Ajker Patrika

চট্টগ্রামে হাসপাতালের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 
নিহত মোহাম্মদ ইয়াছিন। ছবি: সংগৃহীত
নিহত মোহাম্মদ ইয়াছিন। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা হাসপাতালের পুকুর থেকে মোহাম্মদ ইয়াছিন (১৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। নিহত ইয়াছিন কক্সবাজার জেলার রামু উপজেলার বাসিন্দা বলে জানান স্থানীয় বাসিন্দারা। আজ রোববার (৩ আগস্ট) বেলা ১টার দিকে উপজেলা হাসপাতালের পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ইয়াছিন আনোয়ারা উপজেলা হাসপাতালের সামনে মরিয়ম হোটেলের কর্মচারী ছিলেন। সকাল ১০টার দিকে হাসপাতালের পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হন তিনি। পরে অনেক খোঁজাখুঁজি করেও কেউ কোনো সন্ধান পাননি। পুকুরের ঘাটে তাঁর পায়ে থাকা স্যান্ডেল, কাপড় ও সাবান দেখে মরিয়ম হোটেলের মালিক ও স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। দুপুর ১২টার দিকে তারা এসে উদ্ধারকাজ শুরু করে। বেলা ১টার দিকে পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মুজিবুর রহমান বলেন, দুপুরে স্থানীয় লোকদের মাধ্যমে খবর পেয়ে পুকুরের ঘাটে জামা-কাপড় দেখে সন্দেহ হলে পুকুরে উদ্ধার অভিযান শুরু করেন ডুবুরি দলের সদস্যরা। পরে অভিযানে পুকুর থেকে ইয়াছিনের লাশ উদ্ধার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তারেক রহমান, যা থাকছে সফরসূচিতে

যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ, আটলান্টিকে তেলের ট্যাংকার পাহারা দেবে রাশিয়ার যুদ্ধজাহাজ

নিখোঁজ এনসিপি সদস্য ওয়াসিমের সন্ধান মিলল মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত