হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারীতে পারিবারিক কলহের জেরে আপন দুই ছেলের বিরুদ্ধে তাঁদের বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ধারালো দা দিয়ে ওই দুই ছেলে বাবা মো. শাহা আলমকে (৪৮) কুপিয়ে গুরুতর আহত করে। এরপর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অভিযুক্ত দুই ছেলে হলেন-মো. জাহেদুল ইসলাম ও মো. খোরশেদুল আলম।
আজ শুক্রবার বিকেলে উপজেলার ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আমীন মোহাম্মদ মুন্সীর বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থানা-পুলিশ মৃতের মেজ ছেলে মো. জাহেদুল ইসলামকে (১৯) আটক করেছে।
থানা-পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, শুক্রবার দুপুরে জুমার নামাজের পর বাবা মো. শাহা আলম ও মা তাহেরা বেগমের সঙ্গে পারিবারিক বিরোধের জেরে কথা-কাটাকাটি শুরু হয়। এরই মধ্যে দুই ছেলে নামাজ শেষে বাসায় ফিরে আসে। এরপর তাঁরাও বাবা-মায়ের কথা-কাটাকাটিতে হস্তক্ষেপ শুরু করে। এতে পিতা শাহা আলম ধারালো দা নিয়ে ছেলেদের ওপর চড়াও হয়। একপর্যায়ে মেজ ছেলে ও ছোট ছেলে তাঁদের বাবাকে ওই দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত ও গুরুতর জখম করে।
পরে স্থানীয়রা রক্তাক্ত ও গুরুতর জখম হওয়া মো. শাহা আলমকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. তাসলিমা আক্তার সুমি তাঁকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ডা. তাসলিমা আক্তার সুমি বলেন, ‘অতিরিক্ত রক্ষক্ষরণে শাহা আলমের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই পথিমধ্যে তাঁর মৃত্যু হয়। তাঁর শরীরের একাধিক স্থানে ধারালো দা দিয়ে কুপিয়ে জখমের চিহ্ন রয়েছে।’
এ ব্যাপারে হাটহাজারী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘পারিবারিক বিরোধের জেরে মো. শাহা আলম নামে এক ব্যক্তিকে তাঁর আপন ছেলেরা ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় মৃতের মেজ ছেলে জাহেদুল ইসলামকে আটক করা হয়েছে। এ ছাড়া অভিযুক্তদের আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।’

চট্টগ্রামের হাটহাজারীতে পারিবারিক কলহের জেরে আপন দুই ছেলের বিরুদ্ধে তাঁদের বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ধারালো দা দিয়ে ওই দুই ছেলে বাবা মো. শাহা আলমকে (৪৮) কুপিয়ে গুরুতর আহত করে। এরপর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অভিযুক্ত দুই ছেলে হলেন-মো. জাহেদুল ইসলাম ও মো. খোরশেদুল আলম।
আজ শুক্রবার বিকেলে উপজেলার ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আমীন মোহাম্মদ মুন্সীর বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থানা-পুলিশ মৃতের মেজ ছেলে মো. জাহেদুল ইসলামকে (১৯) আটক করেছে।
থানা-পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, শুক্রবার দুপুরে জুমার নামাজের পর বাবা মো. শাহা আলম ও মা তাহেরা বেগমের সঙ্গে পারিবারিক বিরোধের জেরে কথা-কাটাকাটি শুরু হয়। এরই মধ্যে দুই ছেলে নামাজ শেষে বাসায় ফিরে আসে। এরপর তাঁরাও বাবা-মায়ের কথা-কাটাকাটিতে হস্তক্ষেপ শুরু করে। এতে পিতা শাহা আলম ধারালো দা নিয়ে ছেলেদের ওপর চড়াও হয়। একপর্যায়ে মেজ ছেলে ও ছোট ছেলে তাঁদের বাবাকে ওই দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত ও গুরুতর জখম করে।
পরে স্থানীয়রা রক্তাক্ত ও গুরুতর জখম হওয়া মো. শাহা আলমকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. তাসলিমা আক্তার সুমি তাঁকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ডা. তাসলিমা আক্তার সুমি বলেন, ‘অতিরিক্ত রক্ষক্ষরণে শাহা আলমের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই পথিমধ্যে তাঁর মৃত্যু হয়। তাঁর শরীরের একাধিক স্থানে ধারালো দা দিয়ে কুপিয়ে জখমের চিহ্ন রয়েছে।’
এ ব্যাপারে হাটহাজারী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘পারিবারিক বিরোধের জেরে মো. শাহা আলম নামে এক ব্যক্তিকে তাঁর আপন ছেলেরা ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় মৃতের মেজ ছেলে জাহেদুল ইসলামকে আটক করা হয়েছে। এ ছাড়া অভিযুক্তদের আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে আম ও ছালা দুটোই খোয়ালেন তাছলিমা বেগম। তাঁর আশা ছিল ভোলা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার। সেই লক্ষ্যে দৌলতখান উপজেলার ৪ নম্বর উত্তর জয়নগর ইউনিয়নের সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নারী সদস্য থেকে স্বেচ্ছায় পদত্যাগও করেছেন।
৯ মিনিট আগে
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির প্রার্থী ড. মুহাম্মদ ওসমান ফারুকের ৬ কোটি ৬৭ লাখ ৭৫ হাজার টাকার সম্পদ রয়েছে। নগদ রয়েছে ৩৪ লাখ ৭১ হাজার ৫০০ টাকা। বিদেশি মুদ্রা রয়েছে ১১ লাখ ৩০ হাজার ৬০৭ মার্কিন ডলার। আর ওয়াশিংটনে ৫৫ হাজার ডলার মূল্যের স্থাবর সম্পদ রয়েছে।
১০ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদকে ভারতে পালাতে সাহায্যকারী সঞ্জয় চিসিম ও হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ফয়সাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন...
২৬ মিনিট আগে
ভোলাগঞ্জ পর্যটনকেন্দ্রের সাদাপাথর লুটের ঘটনায় জেলা বিএনপির সহসভাপতি সাহাব উদ্দিনের ‘স্থগিতাদেশ’ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
৩৯ মিনিট আগে