আলীকদম (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের আলীকদম উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার থানাপাড়া এলাকায় দুই কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত পানি শোধনাগার উদ্বোধন করেন তিনি।
বিশুদ্ধ পানির সংকট নিরসনে উপজেলাবাসীর দীর্ঘদিনের আশা ছিল একটি শোধনাগারের। বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে আজ তা উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী। এ ছাড়া মন্ত্রী ১৫ কোটি টাকা ব্যয়ে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ৩১ শয্যা থেকে ৫০ শয্যার উন্নীতকরণের নবনির্মিত ভবন উদ্বোধন করেন।
এ সময় মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের ঘরের চাবি হস্তান্তর, উপকারভোগীদের মাঝে পুষ্টিবাগানের বীজ, সার ও উপকরণ (ধান রোপণ এবং ধান কর্তন মেশিন) বিতরণ এবং আলীকদম উপজেলার ৩৬টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, ‘‘পার্বত্য অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্যের উন্নয়নে সরকার হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনে বিশেষ নজর দিয়েছে। পাহাড়ে বসবাসরত জনগোষ্ঠীকে শিক্ষিত করে তুলতে বান্দরবানের প্রতিটি উপজেলায় কলেজ নির্মাণ হয়েছে। শিগগিরই আলীকদমে কলেজ নির্মাণকাজ শুরু হবে।
‘বান্দরবান জেলা শহরে নির্মাণ করা হয়েছে ‘বান্দরবান বিশ্ববিদ্যালয়’। হাসপাতাল নির্মাণ করে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে সরকার। দুর্গম পাহাড়ি অঞ্চলে রাস্তা, সেতু নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন করে পার্বত্য অঞ্চলের চেহারা পাল্টে দিয়েছে। কৃষকের উন্নয়নের জন্য কৃষি যন্ত্রপাতি, সার, বীজ বিতরণ অব্যাহত রয়েছে। গরিব অসহায় দুস্থদের জন্য নানা ধরনের ভাতা চলমান রয়েছে।’
এদিকে উন্নয়নমূলক কাজের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ক্য শৈহ্লা, জেলা সিভিল সার্জন নিহার রঞ্জন নন্দী, আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা জাবের মো. সোয়াইব, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহতাব উদ্দীন, কৃষি কর্মকর্তা পীযূষ রায়।
সে সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদ সদস্য লক্ষ্মী পদ দাস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোজ্জামেল হক বাহাদুর, উপজেলা শিক্ষা অফিসার আশিস কুমার।
এদিন মন্ত্রী বিকেল ৩টায় আলীকদম উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসবে যোগ দেন। সম্মেলনটির উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা। দীর্ঘ ৫ বছর পর আলীকদম উপজেলা আওয়ামী লীগের এই সম্মেলন হলো। সম্মেলনে সভাপতি পদে ৪ জন ও সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রার্থী রয়েছেন।

বান্দরবানের আলীকদম উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার থানাপাড়া এলাকায় দুই কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত পানি শোধনাগার উদ্বোধন করেন তিনি।
বিশুদ্ধ পানির সংকট নিরসনে উপজেলাবাসীর দীর্ঘদিনের আশা ছিল একটি শোধনাগারের। বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে আজ তা উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী। এ ছাড়া মন্ত্রী ১৫ কোটি টাকা ব্যয়ে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ৩১ শয্যা থেকে ৫০ শয্যার উন্নীতকরণের নবনির্মিত ভবন উদ্বোধন করেন।
এ সময় মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের ঘরের চাবি হস্তান্তর, উপকারভোগীদের মাঝে পুষ্টিবাগানের বীজ, সার ও উপকরণ (ধান রোপণ এবং ধান কর্তন মেশিন) বিতরণ এবং আলীকদম উপজেলার ৩৬টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, ‘‘পার্বত্য অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্যের উন্নয়নে সরকার হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনে বিশেষ নজর দিয়েছে। পাহাড়ে বসবাসরত জনগোষ্ঠীকে শিক্ষিত করে তুলতে বান্দরবানের প্রতিটি উপজেলায় কলেজ নির্মাণ হয়েছে। শিগগিরই আলীকদমে কলেজ নির্মাণকাজ শুরু হবে।
‘বান্দরবান জেলা শহরে নির্মাণ করা হয়েছে ‘বান্দরবান বিশ্ববিদ্যালয়’। হাসপাতাল নির্মাণ করে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে সরকার। দুর্গম পাহাড়ি অঞ্চলে রাস্তা, সেতু নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন করে পার্বত্য অঞ্চলের চেহারা পাল্টে দিয়েছে। কৃষকের উন্নয়নের জন্য কৃষি যন্ত্রপাতি, সার, বীজ বিতরণ অব্যাহত রয়েছে। গরিব অসহায় দুস্থদের জন্য নানা ধরনের ভাতা চলমান রয়েছে।’
এদিকে উন্নয়নমূলক কাজের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ক্য শৈহ্লা, জেলা সিভিল সার্জন নিহার রঞ্জন নন্দী, আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা জাবের মো. সোয়াইব, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহতাব উদ্দীন, কৃষি কর্মকর্তা পীযূষ রায়।
সে সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদ সদস্য লক্ষ্মী পদ দাস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোজ্জামেল হক বাহাদুর, উপজেলা শিক্ষা অফিসার আশিস কুমার।
এদিন মন্ত্রী বিকেল ৩টায় আলীকদম উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসবে যোগ দেন। সম্মেলনটির উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা। দীর্ঘ ৫ বছর পর আলীকদম উপজেলা আওয়ামী লীগের এই সম্মেলন হলো। সম্মেলনে সভাপতি পদে ৪ জন ও সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রার্থী রয়েছেন।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৬ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৬ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৬ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৬ ঘণ্টা আগে