চবি সংবাদদাতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গুলিভর্তি পিস্তলসহ (রিভলবার) দাওদ সালমান (২৭) নামে এক যুবককে আটক করেছেন শিক্ষার্থীরা। এ সময় তাঁর কাছ থেকে এক শিক্ষার্থীর মার্কশিট উদ্ধার করা হয়। পরে তাঁকে সেনাবাহিনীর হাতে তুলে দেন তাঁরা।
আজ রোববার বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের সামনে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা জানান,আজ বেলা ৩টার দিকে এফ রহমান হলের ৪১৫ নম্বর কক্ষ থেকে নিয়ে যাওয়ার সময় গুলিভর্তি পিস্তলসহ ওই যুবককে আটক করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় তাঁর কাছে সায়েদ ফুল মধু নামে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর মার্কশিট ও কিছু কাগজপত্র পাওয়া যায়।
আটক যুবক নিজেকে বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বলে পরিচয় দেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানান। পরে তাঁকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, ‘আটক হওয়া ওই যুবক আমাদের চবির সমন্বয়ক ইব্রাহিম রনি ভাইকে সার্টিফিকেট ও মার্কশিট নেওয়ার কথা বলে হলে প্রবেশ করার জন্য আমকে ফোন দেয়। তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বললে, সে কথা না শুনে হলের গার্ডকে ধাক্কা দিয়ে জোর করে প্রবেশ করে। এরপর সে যখন তার জিনিসপত্র নিয়ে বের হয়, ততক্ষণে আমরা হলের সামনে চলে আসি। তার কাছে থাকা জিনিসপত্র চেক করার সময় আমরা গুলিভর্তি পিস্তলসহ কিছু গাঁজা পেয়েছি।’
তিনি বলেন, ‘আমরা তাকে আটক করার সময় সে আমাদের ওপর হামলার চেষ্টা করেছে। আমাদের সব সমন্বয়কের জীবন এখন হুমকির মুখে। ভিসি, প্রোভিসির ছত্রচ্ছায়ায় ক্যাম্পাসে এসব হচ্ছে। কারণ, আমরা অনেক দিন ধরে ভিসি ও প্রোভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন করছি।’
রাসেল আহমেদ আরও বলেন, ‘আমরা কেউ আইন নিজের হাতে তুলে নেব না। আমরা পিস্তলসহ তাকে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছি।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গুলিভর্তি পিস্তলসহ (রিভলবার) দাওদ সালমান (২৭) নামে এক যুবককে আটক করেছেন শিক্ষার্থীরা। এ সময় তাঁর কাছ থেকে এক শিক্ষার্থীর মার্কশিট উদ্ধার করা হয়। পরে তাঁকে সেনাবাহিনীর হাতে তুলে দেন তাঁরা।
আজ রোববার বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের সামনে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা জানান,আজ বেলা ৩টার দিকে এফ রহমান হলের ৪১৫ নম্বর কক্ষ থেকে নিয়ে যাওয়ার সময় গুলিভর্তি পিস্তলসহ ওই যুবককে আটক করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় তাঁর কাছে সায়েদ ফুল মধু নামে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর মার্কশিট ও কিছু কাগজপত্র পাওয়া যায়।
আটক যুবক নিজেকে বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বলে পরিচয় দেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানান। পরে তাঁকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, ‘আটক হওয়া ওই যুবক আমাদের চবির সমন্বয়ক ইব্রাহিম রনি ভাইকে সার্টিফিকেট ও মার্কশিট নেওয়ার কথা বলে হলে প্রবেশ করার জন্য আমকে ফোন দেয়। তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বললে, সে কথা না শুনে হলের গার্ডকে ধাক্কা দিয়ে জোর করে প্রবেশ করে। এরপর সে যখন তার জিনিসপত্র নিয়ে বের হয়, ততক্ষণে আমরা হলের সামনে চলে আসি। তার কাছে থাকা জিনিসপত্র চেক করার সময় আমরা গুলিভর্তি পিস্তলসহ কিছু গাঁজা পেয়েছি।’
তিনি বলেন, ‘আমরা তাকে আটক করার সময় সে আমাদের ওপর হামলার চেষ্টা করেছে। আমাদের সব সমন্বয়কের জীবন এখন হুমকির মুখে। ভিসি, প্রোভিসির ছত্রচ্ছায়ায় ক্যাম্পাসে এসব হচ্ছে। কারণ, আমরা অনেক দিন ধরে ভিসি ও প্রোভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন করছি।’
রাসেল আহমেদ আরও বলেন, ‘আমরা কেউ আইন নিজের হাতে তুলে নেব না। আমরা পিস্তলসহ তাকে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছি।’

চট্টগ্রামের বাঁশখালীতে ঘুষের টাকাসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের (অফিস) সহকারী শাহ আলমকে (৪৮) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
১০ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।
১৩ মিনিট আগে
সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ডাকে আজ দুপুর পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় ও বেলা ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
৩২ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ৩৫টি সোনার বার ছিনতাইয়ের মামলায় মহানগর ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
৩৭ মিনিট আগে