কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় চেম্বারে ঢুকে জহিরুল হক নামে এক শিশু চিকিৎসকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। আহতাবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার নগরীর রেসকোর্সে শাপলা টাওয়ারে এ ঘটনা ঘটে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ‘আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থা উন্নতি না হওয়াই তাকে আমরা (রোববার) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেই।’
স্থানীয়রা জানান, শনিবার কুমিল্লার রেসকোর্সে শাপলা টাওয়ার পরিচালনা কমিটি নিয়ে দ্বন্দ্বে শিশু চিকিৎসক জহিরুল হককে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আজ (রোববার) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরে রোগীর স্বজনরা বেসরকারি ইউনাইটেড হাসপাতালে ভর্তি করে।
ভবনের বাসিন্দারা জানান, একই ভবনের বাসিন্দা সালাহউদ্দিন মাহমুদ পাপ্পু এবং তার স্ত্রী-সন্তানরা মিলে ডা. জহিরুল হকের ওপর হামলা করেছে।
আহতের স্বজন কাজী শরিফ বলেন, ‘রেসকোর্সে শাপলা টাওয়ারের পরিচালনা কমিটি নিয়ে দ্বন্দ্ব থেকে তার ওপর হামলা চালানো হয়। এ সময় চিকিৎসক জহিরুল গুরুতর আহত হন।’
চিকিৎসকের স্ত্রী হিমি বলেন, ‘পাপ্পু একজন সন্ত্রাসী ও চাঁদাবাজ। তার বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির মামলা রয়েছে। সে আমাদের কাছে চাঁদা চেয়ে ছিল। চাঁদা না দেওয়ায় আমাদের ওপর হামলা করেছে।’
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাম্মদ সনজুর মোর্শেদ আজকের পত্রিকাকে বলেন, ‘পারিবারিক বিরোধের জের ধরে ডা. জহিরুল হকের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় শনিবার রাতে মামলা হয়েছে। এ মামলায় সালাউদ্দিন মোর্শেদ ভূঁইয়া নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।’
এদিকে চিকিৎসকের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিপিএমপিএ কুমিল্লা শাখার সভাপতি ডা. এ কে এম আবদুস সেলিম ও সাধারণ সম্পাদক ডা. তৌফিকুন্নবী খান লিটন।

কুমিল্লায় চেম্বারে ঢুকে জহিরুল হক নামে এক শিশু চিকিৎসকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। আহতাবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার নগরীর রেসকোর্সে শাপলা টাওয়ারে এ ঘটনা ঘটে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ‘আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থা উন্নতি না হওয়াই তাকে আমরা (রোববার) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেই।’
স্থানীয়রা জানান, শনিবার কুমিল্লার রেসকোর্সে শাপলা টাওয়ার পরিচালনা কমিটি নিয়ে দ্বন্দ্বে শিশু চিকিৎসক জহিরুল হককে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আজ (রোববার) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরে রোগীর স্বজনরা বেসরকারি ইউনাইটেড হাসপাতালে ভর্তি করে।
ভবনের বাসিন্দারা জানান, একই ভবনের বাসিন্দা সালাহউদ্দিন মাহমুদ পাপ্পু এবং তার স্ত্রী-সন্তানরা মিলে ডা. জহিরুল হকের ওপর হামলা করেছে।
আহতের স্বজন কাজী শরিফ বলেন, ‘রেসকোর্সে শাপলা টাওয়ারের পরিচালনা কমিটি নিয়ে দ্বন্দ্ব থেকে তার ওপর হামলা চালানো হয়। এ সময় চিকিৎসক জহিরুল গুরুতর আহত হন।’
চিকিৎসকের স্ত্রী হিমি বলেন, ‘পাপ্পু একজন সন্ত্রাসী ও চাঁদাবাজ। তার বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির মামলা রয়েছে। সে আমাদের কাছে চাঁদা চেয়ে ছিল। চাঁদা না দেওয়ায় আমাদের ওপর হামলা করেছে।’
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাম্মদ সনজুর মোর্শেদ আজকের পত্রিকাকে বলেন, ‘পারিবারিক বিরোধের জের ধরে ডা. জহিরুল হকের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় শনিবার রাতে মামলা হয়েছে। এ মামলায় সালাউদ্দিন মোর্শেদ ভূঁইয়া নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।’
এদিকে চিকিৎসকের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিপিএমপিএ কুমিল্লা শাখার সভাপতি ডা. এ কে এম আবদুস সেলিম ও সাধারণ সম্পাদক ডা. তৌফিকুন্নবী খান লিটন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের সালথায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের দলীয় প্রার্থী শামা ওবায়েদ ইসলামের হাতে ফুল দিয়ে দলে যোগদান করেছেন আনোয়ার হোসেন মিয়া নামে এক আওয়ামী লীগ নেতা।
৪ মিনিট আগে
নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী লীগ নেতা ও বর্তমান ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল রোববার রাতে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকারের হাতে ফুলের তোড়া দিয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে...
১ ঘণ্টা আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের একটি কক্ষ থেকে ২০ বোতল বিদেশি মদ জব্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল রোববার রাত আনুমানিক ১০টার দিকে গোপন সূত্রের ভিত্তিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল প্রশাসন ও হল সংসদের যৌথ উদ্যোগে একটি অভিযান পরিচালনা করা হয়।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আর্থিক সহযোগিতা চেয়ে ফেসবুকে ভিডিও প্রকাশ করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া ওরফে ব্যারিস্টার ফুয়াদ। তিনি রোববার রাত ১০টার দিকে নিজের ফেসবুক আইডিতে এই ভিডিও বার্তা দেন।
১ ঘণ্টা আগে