চবি সংবাদদাতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সংস্কৃত বিভাগের এক শিক্ষার্থীকে যৌন হেনস্তা ও ধর্ষণের অভিযোগে ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী মারুফুল ইসলাম শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয় শাখার উপগ্রুপ বাংলার মুখের রাজনীতির সঙ্গে জড়িত।
আজ রোববার হাটহাজারী থানা-পুলিশ ভুক্তভোগী শিক্ষার্থীর করা মামলায় তাঁকে গ্রেপ্তার করে।
মামলার এজাহার থেকে জানা যায়, মারুফুল ইসলাম শাকিলের সঙ্গে ভুক্তভোগীর পাঁচ বছরের সম্পর্ক ছিল। শাকিল ছাত্রলীগ করতেন এবং পলিটিক্যাল ভয় দেখিয়ে ভুক্তভোগীকে সম্পর্কে জড়াতে বাধ্য করতেন। এ ছাড়া বিয়ের প্রলোভন দেখিয়ে বারবার জোরপূর্বক ধর্ষণ, আপত্তিকর ছবি ও ভিডিও করেছেন।
এজাহারে আরও বলা হয়, মারুফুল অন্য মেয়েদের সঙ্গেও দীর্ঘমেয়াদি সম্পর্ক বজায় রেখে, তাঁদের আপত্তিকর ছবি ও ভিডিও সংগ্রহ করে শারীরিক সম্পর্ক স্থাপন করে। বর্তমানে মারুফুল তাঁকে সামাজিক ও পারিবারিকভাবে হেনস্তার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
তবে অভিযুক্ত মারুফুল ইসলাম শাকিল এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ভুক্তভোগীর সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল এবং তাঁর কিছু ব্যক্তিগত সমস্যায় সাহায্য করেছিলেন। তবে ভুক্তভোগীর সব অভিযোগ মিথ্যা এবং তাঁকে ফাঁসানো হচ্ছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, ‘ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগ করে যে অভিযুক্ত শিক্ষার্থী বছরের পর বছর তাঁর সঙ্গে অনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। অভিযোগের প্রমাণের ভিত্তিতে ঘটনাটি হাটহাজারী থানা-পুলিশকে জানানো হয় এবং পুলিশ অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেছে।’
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ভুক্তভোগী ছাত্রীর করা মামলায় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা রুজু করা হয়েছে। নিয়মানুযায়ী আগামীকাল অভিযুক্তকে আদালতে পাঠানো হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সংস্কৃত বিভাগের এক শিক্ষার্থীকে যৌন হেনস্তা ও ধর্ষণের অভিযোগে ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী মারুফুল ইসলাম শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয় শাখার উপগ্রুপ বাংলার মুখের রাজনীতির সঙ্গে জড়িত।
আজ রোববার হাটহাজারী থানা-পুলিশ ভুক্তভোগী শিক্ষার্থীর করা মামলায় তাঁকে গ্রেপ্তার করে।
মামলার এজাহার থেকে জানা যায়, মারুফুল ইসলাম শাকিলের সঙ্গে ভুক্তভোগীর পাঁচ বছরের সম্পর্ক ছিল। শাকিল ছাত্রলীগ করতেন এবং পলিটিক্যাল ভয় দেখিয়ে ভুক্তভোগীকে সম্পর্কে জড়াতে বাধ্য করতেন। এ ছাড়া বিয়ের প্রলোভন দেখিয়ে বারবার জোরপূর্বক ধর্ষণ, আপত্তিকর ছবি ও ভিডিও করেছেন।
এজাহারে আরও বলা হয়, মারুফুল অন্য মেয়েদের সঙ্গেও দীর্ঘমেয়াদি সম্পর্ক বজায় রেখে, তাঁদের আপত্তিকর ছবি ও ভিডিও সংগ্রহ করে শারীরিক সম্পর্ক স্থাপন করে। বর্তমানে মারুফুল তাঁকে সামাজিক ও পারিবারিকভাবে হেনস্তার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
তবে অভিযুক্ত মারুফুল ইসলাম শাকিল এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ভুক্তভোগীর সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল এবং তাঁর কিছু ব্যক্তিগত সমস্যায় সাহায্য করেছিলেন। তবে ভুক্তভোগীর সব অভিযোগ মিথ্যা এবং তাঁকে ফাঁসানো হচ্ছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, ‘ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগ করে যে অভিযুক্ত শিক্ষার্থী বছরের পর বছর তাঁর সঙ্গে অনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। অভিযোগের প্রমাণের ভিত্তিতে ঘটনাটি হাটহাজারী থানা-পুলিশকে জানানো হয় এবং পুলিশ অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেছে।’
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ভুক্তভোগী ছাত্রীর করা মামলায় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা রুজু করা হয়েছে। নিয়মানুযায়ী আগামীকাল অভিযুক্তকে আদালতে পাঠানো হবে।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সরকারি পুকুর থেকে মাছ ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভাগাভাগি করার অভিযোগ উঠেছে। সরকারি পুকুরের এসব মাছ গরিবদের মধ্যে বিতরণের নিয়ম থাকলেও নিজেরাই ভাগবাঁটোয়ারা করে নিয়েছেন।
৪১ মিনিট আগে
প্রার্থী ঘোষণা নিয়ে রাজবাড়ীর দুটি আসনেই বিএনপিতে কোন্দল সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে মরিয়া তাদের প্রধান প্রতিপক্ষ জামায়াত। তবে এসবের মধ্যেও বিএনপির প্রার্থীরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তাঁরা বলছেন, যেসব সমস্যা আছে, তা মিটে যাবে।
১ ঘণ্টা আগে
দেশে ভ্রমণপিপাসু মানুষের কাছে এখন সবচেয়ে প্রিয় গন্তব্য কক্সবাজার। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিলেট। সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশিদের বিদেশ ভ্রমণও বেড়েছে। সে হিসাবে দেশের গণ্ডি পেরিয়ে দেশি পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য মালয়েশিয়া।
২ ঘণ্টা আগেরাজধানীতে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক অনুসন্ধানে যন্ত্রাংশটিতে গুরুতর ত্রুটি চিহ্নিত হয়েছে। একই সঙ্গে অবকাঠামোর নকশাগত ত্রুটির কথাও বলা হয়েছে তদন্ত প্রতিবেদনে। এসব বিষয়ে অধিকতর তদন্ত করার কথা বলেছে কমিটি।
২ ঘণ্টা আগে