
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ হাছান মিয়া (২৭) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। গতকাল শুক্রবার স্থানীয় সময় রাত ১১টায় দুবাইয়ের আল আইনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত হাছান মিয়া মিরসরাই উপজেলার ৪ নম্বর ধুম ইউনিয়নের উত্তর নাহেরপুর গ্রামের সওদাগর বাড়ির মোহাম্মদ আবু ভান্ডারির ছেলে।
হাছানের বন্ধু শেখ রাহাদ খান বলেন, ‘হাছান আর আমি একসঙ্গে পড়াশোনা করেছি। এসএসসি পাসের পর সে দুবাই চলে যায়। সেখানে একটি মোটরসাইকেল কোম্পানিতে ডেলিভারির কাজ করত। শুক্রবার রাতে একটি মোটরসাইকেল ডেলিভারি দিতে যাওয়ার সময় পিকআপের ধাক্কায় গুরুতর আহত হয়। এরপর দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
এদিকে ৪ নম্বর ধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর ভূঁইয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমার ইউনিয়নের নাহেরপুর গ্রামের হাছান নামে একটি ছেলে দুবাইতে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছে। তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।’
সংযুক্ত আরব আমিরাতে মিরসরাই সমিতির সভাপতি সাইফুল ইসলাম জানান, ‘হাছানের মৃত্যুর ঘটনাটি খুবই দুঃখজনক। নিহত হাছান মিয়ার মরদেহ সকল আইনি প্রক্রিয়া শেষ করে দেশে পাঠানোর জন্য সংগঠনের পক্ষ থেকে চেষ্টা চলছে। আমাদের সংগঠন প্রবাসীদের দুর্ঘটনায় সব সময় সহযোগিতার জন্য পাশে থাকে। সে মারা যাওয়ার খবর শুনে খুবই ব্যথিত হয়েছি। মরদেহ দেশে নিয়ে আসতে কয়েক দিন সময় লাগবে।’

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বাথরুমে বালতির পানিতে ডুবে ফারজানা আক্তার (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কামরাঙ্গীরচর থানার চান মসজিদ কসাই গলি এলাকার এক বাসায় এ ঘটনা ঘটে।
২ মিনিট আগে
বগুড়ার গাবতলী উপজেলায় এক দই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা স্বামী ও স্ত্রীকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে দই ব্যবসায়ী ভক্তরাম বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
২ মিনিট আগে
পাবনার চাটমোহরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ ঢেকে দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগারের নির্বাচনী প্রচারণার বিলবোর্ড টানানো হয়েছে। এতে এলাকায় সচেতন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
৪ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফসহ ১৩ জন বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল বুধবার রাতে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোকাররম হোসেন সুজনের আলমিদিতরের বাসভবনে এক অনুষ্ঠানে বিএনপিতে যোগ দেন তাঁরা।
৬ মিনিট আগে