নোয়াখালী প্রতিনিধি

দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে ছাত্রলীগ নেতা মো. হাসিবুল বাশার (২৫) হত্যাকাণ্ডের ঘটনার প্রধান আসামি মো. হাসানসহ আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি এলজি, দুটি কিরিচ ও একটি লোহার রড জব্দ করা হয়। এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাতে ফেনীর দাগনভূঞা উপজেলার বারাহি গোবিন্দ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, মহবুল্লাহপুর গ্রামের হাসান (৩১), হাসানের ভাতিজা জয় (২১) ও তিতাহাজেরা গ্রামের রুবেল (৩৪)।
পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত তিনজন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তারা বিভিন্ন সময় দলের নেতাদের নাম ভাঙিয়ে সন্ত্রাসী কার্যক্রম করে আসছিলো। নিজেদের মধ্যে দলীয় আধিপত্য ও কোন্দলের জেরে ছাত্রলীগ নেতা হাসিবুল বাশারকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী কুপিয়ে এবং জবাই করে হত্যা করে। গ্রেপ্তারকৃত তিন আসামি প্রাথমিকভাবে স্বীকার করেছে তারা কয়েকদিন ধরে হাসিবুল বাশারের গতিবিধি লক্ষ্য করে। ঘটনার দিন সোর্স রুবেলের তথ্যের ভিত্তিতে হাসিবুলের মোটরসাইকেলের গতিরোধ করে তুলে নিয়ে গিয়ে হত্যা করে।
এসপি আরও জানান, হত্যায় ব্যবহৃত অস্ত্রগুলো ঘটনাস্থলের পাশ্ববর্তী গজারিয়া খালে ফেলে দেয় তারা। গ্রেপ্তারের পর তাঁদের দেওয়া এমন তথ্যের ভিত্তিতে সোমবার সকালে ওই খাল থেকে দুটি কিরিচ ও একটি লোহার রড উদ্ধার করা হয়। পরে হাসানের মালিকানাধিন একটি প্রজেক্ট থেকে একটি এলজি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের রিমান্ডের আবেদন করা হবে। এ নিয়ে এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।
প্রসঙ্গত, গত ৭ জুলাই বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গোপালপুর ১ নং ওয়ার্ড কোটরা মোহাব্বতপুর গ্রামের জোড়া পোল এলাকায় হাসানের নেতৃত্বে মাসুম, মিন্টু, জয়, জাহিদ’সহ কয়েকজন অস্ত্রধারী হাসিবুলের মোটরসাইকেল গতিরোধ করে তাঁকে তুলে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে জখম করে পালিয়ে যায়। পরে এলাকার লোকজনের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনায় নিহতের চাচা সিরাজ মিয়া বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে ছাত্রলীগ নেতা মো. হাসিবুল বাশার (২৫) হত্যাকাণ্ডের ঘটনার প্রধান আসামি মো. হাসানসহ আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি এলজি, দুটি কিরিচ ও একটি লোহার রড জব্দ করা হয়। এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাতে ফেনীর দাগনভূঞা উপজেলার বারাহি গোবিন্দ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, মহবুল্লাহপুর গ্রামের হাসান (৩১), হাসানের ভাতিজা জয় (২১) ও তিতাহাজেরা গ্রামের রুবেল (৩৪)।
পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত তিনজন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তারা বিভিন্ন সময় দলের নেতাদের নাম ভাঙিয়ে সন্ত্রাসী কার্যক্রম করে আসছিলো। নিজেদের মধ্যে দলীয় আধিপত্য ও কোন্দলের জেরে ছাত্রলীগ নেতা হাসিবুল বাশারকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী কুপিয়ে এবং জবাই করে হত্যা করে। গ্রেপ্তারকৃত তিন আসামি প্রাথমিকভাবে স্বীকার করেছে তারা কয়েকদিন ধরে হাসিবুল বাশারের গতিবিধি লক্ষ্য করে। ঘটনার দিন সোর্স রুবেলের তথ্যের ভিত্তিতে হাসিবুলের মোটরসাইকেলের গতিরোধ করে তুলে নিয়ে গিয়ে হত্যা করে।
এসপি আরও জানান, হত্যায় ব্যবহৃত অস্ত্রগুলো ঘটনাস্থলের পাশ্ববর্তী গজারিয়া খালে ফেলে দেয় তারা। গ্রেপ্তারের পর তাঁদের দেওয়া এমন তথ্যের ভিত্তিতে সোমবার সকালে ওই খাল থেকে দুটি কিরিচ ও একটি লোহার রড উদ্ধার করা হয়। পরে হাসানের মালিকানাধিন একটি প্রজেক্ট থেকে একটি এলজি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের রিমান্ডের আবেদন করা হবে। এ নিয়ে এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।
প্রসঙ্গত, গত ৭ জুলাই বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গোপালপুর ১ নং ওয়ার্ড কোটরা মোহাব্বতপুর গ্রামের জোড়া পোল এলাকায় হাসানের নেতৃত্বে মাসুম, মিন্টু, জয়, জাহিদ’সহ কয়েকজন অস্ত্রধারী হাসিবুলের মোটরসাইকেল গতিরোধ করে তাঁকে তুলে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে জখম করে পালিয়ে যায়। পরে এলাকার লোকজনের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনায় নিহতের চাচা সিরাজ মিয়া বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
২ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৩ ঘণ্টা আগে