
কক্সবাজারের মহেশখালীতে বিয়েবাড়ির খাবার খেয়ে বরযাত্রীসহ অন্তত ৪০ জন অসুস্থ হয়েছেন। গতকাল শুক্রবার রাত ২টা থেকে আজ শনিবার দুপুর ১২টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীরা ভর্তি হয়েছেন। চিকিৎসকেরা বলছেন, অসুস্থ ব্যক্তিরা সবাই পেটে ব্যথা ও ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বেশির ভাগই পৌরসভার পুটিবিলা গ্রামের বাসিন্দা।
ডায়রিয়ায় আক্রান্ত মকসুদ মিয়া বলেন, ‘গতকাল পৌরসভার পুটিবিলার এলাকার ইয়ার মোহাম্মদ পাড়ার একটি বিয়ের দাওয়াতে যাই। পরে খাওয়া-দাওয়া শেষে বাড়ি চলে আসি। এরপর রাত ১০টার দিকে পেটব্যথা শুরু হয়। বেশি অসুস্থতাবোধ করলে চিকিৎসা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হই।’
অসুস্থ শেফা আক্তার (১৮) বলেন, ‘বিয়ের অনুষ্ঠানে খাওয়া-দাওয়ার পর পেটে ব্যথা ওঠে। রাতে ডায়রিয়া শুরু হয়। পরে আজ দুপুরে চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়েছি। আমার সঙ্গে যাঁরা খাবার খেয়েছেন তাঁদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আতিকুল বাশার বলেন, গতকাল রাত ২টা থেকে আজ বেলা ১১টা পর্যন্ত দুই শিশুসহ অন্তত ৪০ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ৫ জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।
মহেশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মাহফুজুল হক বলেন, বিয়ের খাবারের বিষক্রিয়ায় তাঁরা অসুস্থ হয়ে পড়েন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া রোগীদের পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালে সিটের সংকট থাকলেও দ্রুত চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৬ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৭ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৭ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৭ ঘণ্টা আগে