নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম আদালতে এজলাসের সামনে বিচারপ্রার্থী নারীকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে এক আইনজীবীর বিরুদ্ধে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর এজলাসের সামনে এ ঘটনা ঘটে।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জিকু বড়ুয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি এজলাসের বাইরে ঘটেছিল। হুড়োহুড়ির আওয়াজ শুনে আমরা এজলাসের বাইরে গিয়ে দেখি সেখানে এক নারী নিচে পড়ে আছেন। পরে উপস্থিত লোকজনের কাছে জানতে পারি আতাউর রহমান নামে একজন আইনজীবীর কোর্ট ধরে টানা-হিঁচড়া করছিলেন ওই নারী। এ সময় ওই আইনজীবী নাকি হাতের কনুই দিয়ে ওই নারীকে ঘাই মারে। এতে তিনি নিচে পড়ে যান।’
ঘটনাটি জানার পর চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর আদালত বিষয়টি সমাধানের জন্য চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতিকে নির্দেশ দিয়েছেন বলেও জানান পিপি জিকু বড়ুয়া।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, মারধরের ঘটনার বিষয়ে পরে সমাধান করে দেওয়া হয়েছে। এর বাইরে বিস্তারিত কিছু বলতে রাজি হননি তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক ঘটনার প্রত্যক্ষদর্শী পুলিশ ও আদালতের কর্মরত কয়েকজন বলেন, ট্রাইব্যুনালের কোর্ট চলাকালীন এজলাসের বাইরে ওই আইনজীবী এক নারীকে বেধড়ক মারধর ও একপর্যায়ে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেন। এতে ওই নারীর নাক দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। এ সময় এক পুলিশ এগিয়ে গেলে তাঁকেও মারতে উদ্যত হন ওই আইনজীবী।
পরে ওই নারী মুমূর্ষু অবস্থায় নিচে পড়ে থাকেন। এ সময় অন্যান্য আইনজীবীরা তাঁকে উদ্ধার করে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। সেখানে অভিযুক্ত আইনজীবীর সঙ্গে আপসে মীমাংসা করে দেন সমিতির নেতারা।
তবে কী ঘটনায় ওই নারীকে মারধর করা হয়েছে তা তাঁরা জানাতে পারেননি। এ ছাড়া ওই নারীর পরিচয় জানা যায়নি। অভিযুক্ত আইনজীবীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে আইনজীবীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো মীমাংসা করা হয়েছে—এ নিয়ে আদালত সংশ্লিষ্টরা ক্ষোভ জানিয়েছেন।

চট্টগ্রাম আদালতে এজলাসের সামনে বিচারপ্রার্থী নারীকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে এক আইনজীবীর বিরুদ্ধে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর এজলাসের সামনে এ ঘটনা ঘটে।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জিকু বড়ুয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি এজলাসের বাইরে ঘটেছিল। হুড়োহুড়ির আওয়াজ শুনে আমরা এজলাসের বাইরে গিয়ে দেখি সেখানে এক নারী নিচে পড়ে আছেন। পরে উপস্থিত লোকজনের কাছে জানতে পারি আতাউর রহমান নামে একজন আইনজীবীর কোর্ট ধরে টানা-হিঁচড়া করছিলেন ওই নারী। এ সময় ওই আইনজীবী নাকি হাতের কনুই দিয়ে ওই নারীকে ঘাই মারে। এতে তিনি নিচে পড়ে যান।’
ঘটনাটি জানার পর চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর আদালত বিষয়টি সমাধানের জন্য চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতিকে নির্দেশ দিয়েছেন বলেও জানান পিপি জিকু বড়ুয়া।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, মারধরের ঘটনার বিষয়ে পরে সমাধান করে দেওয়া হয়েছে। এর বাইরে বিস্তারিত কিছু বলতে রাজি হননি তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক ঘটনার প্রত্যক্ষদর্শী পুলিশ ও আদালতের কর্মরত কয়েকজন বলেন, ট্রাইব্যুনালের কোর্ট চলাকালীন এজলাসের বাইরে ওই আইনজীবী এক নারীকে বেধড়ক মারধর ও একপর্যায়ে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেন। এতে ওই নারীর নাক দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। এ সময় এক পুলিশ এগিয়ে গেলে তাঁকেও মারতে উদ্যত হন ওই আইনজীবী।
পরে ওই নারী মুমূর্ষু অবস্থায় নিচে পড়ে থাকেন। এ সময় অন্যান্য আইনজীবীরা তাঁকে উদ্ধার করে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। সেখানে অভিযুক্ত আইনজীবীর সঙ্গে আপসে মীমাংসা করে দেন সমিতির নেতারা।
তবে কী ঘটনায় ওই নারীকে মারধর করা হয়েছে তা তাঁরা জানাতে পারেননি। এ ছাড়া ওই নারীর পরিচয় জানা যায়নি। অভিযুক্ত আইনজীবীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে আইনজীবীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো মীমাংসা করা হয়েছে—এ নিয়ে আদালত সংশ্লিষ্টরা ক্ষোভ জানিয়েছেন।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
২ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৩ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৩ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৩ ঘণ্টা আগে