তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

তিতাস উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতাসহ একাধিক জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনেছেন। এর মধ্যে একজন মনোনয়নপত্র জমা দিয়ে ফেরার পথে একদল দুর্বৃত্ত তাঁর রসিদ ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং মারধর করেছে বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, উপজেলার ২ নম্বর জগতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি গোলাম মাওলা আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আজ মনোনয়ন ফরম জমা দেন। জমা দেওয়ার শেষ দিনে ভাতিজা এরশাদ জাহানকে (৩৮) মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য উপজেলায় পাঠান তিনি। এরশাদ জাহান মনোনয়নপত্র জমা দিয়ে উপজেলা পরিষদ থেকে বের হয়ে যাওয়ার পথে একদল দুর্বৃত্ত জমার রিসিট ছিনিয়ে নেওয়া চেষ্টা করে এবং তাঁকে মারধর করে।
এরশাদ জাহান বলেন, ‘দুপুর আনুমানিক ২টায় আমি মনোনয়ন জমা দিয়ে বের হওয়ার সময় উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে থেকে আওয়ামী লীগের প্রার্থী মজিবুর রহমানের ছেলে জনি ও তাঁর সহযোগী রঞ্জুসহ ১৫/২০ জনের একদল দুর্বৃত্ত আমাকে কিল ঘুষি মেরে টানা হিঁচড়া করে মারধর করে এবং আমার সাথে থাকা মোবাইল ও নগদ টাকা নিয়ে যায়। পরে এস আই বিল্লাল আমাকে উদ্ধার করে দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।’
এ বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী মজিবুর রহমানের ছেলে জনি বলেন, ‘কে বা কারা হামলা করছে আমি কিছুই জানি না, এমন ঘটনার তীব্র নিন্দা জানাই।’
তিতাস থানার উপপরিদর্শক বিল্লাল বলেন, খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে এরশাদ জাহানকে উদ্ধার করতে বের হয়ে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রাস্তা থেকে আহত অবস্থায় উদ্ধার করি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোসাম্মাত মোমিনুর জাহান বলেন, ‘এ বিষয়ে আমাকে কেউ অবহিত করেনি।’

তিতাস উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতাসহ একাধিক জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনেছেন। এর মধ্যে একজন মনোনয়নপত্র জমা দিয়ে ফেরার পথে একদল দুর্বৃত্ত তাঁর রসিদ ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং মারধর করেছে বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, উপজেলার ২ নম্বর জগতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি গোলাম মাওলা আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আজ মনোনয়ন ফরম জমা দেন। জমা দেওয়ার শেষ দিনে ভাতিজা এরশাদ জাহানকে (৩৮) মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য উপজেলায় পাঠান তিনি। এরশাদ জাহান মনোনয়নপত্র জমা দিয়ে উপজেলা পরিষদ থেকে বের হয়ে যাওয়ার পথে একদল দুর্বৃত্ত জমার রিসিট ছিনিয়ে নেওয়া চেষ্টা করে এবং তাঁকে মারধর করে।
এরশাদ জাহান বলেন, ‘দুপুর আনুমানিক ২টায় আমি মনোনয়ন জমা দিয়ে বের হওয়ার সময় উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে থেকে আওয়ামী লীগের প্রার্থী মজিবুর রহমানের ছেলে জনি ও তাঁর সহযোগী রঞ্জুসহ ১৫/২০ জনের একদল দুর্বৃত্ত আমাকে কিল ঘুষি মেরে টানা হিঁচড়া করে মারধর করে এবং আমার সাথে থাকা মোবাইল ও নগদ টাকা নিয়ে যায়। পরে এস আই বিল্লাল আমাকে উদ্ধার করে দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।’
এ বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী মজিবুর রহমানের ছেলে জনি বলেন, ‘কে বা কারা হামলা করছে আমি কিছুই জানি না, এমন ঘটনার তীব্র নিন্দা জানাই।’
তিতাস থানার উপপরিদর্শক বিল্লাল বলেন, খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে এরশাদ জাহানকে উদ্ধার করতে বের হয়ে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রাস্তা থেকে আহত অবস্থায় উদ্ধার করি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোসাম্মাত মোমিনুর জাহান বলেন, ‘এ বিষয়ে আমাকে কেউ অবহিত করেনি।’

কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, আনন্দ বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে আনোয়ারকে আটক করে স্থানীয় লোকজন ইউপি কার্যালয়ে এনে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সেনাবাহিনীর একটি দল তাঁকে থানায় নিয়ে যায়।
২০ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
২ ঘণ্টা আগে