নোয়াখালী প্রতিনিধি

বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে ‘রিমেম্বার দ্য হিরোস’ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
আজ বৃহস্পতিবার বেলা আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা শহর মাইজদীর সুপার মার্কেটসংলগ্ন প্রধান সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় সড়কের দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পুরো শহরে যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে তাদের দাবি-দাওয়া সংবলিত বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ সময় মুষলধারে বৃষ্টি এলেও শিক্ষার্থীরা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যায়। প্রায় দুই ঘণ্টার বেশি সময় ধরে তারা বৃষ্টি চলমান অবস্থায় কর্মসূচি চালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা আড়াইটার দিকে প্রধান সড়কে অবস্থান নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় তারা কোটা আন্দোলনকে কেন্দ্র করে নিহতদের স্মরণে বিভিন্ন স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীরা সড়কে বিকেল ৫টা পর্যন্ত অবস্থান নেয় এবং তাদের আজকের কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করে সবাই নিজ নিজ গন্তব্যে চলে যায়।
আন্দোলনের সমন্বয়কেরা জানান, পুলিশ এখনো বিভিন্নভাবে শিক্ষার্থীদের হয়রানি করছে। মোবাইল ফোন চেক করে ছাত্রদের আটক করছে। রাতের বেলা বিভিন্ন বাসায় অভিযান চালিয়ে শিক্ষার্থীদের আটক করছে। অবিলম্বে এসব বন্ধ করা না হলে তারা আরও কঠোর আন্দোলনের ডাক দেবে।
কর্মসূচিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী সরকারি কলেজ, মহিলা কলেজ, নোয়াখালী জিলা স্কুল, চৌমুহনী কলেজসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। সেখানে তারা দুই থেকে আড়াই ঘণ্টা অবস্থান নেয়। এ সময় বিকল্প পথে যানবাহন চলাচল করে। বিকেল ৫টায় তারা সড়ক থেকে সরে গেলে যানচলাচল স্বাভাবিক হয়।

বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে ‘রিমেম্বার দ্য হিরোস’ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
আজ বৃহস্পতিবার বেলা আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা শহর মাইজদীর সুপার মার্কেটসংলগ্ন প্রধান সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় সড়কের দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পুরো শহরে যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে তাদের দাবি-দাওয়া সংবলিত বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ সময় মুষলধারে বৃষ্টি এলেও শিক্ষার্থীরা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যায়। প্রায় দুই ঘণ্টার বেশি সময় ধরে তারা বৃষ্টি চলমান অবস্থায় কর্মসূচি চালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা আড়াইটার দিকে প্রধান সড়কে অবস্থান নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় তারা কোটা আন্দোলনকে কেন্দ্র করে নিহতদের স্মরণে বিভিন্ন স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীরা সড়কে বিকেল ৫টা পর্যন্ত অবস্থান নেয় এবং তাদের আজকের কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করে সবাই নিজ নিজ গন্তব্যে চলে যায়।
আন্দোলনের সমন্বয়কেরা জানান, পুলিশ এখনো বিভিন্নভাবে শিক্ষার্থীদের হয়রানি করছে। মোবাইল ফোন চেক করে ছাত্রদের আটক করছে। রাতের বেলা বিভিন্ন বাসায় অভিযান চালিয়ে শিক্ষার্থীদের আটক করছে। অবিলম্বে এসব বন্ধ করা না হলে তারা আরও কঠোর আন্দোলনের ডাক দেবে।
কর্মসূচিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী সরকারি কলেজ, মহিলা কলেজ, নোয়াখালী জিলা স্কুল, চৌমুহনী কলেজসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। সেখানে তারা দুই থেকে আড়াই ঘণ্টা অবস্থান নেয়। এ সময় বিকল্প পথে যানবাহন চলাচল করে। বিকেল ৫টায় তারা সড়ক থেকে সরে গেলে যানচলাচল স্বাভাবিক হয়।

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে তালুকদার ও খান পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়।
২ মিনিট আগে
গণ-অভ্যুত্থানের পরও এই গ্যাস সিন্ডিকেট ভাঙা সম্ভব হয়নি। বিভিন্ন অজুহাতে নতুন গ্যাস-সংযোগ বন্ধ থাকলেও তিতাস বিদ্যমান সংযোগগুলোতেও পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। এমনকি গ্যাস পর্যাপ্ত থাকা সত্ত্বেও সিন্ডিকেট ও রেস্তোরাঁ ব্যবসা দখল নিতে করপোরেট প্রতিষ্ঠান কৃত্রিমভাবে গ্যাস-সংকট তৈরি করেছে।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ট্রাকচাপায় তাজুল ইসলাম (৪৭) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার চান্দলা ইউনিয়নের সবুজপাড়া এলাকায় কুমিল্লা-মিরপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সোমবার রাতে নবাবপুর মার্কেট থেকে কাজ শেষে হেঁটে বাসায় ফিরছিলেন ইব্রাহিম। জুরাইন বালুর মাঠ এলাকায় আসার পর সড়ক দুর্ঘটনায় আহত হন। খবর পেয়ে রাস্তা থেকে ইব্রাহিমকে উদ্ধার করে প্রথমে আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
১ ঘণ্টা আগে