কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ সীমান্ত তিন দিন শান্ত থাকার পর আবারও গোলাগুলি ও ভারী অস্ত্রের বিকট শব্দে কেঁপে উঠেছে। আজ শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার হোয়াইক্যং এবং শাহপরীরদ্বীপ সীমান্তের বাসিন্দারা ওপারের গোলাগুলি ও মর্টারশেলের আওয়াজ শুনেছেন বলে জানিয়েছেন। এতে এপারে ফের আতঙ্ক দেখা দিয়েছে।
গত সোমবার সন্ধ্যার পর থেকে আজ শুক্রবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত টেকনাফ সীমান্তে কোনো ধরনের গোলাগুলি ও বিস্ফোরণে বিকট শব্দ শোনা যায়নি।
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘শুক্রবার জুমার নামাজের আগে পর্যন্ত থেমে থেমে খারাংখালী সীমান্তে গোলাগুলির শব্দ পাওয়া গেছে। এতে সীমান্তঘেঁষা চিংড়ি ঘের ও খেতখামারের লোকজন ভয়ে পালিয়ে এসেছেন। তবে আগের তুলনায় গোলাগুলির তীব্রতা কম।’
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের (ইউপির) চেয়ারম্যান নুর আহমেদ আনোয়ারী বলেন, ‘বেশ কয়েকদিন সীমান্ত পরিস্থিতি শান্ত ছিল। আজ শুক্রবার দুপুরে খারাংখালী সীমান্তে নাফ নদীর ওপারে গোলাগুলি ও বিস্ফোরণের বিকট শব্দ শুনছেন স্থানীয় লোকজন।’
সাবরাং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, ‘টেকনাফের দক্ষিণ–পূর্ব সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু এলাকা। তিন দিন আগে জান্তা বাহিনী ও বিদ্রোহী আরকান আর্মির মধ্যে তুমুল লড়াই হয়েছে। এরপর তিন দিন শান্ত থাকার পর আজ শুক্রবার বিকেল ৫টার দিকে নাফনদীর পূর্ব পাশের মিয়ানমারের মংডু শহরের নলবন্ন্যা গ্রামে পর পর তিনটি মর্টারশেলের বিকট শব্দে কেঁপে উঠেছে শাহ পরীর দ্বীপ। এখনো আতঙ্কে রয়েছে লোকজন। সংঘাতময় পরিস্থিতির কারণে মংডুর আশপাশের রোহিঙ্গারা অনুপ্রবেশেরের চেষ্টা চালাচ্ছেন।’
শাহপরীর দ্বীপের জসিম উদ্দিন ও মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘চার রাত সীমান্তের মানুষ শান্তিতে ঘুমিয়েছে। সোমবার সন্ধ্যার পর থেকে আজ শুক্রবার বিকেল পর্যন্ত সীমান্ত শান্ত ছিল। হঠাৎ করে আবার বিকট শব্দে এপারে কেঁপে উঠেছে। এতে আবারও আতঙ্ক কাজ করছে।’
গত ২ ফেব্রুয়ারি থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির মধ্যে সীমান্তচৌকির নিয়ন্ত্রণ নিয়ে যুদ্ধ চলছে। প্রায় ১৮ দিন তুমুল লড়াইয়ের পর সরকারি বাহিনীকে হটিয়ে বিদ্রোহীরা বাংলাদেশ সীমান্তের অধিকাংশ সীমান্তচৌকি নিয়ন্ত্রণে নিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এতে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় লড়াইয়ের তীব্রতা কমে এসেছে। বিদ্রোহীরা মংডু শহরের দিকে অগ্রসর হচ্ছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার সন্ধ্যার পর থেকে আজ শুক্রবার দুপুর পর্যন্ত সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক ছিল। তিন দিন বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। তবে শুক্রবার দুপুরে হোয়াইক্যং ও বিকেলে শাহপরীর দ্বীপ সীমান্ত দিয়ে বিকট শব্দ শোনা গেছে। এ পরিস্থিতিতে সীমান্তে বসবাসরত লোকজনকে সতর্ক থাকতে বলা হয়েছে।’ তিনি বলেন, মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতময় পরিস্থিতির কারণে সীমান্তে বিজিবি, কোস্টগার্ড ও পুলিশের টহল বাড়ানো হয়েছে।

কক্সবাজারের টেকনাফ সীমান্ত তিন দিন শান্ত থাকার পর আবারও গোলাগুলি ও ভারী অস্ত্রের বিকট শব্দে কেঁপে উঠেছে। আজ শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার হোয়াইক্যং এবং শাহপরীরদ্বীপ সীমান্তের বাসিন্দারা ওপারের গোলাগুলি ও মর্টারশেলের আওয়াজ শুনেছেন বলে জানিয়েছেন। এতে এপারে ফের আতঙ্ক দেখা দিয়েছে।
গত সোমবার সন্ধ্যার পর থেকে আজ শুক্রবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত টেকনাফ সীমান্তে কোনো ধরনের গোলাগুলি ও বিস্ফোরণে বিকট শব্দ শোনা যায়নি।
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘শুক্রবার জুমার নামাজের আগে পর্যন্ত থেমে থেমে খারাংখালী সীমান্তে গোলাগুলির শব্দ পাওয়া গেছে। এতে সীমান্তঘেঁষা চিংড়ি ঘের ও খেতখামারের লোকজন ভয়ে পালিয়ে এসেছেন। তবে আগের তুলনায় গোলাগুলির তীব্রতা কম।’
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের (ইউপির) চেয়ারম্যান নুর আহমেদ আনোয়ারী বলেন, ‘বেশ কয়েকদিন সীমান্ত পরিস্থিতি শান্ত ছিল। আজ শুক্রবার দুপুরে খারাংখালী সীমান্তে নাফ নদীর ওপারে গোলাগুলি ও বিস্ফোরণের বিকট শব্দ শুনছেন স্থানীয় লোকজন।’
সাবরাং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, ‘টেকনাফের দক্ষিণ–পূর্ব সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু এলাকা। তিন দিন আগে জান্তা বাহিনী ও বিদ্রোহী আরকান আর্মির মধ্যে তুমুল লড়াই হয়েছে। এরপর তিন দিন শান্ত থাকার পর আজ শুক্রবার বিকেল ৫টার দিকে নাফনদীর পূর্ব পাশের মিয়ানমারের মংডু শহরের নলবন্ন্যা গ্রামে পর পর তিনটি মর্টারশেলের বিকট শব্দে কেঁপে উঠেছে শাহ পরীর দ্বীপ। এখনো আতঙ্কে রয়েছে লোকজন। সংঘাতময় পরিস্থিতির কারণে মংডুর আশপাশের রোহিঙ্গারা অনুপ্রবেশেরের চেষ্টা চালাচ্ছেন।’
শাহপরীর দ্বীপের জসিম উদ্দিন ও মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘চার রাত সীমান্তের মানুষ শান্তিতে ঘুমিয়েছে। সোমবার সন্ধ্যার পর থেকে আজ শুক্রবার বিকেল পর্যন্ত সীমান্ত শান্ত ছিল। হঠাৎ করে আবার বিকট শব্দে এপারে কেঁপে উঠেছে। এতে আবারও আতঙ্ক কাজ করছে।’
গত ২ ফেব্রুয়ারি থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির মধ্যে সীমান্তচৌকির নিয়ন্ত্রণ নিয়ে যুদ্ধ চলছে। প্রায় ১৮ দিন তুমুল লড়াইয়ের পর সরকারি বাহিনীকে হটিয়ে বিদ্রোহীরা বাংলাদেশ সীমান্তের অধিকাংশ সীমান্তচৌকি নিয়ন্ত্রণে নিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এতে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় লড়াইয়ের তীব্রতা কমে এসেছে। বিদ্রোহীরা মংডু শহরের দিকে অগ্রসর হচ্ছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার সন্ধ্যার পর থেকে আজ শুক্রবার দুপুর পর্যন্ত সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক ছিল। তিন দিন বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। তবে শুক্রবার দুপুরে হোয়াইক্যং ও বিকেলে শাহপরীর দ্বীপ সীমান্ত দিয়ে বিকট শব্দ শোনা গেছে। এ পরিস্থিতিতে সীমান্তে বসবাসরত লোকজনকে সতর্ক থাকতে বলা হয়েছে।’ তিনি বলেন, মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতময় পরিস্থিতির কারণে সীমান্তে বিজিবি, কোস্টগার্ড ও পুলিশের টহল বাড়ানো হয়েছে।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৫ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৫ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৫ ঘণ্টা আগে