পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

কারচুপির অভিযোগ এনে পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের মোহাম্মদ শফিকুল ইসলাম ভোট বর্জন করেছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে তিনি ভোট বর্জন করেন।
শফিকুল ইসলামের অভিযোগ, ১ নম্বর আয়শা সিদ্দিকা মহিলা মাদ্রাসা কেন্দ্র থেকে তাঁর এজেন্টদের বের করে দেন নৌকার প্রার্থী ফৌজুল কবির কুমার। এ অভিযোগ এনে ভোট বর্জন করেন বলে জানান তিনি।
শফিকুল ইসলাম বলেন, ‘নৌকা মার্কার প্রার্থীর সমর্থকেরা জোরপূর্বক কেন্দ্র দখল করেছে। পুলিশ প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের অনেক সদস্য সরাসরি স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেছে। এই ইউনিয়নে কোনো সুষ্ঠু ভোট হতে না দেওয়া, নির্বাচনের পূর্বের দিন থেকে আমার ঘরে পুলিশের অভিযান, আমার কর্মী-সমর্থকদের গ্রেপ্তার ও এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। তাই আমি এই প্রহসনের ভোট বর্জন করলাম।’
ইউনিয়নের আয়শা সিদ্দিকা মহিলা মাদ্রাসার দায়িত্বে থাকা পুলিশের উপপরিদর্শক বেলাল হোসেন সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘পুলিশ সব সময় সজাগ থেকেছে। কেউ কোনো অপ্রীতিকর ঘটনার সুযোগ খুঁজলে আমরা শক্ত হাতে দমন করেছি।’
আয়শা সিদ্দিকা মহিলা মাদ্রাসার দায়িত্বরত প্রিসাইডিং অফিসার আবদুল হান্নান বলেন, ‘সম্পূর্ণ সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে। কেউ যদি অহেতুক অভিযোগ এনে ভোট বর্জন করে, তাহলে এর দায় নিজেকে নিতে হবে। তবে আমাদের লিখিতভাবে কিছু জানানো হয়নি।’

কারচুপির অভিযোগ এনে পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের মোহাম্মদ শফিকুল ইসলাম ভোট বর্জন করেছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে তিনি ভোট বর্জন করেন।
শফিকুল ইসলামের অভিযোগ, ১ নম্বর আয়শা সিদ্দিকা মহিলা মাদ্রাসা কেন্দ্র থেকে তাঁর এজেন্টদের বের করে দেন নৌকার প্রার্থী ফৌজুল কবির কুমার। এ অভিযোগ এনে ভোট বর্জন করেন বলে জানান তিনি।
শফিকুল ইসলাম বলেন, ‘নৌকা মার্কার প্রার্থীর সমর্থকেরা জোরপূর্বক কেন্দ্র দখল করেছে। পুলিশ প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের অনেক সদস্য সরাসরি স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেছে। এই ইউনিয়নে কোনো সুষ্ঠু ভোট হতে না দেওয়া, নির্বাচনের পূর্বের দিন থেকে আমার ঘরে পুলিশের অভিযান, আমার কর্মী-সমর্থকদের গ্রেপ্তার ও এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। তাই আমি এই প্রহসনের ভোট বর্জন করলাম।’
ইউনিয়নের আয়শা সিদ্দিকা মহিলা মাদ্রাসার দায়িত্বে থাকা পুলিশের উপপরিদর্শক বেলাল হোসেন সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘পুলিশ সব সময় সজাগ থেকেছে। কেউ কোনো অপ্রীতিকর ঘটনার সুযোগ খুঁজলে আমরা শক্ত হাতে দমন করেছি।’
আয়শা সিদ্দিকা মহিলা মাদ্রাসার দায়িত্বরত প্রিসাইডিং অফিসার আবদুল হান্নান বলেন, ‘সম্পূর্ণ সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে। কেউ যদি অহেতুক অভিযোগ এনে ভোট বর্জন করে, তাহলে এর দায় নিজেকে নিতে হবে। তবে আমাদের লিখিতভাবে কিছু জানানো হয়নি।’

চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
১ ঘণ্টা আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
২ ঘণ্টা আগে