চবি সংবাদদাতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সংস্কৃত বিভাগের এক শিক্ষার্থীকে যৌন হেনস্তা ও ধর্ষণের অভিযোগে ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী মারুফুল ইসলাম শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয় শাখার উপগ্রুপ বাংলার মুখের রাজনীতির সঙ্গে জড়িত।
আজ রোববার হাটহাজারী থানা-পুলিশ ভুক্তভোগী শিক্ষার্থীর করা মামলায় তাঁকে গ্রেপ্তার করে।
মামলার এজাহার থেকে জানা যায়, মারুফুল ইসলাম শাকিলের সঙ্গে ভুক্তভোগীর পাঁচ বছরের সম্পর্ক ছিল। শাকিল ছাত্রলীগ করতেন এবং পলিটিক্যাল ভয় দেখিয়ে ভুক্তভোগীকে সম্পর্কে জড়াতে বাধ্য করতেন। এ ছাড়া বিয়ের প্রলোভন দেখিয়ে বারবার জোরপূর্বক ধর্ষণ, আপত্তিকর ছবি ও ভিডিও করেছেন।
এজাহারে আরও বলা হয়, মারুফুল অন্য মেয়েদের সঙ্গেও দীর্ঘমেয়াদি সম্পর্ক বজায় রেখে, তাঁদের আপত্তিকর ছবি ও ভিডিও সংগ্রহ করে শারীরিক সম্পর্ক স্থাপন করে। বর্তমানে মারুফুল তাঁকে সামাজিক ও পারিবারিকভাবে হেনস্তার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
তবে অভিযুক্ত মারুফুল ইসলাম শাকিল এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ভুক্তভোগীর সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল এবং তাঁর কিছু ব্যক্তিগত সমস্যায় সাহায্য করেছিলেন। তবে ভুক্তভোগীর সব অভিযোগ মিথ্যা এবং তাঁকে ফাঁসানো হচ্ছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, ‘ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগ করে যে অভিযুক্ত শিক্ষার্থী বছরের পর বছর তাঁর সঙ্গে অনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। অভিযোগের প্রমাণের ভিত্তিতে ঘটনাটি হাটহাজারী থানা-পুলিশকে জানানো হয় এবং পুলিশ অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেছে।’
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ভুক্তভোগী ছাত্রীর করা মামলায় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা রুজু করা হয়েছে। নিয়মানুযায়ী আগামীকাল অভিযুক্তকে আদালতে পাঠানো হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সংস্কৃত বিভাগের এক শিক্ষার্থীকে যৌন হেনস্তা ও ধর্ষণের অভিযোগে ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী মারুফুল ইসলাম শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয় শাখার উপগ্রুপ বাংলার মুখের রাজনীতির সঙ্গে জড়িত।
আজ রোববার হাটহাজারী থানা-পুলিশ ভুক্তভোগী শিক্ষার্থীর করা মামলায় তাঁকে গ্রেপ্তার করে।
মামলার এজাহার থেকে জানা যায়, মারুফুল ইসলাম শাকিলের সঙ্গে ভুক্তভোগীর পাঁচ বছরের সম্পর্ক ছিল। শাকিল ছাত্রলীগ করতেন এবং পলিটিক্যাল ভয় দেখিয়ে ভুক্তভোগীকে সম্পর্কে জড়াতে বাধ্য করতেন। এ ছাড়া বিয়ের প্রলোভন দেখিয়ে বারবার জোরপূর্বক ধর্ষণ, আপত্তিকর ছবি ও ভিডিও করেছেন।
এজাহারে আরও বলা হয়, মারুফুল অন্য মেয়েদের সঙ্গেও দীর্ঘমেয়াদি সম্পর্ক বজায় রেখে, তাঁদের আপত্তিকর ছবি ও ভিডিও সংগ্রহ করে শারীরিক সম্পর্ক স্থাপন করে। বর্তমানে মারুফুল তাঁকে সামাজিক ও পারিবারিকভাবে হেনস্তার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
তবে অভিযুক্ত মারুফুল ইসলাম শাকিল এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ভুক্তভোগীর সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল এবং তাঁর কিছু ব্যক্তিগত সমস্যায় সাহায্য করেছিলেন। তবে ভুক্তভোগীর সব অভিযোগ মিথ্যা এবং তাঁকে ফাঁসানো হচ্ছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, ‘ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগ করে যে অভিযুক্ত শিক্ষার্থী বছরের পর বছর তাঁর সঙ্গে অনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। অভিযোগের প্রমাণের ভিত্তিতে ঘটনাটি হাটহাজারী থানা-পুলিশকে জানানো হয় এবং পুলিশ অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেছে।’
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ভুক্তভোগী ছাত্রীর করা মামলায় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা রুজু করা হয়েছে। নিয়মানুযায়ী আগামীকাল অভিযুক্তকে আদালতে পাঠানো হবে।

কারওয়ান বাজার ও তেজগাঁও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিদেশে থাকা এক শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির খুন হন। এ জন্য বিদেশ থেকে খুনিদের কাছে মোটা অঙ্কের টাকা পাঠানো হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপ
১ ঘণ্টা আগে
জুলাই সনদের আইনি ভিত্তি দিতে আয়োজিত গণভোটে ‘না’ দেওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দল নেতা জুয়েল আরমান। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জিতলে ‘সংবিধানে বিসমিল্লাহ এবং আল্লাহর নামে শুরু করলাম—এটা পরাজিত হবে।’
২ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় ফসিউল আলম অনীক (৩০) নামের এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার রাত ৮টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অনীক ওই এলাকার মো. রানা মোল্লার ছেলে।
২ ঘণ্টা আগে
অনলাইন প্ল্যাটফর্মে টেলিগ্রামে বিনিয়োগ ও চাকরি দেওয়ার কথা বলে ১ কোটির বেশি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের আরেক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার আসামির নাম মো. সোহেল মিয়া (৪১)।
৩ ঘণ্টা আগে