Ajker Patrika

নাম-ঠিকানা পাল্টেও শেষ রক্ষা হলো না ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০২ মে ২০২৩, ১৭: ০১
নাম-ঠিকানা পাল্টেও শেষ রক্ষা হলো না ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামির

ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইসমাইল হোসেন আজাদ নামে এক আসামি জাতীয় পরিচয়পত্রে নাম-ঠিকানা পরিবর্তন করে ২২ বছর ধরে পালিয়েও শেষ রক্ষা হলো না। গতকাল সোমবার রাতে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামীর অক্সিজেন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

আসামি ইসমাইল হোসেন আজাদ নোয়াখালী জেলার হাতিয়া থানার জাহাজমারা গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার আজকের পত্রিকাকে বলেন, ‘২০০১ সালের ২৪ অক্টোবর নোয়াখালীর হাতিয়া এলাকায় এক নারীকে ধর্ষণের অভিযোগে ইসমাইল হোসেন আজাদের (৪৩) বিরুদ্ধে মামলা হয়। ওই ঘটনার পর তিনি পলাতক থাকেন। ২০০৩ সালে নোয়াখালীর আদালত আসামির অনুপস্থিতে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড রায় দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।’ 

র‍্যাব কর্মকর্তা বলেন, আসামি ইসমাইল গ্রেপ্তার এড়াতে খুলনা বেলপুনিয়ার ঠিকানায় একটি জাতীয় পরিচয়পত্র তৈরি করেন। জাতীয় পরিচয়পত্রে তাঁর নাম আহসানুল ইসলাম ছিল। এ ছাড়া তাঁর বাবা-মায়ের নাম ও ঠিকানাও পরিবর্তন করা হয়। 

পরে সেই ঠিকানা দেখিয়ে ২০০৪ সাল থেকে চট্টগ্রামে রূপসী হাউজিং এলাকায় বসবাস করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে পরে তাঁকে চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত