Ajker Patrika

জলাবদ্ধতা নিয়ে চসিক মেয়র–সিডিএ চেয়ারম্যানের পদত্যাগ দাবি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ২২: ৫২
জলাবদ্ধতা নিয়ে চসিক মেয়র–সিডিএ চেয়ারম্যানের পদত্যাগ দাবি

জলাবদ্ধতা নিরসনে ব্যর্থতার দায় স্বীকার করে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান জহিরুল আলম দোভাষকে পদত্যাগের আহ্বান জানিয়েছে নগর বিএনপি। 

আজ মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্যসচিব আবুল হাশেম বক্কর এ আহ্বান জানান। 

বিবৃতিতে বিএনপির নেতারা বলেন, ‘গত কয়েক দিনের বৃষ্টিতেই বন্দরনগরী চট্টগ্রামের দুই-তৃতীয়াংশ এলাকা হাঁটু থেকে কোমর পানিতে ডুবে গেছে। বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফ্লাইওভারগুলোয় পানি জমে গেছে।’ 

চসিক, সিডিএসহ সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতার কারণে এ দুর্ভোগের সৃষ্টি হয়েছে জানিয়ে তারা বলেন, ‘মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতির কারণেই বন্দর নগরীতে জলাবদ্ধতার এই বেহাল দশা।’ 

নেতারা আরও বলেন, ‘জলাবদ্ধতায় যখন মানুষ সীমাহীন কষ্ট পাচ্ছে, তখন সিডিএ-চসিক পরস্পর দোষারোপ করছে। এটা তাদের ব্যর্থতা ঢাকার চেষ্টা। বাস্তবে তাদের মধ্যে কোনো সমন্বয় নেই। তাই ব্যর্থতা স্বীকার করে মেয়র ও সিডিএ চেয়ারম্যানের উচিত পদত্যাগ করা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

বিএনপিতে যোগ দিলেন আ.লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াই গুণ, সর্বনিম্ন ২০ হাজার টাকা

সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজারের বেশি

ভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত