প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় তিন কিশোরী। তিন দিন পর তাদের উদ্ধার করেছে চৌদ্দগ্রাম থানা-পুলিশ।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এই সমবয়সী কিশোরীরা বাড়িতে কোনো কাজকর্ম করছিল না। মোবাইল নিয়ে ব্যস্ত থাকত। তাই বাবা–মায়ের বকাঝকা করেছে। এই কারণেই রাগ করে একসঙ্গে তিনজন বাড়ি থেকে বেরিয়ে যায়। পরিবারের পক্ষ থেকে জিডি করার তিন দিন পর তাদের উদ্ধার করা হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মধ্যম আশ্রাফপুর মদিনা মঞ্জিল থেকে তাদের উদ্ধার করা হয়। কিশোরীরা হলো–চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের কিং ছফুয়া গ্রামের লিমা আক্তার, মাহমুদা আক্তার ও শারমিন আক্তার।
কিশোরীদের স্বীকারোক্তির বরাত দিয়ে চৌদ্দগ্রাম থানা সূত্র জানায়, গত ১৭ আগস্ট স্থানীয় মাদ্রাসা ও স্কুলছাত্রী তিন কিশোরী প্রতিষ্ঠানের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। তিনজন একত্রিত হয়ে কুমিল্লা ইপিজেডের কোনো গার্মেন্টস কারখানায় চাকরি করবে বলে সিদ্ধান্ত নেয়। সে লক্ষ্যে তারা সদর দক্ষিণ উপজেলার মধ্যম আশ্রাফপুর মদিনা মঞ্জিলের দ্বিতীয় তলায় ব্যাচেলর ভাড়াটিয়া হিসেবে ওঠে। ওই দিন রাত পর্যন্ত বাড়িতে না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও সন্ধান না পেয়ে পরদিন অভিভাবকেরা ‘নিখোঁজ’ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার বিকেলে চৌদ্দগ্রাম থানার উপ–পরিদর্শক আবদুল কাদেরের নেতৃত্বে পুলিশের একটি দল সদর দক্ষিণ উপজেলার মধ্যম আশ্রাফপুর মদিনা মঞ্জিল থেকে নামে একটি ভবনের ফ্ল্যাট থেকে তিনজনকে উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার হওয়া তিন কিশোরীকে তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে লিমার বাবা বলেন, বাড়িতে বসে খালি মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। এ নিয়ে মায়ে বকাঝকা করছিল। এই কারণেই রাগ করে বের হয়ে যায়।

শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় তিন কিশোরী। তিন দিন পর তাদের উদ্ধার করেছে চৌদ্দগ্রাম থানা-পুলিশ।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এই সমবয়সী কিশোরীরা বাড়িতে কোনো কাজকর্ম করছিল না। মোবাইল নিয়ে ব্যস্ত থাকত। তাই বাবা–মায়ের বকাঝকা করেছে। এই কারণেই রাগ করে একসঙ্গে তিনজন বাড়ি থেকে বেরিয়ে যায়। পরিবারের পক্ষ থেকে জিডি করার তিন দিন পর তাদের উদ্ধার করা হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মধ্যম আশ্রাফপুর মদিনা মঞ্জিল থেকে তাদের উদ্ধার করা হয়। কিশোরীরা হলো–চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের কিং ছফুয়া গ্রামের লিমা আক্তার, মাহমুদা আক্তার ও শারমিন আক্তার।
কিশোরীদের স্বীকারোক্তির বরাত দিয়ে চৌদ্দগ্রাম থানা সূত্র জানায়, গত ১৭ আগস্ট স্থানীয় মাদ্রাসা ও স্কুলছাত্রী তিন কিশোরী প্রতিষ্ঠানের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। তিনজন একত্রিত হয়ে কুমিল্লা ইপিজেডের কোনো গার্মেন্টস কারখানায় চাকরি করবে বলে সিদ্ধান্ত নেয়। সে লক্ষ্যে তারা সদর দক্ষিণ উপজেলার মধ্যম আশ্রাফপুর মদিনা মঞ্জিলের দ্বিতীয় তলায় ব্যাচেলর ভাড়াটিয়া হিসেবে ওঠে। ওই দিন রাত পর্যন্ত বাড়িতে না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও সন্ধান না পেয়ে পরদিন অভিভাবকেরা ‘নিখোঁজ’ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার বিকেলে চৌদ্দগ্রাম থানার উপ–পরিদর্শক আবদুল কাদেরের নেতৃত্বে পুলিশের একটি দল সদর দক্ষিণ উপজেলার মধ্যম আশ্রাফপুর মদিনা মঞ্জিল থেকে নামে একটি ভবনের ফ্ল্যাট থেকে তিনজনকে উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার হওয়া তিন কিশোরীকে তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে লিমার বাবা বলেন, বাড়িতে বসে খালি মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। এ নিয়ে মায়ে বকাঝকা করছিল। এই কারণেই রাগ করে বের হয়ে যায়।

মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ মিনিট আগে
কুমিল্লায় নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় চিরশায়িত হলেন র্যাব কর্মকর্তা মোতালেব হোসেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সদর উপজেলার কালিবাজার ইউনিয়নের অলিপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
১ ঘণ্টা আগে
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, এত টাকা খরচ করে পদ্মা সেতু না বানিয়ে যদি ইরিগেশনে ব্যয় করা যেত, চালের দাম পাঁচ টাকা কমে যেত। আজ চালের দাম ২০ টাকা বেড়ে গেছে পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে। তিনি প্রশ্ন রেখে বলেন, এতে কী লাভ হলো অর্থনীতিতে?
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত মোতালেব হোসেন ভূঁইয়া মাত্র দেড় বছর আগে র্যাবে যোগদান করেছিলেন। এর আগে তিনি বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) টেকনাফ ব্যাটালিয়ন-২-এর নায়েব সুবেদার হিসেবে কর্মরত ছিলেন।
১ ঘণ্টা আগে