নোয়াখালী প্রতিনিধি

সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও লিবিয়া হয়ে ইতালি যাওয়ার স্বপ্ন দেখেছিলেন নোয়াখালীর কবিরহাটের গোলাম আজিম রুবেল (২৪)। ওই দেশে যাওয়ার জন্য লিবিয়ার বেনগাজি শহরে সাতজন বাংলাদেশির সঙ্গে অবস্থান করছিলেন তিনি। কিন্তু তাঁর স্বপ্ন আর পূরণ হলো না। ইতালি যাওয়ার আগে লিবিয়া পুলিশের অভিযানের সময় পালাতে গিয়ে দোতলা ভবনের ছাদ থেকে পড়ে মারা গেছেন রুবেল।
আজ বৃহস্পতিবার সকালে রুবেলের সঙ্গে থাকা আত্মীয় পারভেজ ছাদ থেকে পড়ে রুবেলের মৃত্যুর খবর মোবাইল ফোনে পরিবারকে জানান। এর আগে বাংলাদেশ সময় গতকাল বুধবার গভীর রাতে বেনগাজি শহরের একটি বাসায় এ ঘটনা ঘটে। রুবেল কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের পূর্ব লামছি প্রসাদ গ্রামের মজিদের হাট এলাকার গোলাম কিবরিয়ার ছেলে। চার ভাই ও দুই বোনের মধ্যে রুবেল ছিলেন তৃতীয়।
নিহত রুবেলের বাবা গোলাম কিবরিয়া জানান, দেশে চাকরি না পাওয়ার কারণে বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করতে থাকেন রুবেল। পরিবারের ইচ্ছে না থাকলেও জীবন-জীবিকার কথা চিন্তা করে আট মাস আগে দুবাইয়ের উদ্দেশে বাড়ি থেকে বের হন রুবেল। দুবাই গিয়ে কয়েক দিন থাকার পর সেখান থেকে লিবিয়া যান তিনি। ইতালি যাওয়ার স্বপ্ন নিয়ে রুবেলের সঙ্গে নোয়াখালীর বেগমগঞ্জের কাদিরপুর ইউনিয়নের আরও তিন যুবক ছিলেন। তাঁরা মোট আটজন ইতালি যাওয়ার জন্য লিবিয়ার বেনগাজি শহরের একটি বাসায় অবস্থান করেন।
দেড় মাস আগে বেনগাজি শহরের একটি বাসায় লিবিয়া পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে রুবেলসহ কয়েকজনকে আটক করে। পরবর্তীকালে টাকা দিয়ে তাঁরা ছাড়া পান বলে জানান রুবেলের বাবা গোলাম কিবরিয়া। তিনি আরও জানান, গতকাল রাতে আবারও লিবিয়া পুলিশ ওই বাসায় তল্লাশি চালালে রুবেলসহ অন্যরা বিভিন্ন স্থানে পালানোর চেষ্টা করেন। রুবেল দোতলা ভবনের ছাদে গিয়ে পাশের সিলিং ধরে ঝুলে থেকে পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা করেন। কিছুক্ষণ ঝুলে থাকার পর নিচে পড়ে গিয়ে মারা যান তিনি।
রুবেলের ফুপাতো ভাই রবিন জানান, লিবিয়ায় থাকা রুবেলের চাচা ও চাচাতো ভাইদের সহযোগিতায় তাঁর মরদেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে রাখা হয়েছে। রুবেলের মরদেহ দেশে আনতে পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করা হয়েছে। এদিকে রুবেলকে হারিয়ে তাঁর গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে, কান্নায় মূর্ছা যাচ্ছেন রুবেলের মা সাদিয়া খাতুন, বাকরুদ্ধ হয়ে গেছেন তাঁর বাবা।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও লিবিয়া হয়ে ইতালি যাওয়ার স্বপ্ন দেখেছিলেন নোয়াখালীর কবিরহাটের গোলাম আজিম রুবেল (২৪)। ওই দেশে যাওয়ার জন্য লিবিয়ার বেনগাজি শহরে সাতজন বাংলাদেশির সঙ্গে অবস্থান করছিলেন তিনি। কিন্তু তাঁর স্বপ্ন আর পূরণ হলো না। ইতালি যাওয়ার আগে লিবিয়া পুলিশের অভিযানের সময় পালাতে গিয়ে দোতলা ভবনের ছাদ থেকে পড়ে মারা গেছেন রুবেল।
আজ বৃহস্পতিবার সকালে রুবেলের সঙ্গে থাকা আত্মীয় পারভেজ ছাদ থেকে পড়ে রুবেলের মৃত্যুর খবর মোবাইল ফোনে পরিবারকে জানান। এর আগে বাংলাদেশ সময় গতকাল বুধবার গভীর রাতে বেনগাজি শহরের একটি বাসায় এ ঘটনা ঘটে। রুবেল কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের পূর্ব লামছি প্রসাদ গ্রামের মজিদের হাট এলাকার গোলাম কিবরিয়ার ছেলে। চার ভাই ও দুই বোনের মধ্যে রুবেল ছিলেন তৃতীয়।
নিহত রুবেলের বাবা গোলাম কিবরিয়া জানান, দেশে চাকরি না পাওয়ার কারণে বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করতে থাকেন রুবেল। পরিবারের ইচ্ছে না থাকলেও জীবন-জীবিকার কথা চিন্তা করে আট মাস আগে দুবাইয়ের উদ্দেশে বাড়ি থেকে বের হন রুবেল। দুবাই গিয়ে কয়েক দিন থাকার পর সেখান থেকে লিবিয়া যান তিনি। ইতালি যাওয়ার স্বপ্ন নিয়ে রুবেলের সঙ্গে নোয়াখালীর বেগমগঞ্জের কাদিরপুর ইউনিয়নের আরও তিন যুবক ছিলেন। তাঁরা মোট আটজন ইতালি যাওয়ার জন্য লিবিয়ার বেনগাজি শহরের একটি বাসায় অবস্থান করেন।
দেড় মাস আগে বেনগাজি শহরের একটি বাসায় লিবিয়া পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে রুবেলসহ কয়েকজনকে আটক করে। পরবর্তীকালে টাকা দিয়ে তাঁরা ছাড়া পান বলে জানান রুবেলের বাবা গোলাম কিবরিয়া। তিনি আরও জানান, গতকাল রাতে আবারও লিবিয়া পুলিশ ওই বাসায় তল্লাশি চালালে রুবেলসহ অন্যরা বিভিন্ন স্থানে পালানোর চেষ্টা করেন। রুবেল দোতলা ভবনের ছাদে গিয়ে পাশের সিলিং ধরে ঝুলে থেকে পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা করেন। কিছুক্ষণ ঝুলে থাকার পর নিচে পড়ে গিয়ে মারা যান তিনি।
রুবেলের ফুপাতো ভাই রবিন জানান, লিবিয়ায় থাকা রুবেলের চাচা ও চাচাতো ভাইদের সহযোগিতায় তাঁর মরদেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে রাখা হয়েছে। রুবেলের মরদেহ দেশে আনতে পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করা হয়েছে। এদিকে রুবেলকে হারিয়ে তাঁর গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে, কান্নায় মূর্ছা যাচ্ছেন রুবেলের মা সাদিয়া খাতুন, বাকরুদ্ধ হয়ে গেছেন তাঁর বাবা।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে