উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির গহিন অরণ্য থেকে অস্ত্রসহ চার রোহিঙ্গা অস্ত্র চোরাকারবারিকে আটক করেছে র্যাব-১৫। এ সময় তাঁদের কাছ থেকে দেশি-বিদেশি আটটি অস্ত্র উদ্ধার করা হয়। আজ শুক্রবার ভোররাতে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—মো. নুর, নাজিমুল্লাহ, আমান উল্লাহ, মো. খাইরুল আমিন। তারা সবাই উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
র্যাবের সূত্রে জানা যায়, উখিয়ার ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পার্শ্ববর্তী রাবার বাগানের গহিন অরণ্য দিয়ে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে চোরাকারবারিরা অস্ত্র চালান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযানে নামে র্যাবের একটি দল।
এ বিষয়ে র্যাব-১৫-এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার আজকের পত্রিকাকে বলেন, 'খবর পেয়ে পুরো এলাকাটি নিয়ন্ত্রণে নেন র্যাবের সদস্যরা। রাতভর অভিযানের একপর্যায়ে দুর্গম পথ দিয়ে কাঠুরিয়া বেশে চারজন সন্দেহভাজন র্যাব সদস্যদের তল্লাশির মুখে পড়েন। এ সময় তাঁদের দুজনের কাছ থেকে কোমরে গুঁজে রাখা দুটি দেশীয় অস্ত্র এবং অপর দুজনের কাছে লাকড়ির ভেতরে ছয়টি দেশি-বিদেশি অস্ত্র, বিপুল পরিমাণ গোলা-বারুদ, ম্যাগাজিন জব্দ করা হয়।'
স্থানীয়রা অভিযোগ করে বলেন, সীমান্তবর্তী এই গহিন অরণ্যের পথ দিয়ে বিভিন্ন অপরাধে জড়িত রোহিঙ্গারা অবাধে চলাফেরা করেন। ফলে এই পথ অবৈধ অস্ত্র ও মাদক পাচারের নিরাপদ ট্রানজিটে পরিণত হয়েছে।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির গহিন অরণ্য থেকে অস্ত্রসহ চার রোহিঙ্গা অস্ত্র চোরাকারবারিকে আটক করেছে র্যাব-১৫। এ সময় তাঁদের কাছ থেকে দেশি-বিদেশি আটটি অস্ত্র উদ্ধার করা হয়। আজ শুক্রবার ভোররাতে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—মো. নুর, নাজিমুল্লাহ, আমান উল্লাহ, মো. খাইরুল আমিন। তারা সবাই উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
র্যাবের সূত্রে জানা যায়, উখিয়ার ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পার্শ্ববর্তী রাবার বাগানের গহিন অরণ্য দিয়ে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে চোরাকারবারিরা অস্ত্র চালান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযানে নামে র্যাবের একটি দল।
এ বিষয়ে র্যাব-১৫-এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার আজকের পত্রিকাকে বলেন, 'খবর পেয়ে পুরো এলাকাটি নিয়ন্ত্রণে নেন র্যাবের সদস্যরা। রাতভর অভিযানের একপর্যায়ে দুর্গম পথ দিয়ে কাঠুরিয়া বেশে চারজন সন্দেহভাজন র্যাব সদস্যদের তল্লাশির মুখে পড়েন। এ সময় তাঁদের দুজনের কাছ থেকে কোমরে গুঁজে রাখা দুটি দেশীয় অস্ত্র এবং অপর দুজনের কাছে লাকড়ির ভেতরে ছয়টি দেশি-বিদেশি অস্ত্র, বিপুল পরিমাণ গোলা-বারুদ, ম্যাগাজিন জব্দ করা হয়।'
স্থানীয়রা অভিযোগ করে বলেন, সীমান্তবর্তী এই গহিন অরণ্যের পথ দিয়ে বিভিন্ন অপরাধে জড়িত রোহিঙ্গারা অবাধে চলাফেরা করেন। ফলে এই পথ অবৈধ অস্ত্র ও মাদক পাচারের নিরাপদ ট্রানজিটে পরিণত হয়েছে।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৬ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৭ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৭ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৭ ঘণ্টা আগে