নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

নাইক্ষ্যংছড়ির পাহাড়ে পাহাড়ে এখন সোনালি ধানের ঝিলিক। জুম খেতে ধান কাটছেন জুমিয়ারা। মৌসুমের শেষের দিকে চাষ হওয়া অনেক জুম খেতের ধান পাকেনি এখনো।
কিন্তু অধিকাংশ পাহাড়ের চূড়ায় চূড়ায় পাকা ধান শোভা পাচ্ছে। সুবাস ছড়াচ্ছে জুমের ফসল। জুমচাষিরা দল বেঁধে ধান কেটে জুমঘরে তুলছে জুমের ফসল। সেই সব ধান আবার জুমেই মাড়াই করা হচ্ছে । আবার মাড়াইকৃত ধান থুরংয়ে করে বাড়ি নিয়ে যাচ্ছে জুমচাষিরা।
চাষিরা জানান, গত কয়েক বছরের তুলনায় এবার পাহাড়ে জুমের ফলন ভালো হয়েছে। ধান ছাড়াও জুমে হলুদ, মারফা, আদা, মরিচ, কচু, মিষ্টি কুমড়ো, তিল, ভুট্টা, বরবটিসহ প্রায় ৪০ জাতের সবজির চাষাবাদ হয়েছে নাইক্ষ্যংছড়ির জুম খেতে।
জুমের উৎপাদিত খাদ্যশস্য দিয়ে পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি জুমে উৎপাদিত সবজি ও কৃষিপণ্য বিক্রি করে জুমিয়াদের সংসার চলে।
নাইক্ষ্যংছড়ি কৃষি অফিস সূত্রে জানা যায়, অনুকূল আবহাওয়া ও নিয়মিত পরিচর্যার কারণে এবার নাইক্ষ্যংছড়িতে জুমের ফলন ভালো হয়েছে। এখন চলছে ধান কাটার উৎসব।
নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জুমখোলার জুমচাষি আবদুল হাকিম জানান, এবার তাঁর জুমচাষ ভালো হয়েছে। এ ছাড়া জুম খেতে বিভিন্ন ধরনের সবজির চাষ করেছেন। তাতেও ফলন ভালো হয়েছে তাঁর। তাঁর ধারণা, গতবারের তুলনায় এবারও ভালো ফলন হয়েছে জুমে। তবে উন্নত বীজ পাননি। সার ও কীটনাশক প্রয়োগ করতে পারেননি সেই অর্থে। পারলে ফলন আরও বাড়ত।
বর্তমানে উপজেলার পাঁচ ইউনিয়ন নাইক্ষ্যংছড়ি সদর, সোনাইছড়ি, বাইশারী ও ঘুমধুমের পাহাড়ে পাহাড়ের জুমখেতের পাকা ধানে সোনালি রং ধারণ করেছে। একরপ্রতি ৫০–৭০ আরি ধান কম হচ্ছে বলে দাবি স্থানীয় অভিজ্ঞ মহলের।
নাইক্ষ্যংছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক জানান, এবারে নাইক্ষ্যংছড়িতে ৩০০ হেক্টর জুমচাষ করার কথা থাকলেও হয়েছে কম। লক্ষ্যমাত্রা পূরণ হয়নি।
উপজেলার পাঁচ ইউনিয়নের যেসব পাহাড়ে জুমচাষ হতো, সেখানে অন্য বাগান হচ্ছে। জুমিয়ারাও আগ্রহ হারাচ্ছেন এই চাষে।
তার মতে, জুমে বিভিন্ন আধুনিক জাতের ধান ও সবজির বীজ রোপণ করলে জুমচাষিরা লাভবান হবেন।
অনেক জুমচাষি আধুনিক জাতের বীজ ব্যবহারে লাভবান হচ্ছেন। জুমচাষিদের আধুনিক পদ্ধতিতে জুমচাষের জন্য উৎসাহিত করছে সরকার।

নাইক্ষ্যংছড়ির পাহাড়ে পাহাড়ে এখন সোনালি ধানের ঝিলিক। জুম খেতে ধান কাটছেন জুমিয়ারা। মৌসুমের শেষের দিকে চাষ হওয়া অনেক জুম খেতের ধান পাকেনি এখনো।
কিন্তু অধিকাংশ পাহাড়ের চূড়ায় চূড়ায় পাকা ধান শোভা পাচ্ছে। সুবাস ছড়াচ্ছে জুমের ফসল। জুমচাষিরা দল বেঁধে ধান কেটে জুমঘরে তুলছে জুমের ফসল। সেই সব ধান আবার জুমেই মাড়াই করা হচ্ছে । আবার মাড়াইকৃত ধান থুরংয়ে করে বাড়ি নিয়ে যাচ্ছে জুমচাষিরা।
চাষিরা জানান, গত কয়েক বছরের তুলনায় এবার পাহাড়ে জুমের ফলন ভালো হয়েছে। ধান ছাড়াও জুমে হলুদ, মারফা, আদা, মরিচ, কচু, মিষ্টি কুমড়ো, তিল, ভুট্টা, বরবটিসহ প্রায় ৪০ জাতের সবজির চাষাবাদ হয়েছে নাইক্ষ্যংছড়ির জুম খেতে।
জুমের উৎপাদিত খাদ্যশস্য দিয়ে পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি জুমে উৎপাদিত সবজি ও কৃষিপণ্য বিক্রি করে জুমিয়াদের সংসার চলে।
নাইক্ষ্যংছড়ি কৃষি অফিস সূত্রে জানা যায়, অনুকূল আবহাওয়া ও নিয়মিত পরিচর্যার কারণে এবার নাইক্ষ্যংছড়িতে জুমের ফলন ভালো হয়েছে। এখন চলছে ধান কাটার উৎসব।
নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জুমখোলার জুমচাষি আবদুল হাকিম জানান, এবার তাঁর জুমচাষ ভালো হয়েছে। এ ছাড়া জুম খেতে বিভিন্ন ধরনের সবজির চাষ করেছেন। তাতেও ফলন ভালো হয়েছে তাঁর। তাঁর ধারণা, গতবারের তুলনায় এবারও ভালো ফলন হয়েছে জুমে। তবে উন্নত বীজ পাননি। সার ও কীটনাশক প্রয়োগ করতে পারেননি সেই অর্থে। পারলে ফলন আরও বাড়ত।
বর্তমানে উপজেলার পাঁচ ইউনিয়ন নাইক্ষ্যংছড়ি সদর, সোনাইছড়ি, বাইশারী ও ঘুমধুমের পাহাড়ে পাহাড়ের জুমখেতের পাকা ধানে সোনালি রং ধারণ করেছে। একরপ্রতি ৫০–৭০ আরি ধান কম হচ্ছে বলে দাবি স্থানীয় অভিজ্ঞ মহলের।
নাইক্ষ্যংছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক জানান, এবারে নাইক্ষ্যংছড়িতে ৩০০ হেক্টর জুমচাষ করার কথা থাকলেও হয়েছে কম। লক্ষ্যমাত্রা পূরণ হয়নি।
উপজেলার পাঁচ ইউনিয়নের যেসব পাহাড়ে জুমচাষ হতো, সেখানে অন্য বাগান হচ্ছে। জুমিয়ারাও আগ্রহ হারাচ্ছেন এই চাষে।
তার মতে, জুমে বিভিন্ন আধুনিক জাতের ধান ও সবজির বীজ রোপণ করলে জুমচাষিরা লাভবান হবেন।
অনেক জুমচাষি আধুনিক জাতের বীজ ব্যবহারে লাভবান হচ্ছেন। জুমচাষিদের আধুনিক পদ্ধতিতে জুমচাষের জন্য উৎসাহিত করছে সরকার।

চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
৩ ঘণ্টা আগে