চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে শরীফ তালুকদার (১৯) নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার ভোরে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের চৌরাস্তা এলাকার একটি অটোরিকশার পার্টসের দোকান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তাঁর স্বজনদের দাবি, পাওনা টাকার দাবিতে তাঁকে হত্যা করে লাশ ওই দোকানে ঝুলিয়ে রাখা হয়।
চাঁদপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) রাজিব চক্রবর্তী আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন।
এ ঘটনায় আজ দুপুরে শরীফ তালুকদারের মামা মো. জসিম উদ্দিন ভূঁইয়া থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। শরীফ উপজেলার বাগাদী ইউনিয়নের ব্রাহ্মণ সাখুয়া গ্রামের তালুকদার বাড়ির মফিজ তালুকদারের ছেলে।
যাঁদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, তাঁরা হলেন, চৌরাস্তার অটোরিকশা পার্টসের দোকানি নানুপুর গ্রামের মো. রাসেল গাজী (২৮), তাঁর দোকানের মিস্ত্রি সুমন পাটওয়ারীসহ (৩৫) অজ্ঞাতপরিচয় কয়েকজন।
অভিযোগকারী জসিম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘আমার ভাগনে শরীফের কাছে অটোরিকশার দৈনিক ভাড়া বাবদ ১১ হাজার টাকা পাওনা ছিল রাসেল গাজী। আগামী ১২ ডিসেম্বর ওই টাকা পরিশোধ করার কথা ছিল। কিন্তু গতকাল শনিবার রাত ৯টার দিকে রাসেল তাঁর দোকানে ডেকে নিয়ে শরীফকে বেদম মারধর করে। তাতে তার মৃত্যু হয়েছে বুঝতে পেরে দোকানের কাঠের সঙ্গে পরনের বেল্ট দিয়ে ঝুলিয়ে রাখে। আজ ভোরে এলাকার মনির হোসেন মেম্বারের মাধ্যমে আমরা এই ঘটনা জানতে পারি।’
জসিম উদ্দিন ভূঁইয়া আরও বলেন, ভোর ৫টার দিকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে।
শরীফ তালুকদারের স্ত্রী বিউটি বেগম ছয় মাসের অন্তঃসত্ত্বা। বিউটির বাবা পার্শ্ববর্তী ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ হরিণা গ্রামের বাসিন্দা মোশারফ সিকদার। তিনি বলেন, ‘মেয়ে আমাকে জানিয়েছে, গত রাতে শরীফকে টাকার জন্য রাসেল দোকানে আটকে রাখে। মেয়েকে ৩ হাজার টাকা পাঠানোর জন্য চাপ দেয় রাসেল। বিউটি সকালে টাকা দেবে এবং তার স্বামীকে ছেড়ে দেওয়ার অনুরোধ করে। কিন্তু তারা মেয়ের কথায় কর্ণপাত করেনি।’
এ বিষয়ে জানতে চাইলে চাঁদপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) রাজিব চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থল থেকে ওই চালকের লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। ঘটনা তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

চাঁদপুরে শরীফ তালুকদার (১৯) নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার ভোরে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের চৌরাস্তা এলাকার একটি অটোরিকশার পার্টসের দোকান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তাঁর স্বজনদের দাবি, পাওনা টাকার দাবিতে তাঁকে হত্যা করে লাশ ওই দোকানে ঝুলিয়ে রাখা হয়।
চাঁদপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) রাজিব চক্রবর্তী আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন।
এ ঘটনায় আজ দুপুরে শরীফ তালুকদারের মামা মো. জসিম উদ্দিন ভূঁইয়া থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। শরীফ উপজেলার বাগাদী ইউনিয়নের ব্রাহ্মণ সাখুয়া গ্রামের তালুকদার বাড়ির মফিজ তালুকদারের ছেলে।
যাঁদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, তাঁরা হলেন, চৌরাস্তার অটোরিকশা পার্টসের দোকানি নানুপুর গ্রামের মো. রাসেল গাজী (২৮), তাঁর দোকানের মিস্ত্রি সুমন পাটওয়ারীসহ (৩৫) অজ্ঞাতপরিচয় কয়েকজন।
অভিযোগকারী জসিম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘আমার ভাগনে শরীফের কাছে অটোরিকশার দৈনিক ভাড়া বাবদ ১১ হাজার টাকা পাওনা ছিল রাসেল গাজী। আগামী ১২ ডিসেম্বর ওই টাকা পরিশোধ করার কথা ছিল। কিন্তু গতকাল শনিবার রাত ৯টার দিকে রাসেল তাঁর দোকানে ডেকে নিয়ে শরীফকে বেদম মারধর করে। তাতে তার মৃত্যু হয়েছে বুঝতে পেরে দোকানের কাঠের সঙ্গে পরনের বেল্ট দিয়ে ঝুলিয়ে রাখে। আজ ভোরে এলাকার মনির হোসেন মেম্বারের মাধ্যমে আমরা এই ঘটনা জানতে পারি।’
জসিম উদ্দিন ভূঁইয়া আরও বলেন, ভোর ৫টার দিকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে।
শরীফ তালুকদারের স্ত্রী বিউটি বেগম ছয় মাসের অন্তঃসত্ত্বা। বিউটির বাবা পার্শ্ববর্তী ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ হরিণা গ্রামের বাসিন্দা মোশারফ সিকদার। তিনি বলেন, ‘মেয়ে আমাকে জানিয়েছে, গত রাতে শরীফকে টাকার জন্য রাসেল দোকানে আটকে রাখে। মেয়েকে ৩ হাজার টাকা পাঠানোর জন্য চাপ দেয় রাসেল। বিউটি সকালে টাকা দেবে এবং তার স্বামীকে ছেড়ে দেওয়ার অনুরোধ করে। কিন্তু তারা মেয়ের কথায় কর্ণপাত করেনি।’
এ বিষয়ে জানতে চাইলে চাঁদপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) রাজিব চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থল থেকে ওই চালকের লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। ঘটনা তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরুর আগেই কুড়িগ্রামের নাগেশ্বরীতে ‘প্রশ্নপত্রের’ ফটোকপিসহ আটক স্বেচ্ছাসেবক দল নেতা মিনারুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
২৫ মিনিট আগে
ঢাকায় অবস্থানরত যশোর জেলার সাংবাদিকদের সংগঠন যশোর সাংবাদিক ফোরাম, ঢাকার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। আজ শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সভায় সর্বসম্মতিক্রমে ৩৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
২৭ মিনিট আগে
আমি প্রতিজ্ঞা করেছি, তারেক রহমান যেদিন দেশে ফিরবেন এবং বিএনপি যেদিন ক্ষমতায় আসবে, সেদিনই আমি ভাত খাব। তার আগে না। এতে আমার জীবন চলে গেলেও কোনো আফসোস নেই।
৩০ মিনিট আগে
জাজিরায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনাস্থল থেকে হাতবোমা তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করেছে পুলিশের ক্রাইম সিন ইউনিট ও অ্যান্টি টেররিজম ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম। একই সঙ্গে কয়েক দিনে পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ৩৮টি তাজা হাতবোমা নিরাপদভাবে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে।
১ ঘণ্টা আগে