ্যেষ্ঠ অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান, অ্যাডভোকেট সামশুল আলম ও অ্যাডভোকেট কবির আহমদসহ বিপুলসংখ্যক আইনজীবী।
মামলার বিষয়ে ব্যাংকের খাতুনগঞ্জ করপোরেট শাখার ব্যবস্থাপক এস ভিপি জামাল উদ্দীন বলেন, ‘ব্যক্তির প্রতি আমাদের কোনো আক্রোশ নেই। ইসলামী ব্যাংকের পাওনা আদায়ে আমাদের সম্ভাব্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। কারণ জনগণের আমানতের সুরক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২৫ মিনিট আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
৩৫ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
১ ঘণ্টা আগে
মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারের পাশেই সাধারণ মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয় একটি পাবলিক টয়লেট (ওয়াশ ব্লক)। কিন্তু উদ্বোধনের পর প্রায় আড়াই বছরেও ১৬ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত...
১ ঘণ্টা আগে