নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সোমালিয়ার উপকূলে ১৮ দিন ধরে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ও ২৩ নাবিককে ছাড়িয়ে আনার আলোচনা অনেক দূর এগিয়েছে। তবে ঈদের আগে নাবিকদের ফিরিয়ে আনতে পারার সম্ভাবনা কম বলে জানিয়েছে জাহাজের মালিক কর্তৃপক্ষ।
এদিকে জাহাজে ২৫ দিনের খাবার মজুত থাকলেও দস্যুরা সেখানে ভাগ বসানোর কারণে তা দ্রুত ফুরিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। যদিও খাবারের কোনো সংকট না থাকলেও সুপেয় পানির কিছুটা সংকট দেখা দিতে পারে বলে জানিয়েছেন জাহাজ মালিকপক্ষের মুখপাত্র মো. মিজানুল ইসলাম।
অন্যদিকে, জিম্মি জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকদের বরাত দিয়ে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, খাওয়ার জন্য তির থেকে দুম্বা ও ছাগল জাহাজে আনছে জলদস্যুরা। তবে এ দুম্বা ও ছাগলের মাংসের ভাগ নাবিকদেরও দেওয়া হচ্ছে কি না স্পষ্ট নয়।
জাহাজ মালিকপক্ষের তরফে জিম্মিদের উদ্ধারে জোরদার আলোচনার মধ্যে ২৩ জনের একটি নাবিক গ্রুপকে প্রস্তুত করা হচ্ছে। যাতে এমভি আবদুল্লাহ জিম্মি করা দস্যুদের সঙ্গে মুক্তিপণের বিষয়টি মীমাংসা হলে এই নাবিকেরা এমভি আবদুল্লাহ পরিচালনার দায়িত্ব নিতে পারেন। নতুন ২৩ নাবিককে এমভি আবদুল্লাহতে প্রতিস্থাপন করার পর জিম্মি ২৩ নাবিককে উড়োজাহাজ করে দেশে উড়িয়ে নিয়ে আসা হবে।
এ বিষয়ে মো. মিজানুল ইসলাম জানান, জিম্মি ২৩ নাবিককে উদ্ধারের পর নতুন ২৩ নাবিককে জাহাজ চালিয়ে আনার দায়িত্ব দেওয়া হবে। এ লক্ষ্যে আমরা সার্বিক প্রস্তুতি সেরে রেখেছি। ঈদের আগে জিম্মি মুক্তিতে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। তবে এটা সম্ভব কিনা তাও দেখতে হবে।
তিনি বলেন, সোমালিয়া থেকে জাহাজটি আরব আমিরাত যেতে লাগবে ১৩ দিন। নতুন নাবিকেরা জাহাজের দায়িত্ব নিতেও সময় লাগবে। সবকিছু মিলে ঈদের আগের জাহাজ ও জিম্মিদের উদ্ধারের বিষয়টি বাস্তবসম্মত কিনা সেটাও দেখতে হবে।
গত ১২ মার্চ ভারত মহাসাগরে ২৩ জন বাংলাদেশি নাবিকসহ কয়লাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ জিম্মি করে সোমালি দস্যুরা। পরে তারা জাহাজটিকে সোমালিয়ার উপকূলের কাছে নিয়ে যায়। চট্টগ্রামের কবির গ্রুপের মালিকানাধীন জাহাজটি বর্তমানে সোমালিয়ার গদভজিরান জেলার জিফল উপকূল থেকে দেড় নটিক্যাল মাইল দূরে নোঙর করা আছে।
২০১০ সালের ৫ ডিসেম্বর একই গ্রুপের মালিকানাধীন জাহাজ এমভি জাহান মণি জিম্মি করেছিল সোমালিয়ার জলদস্যুরা। মুক্তিপণ দিয়ে ১০০ দিনের জিম্মি দশা থেকে মুক্ত হন নাবিকেরা। জিম্মি অবস্থায় জাহাজটির খাবার ফুরিয়ে গেলে জলদস্যুরা সপ্তাহে দুটি করে দুম্বা নিয়ে আসত। একটি করে জিম্মি নাবিকদের দিত দস্যুরা। একই অভিজ্ঞতা এমভি আবদুল্লাহর বেলায়ও ঘটতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন জানান, কোনো জাহাজ ও নাবিক জিম্মি করলে জলদস্যুরা সাধারণত খাবার সরবরাহ করে থাকে। এ ক্ষেত্রে সুপেয় পানি নিয়ে সমস্যা হয়। রেশনিং করে এ পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে হয়।
নাবিকদের কাছ থেকে প্রাপ্ত তথ্যমতে, এমভি আবদুল্লাহকে জিম্মি করার সময় জাহাজটিতে ২০০ টন সুপেয় পানি ছিল। এই পানি দিয়ে এক মাস পর্যন্ত চালানো যাবে বলে তখন নাবিকেরা জানিয়েছিলেন। তাঁরা বলেছিলেন, তবে রেশনিং করলে অনেক দিন চালানো যাবে। পানি বাঁচাতে এখন শুধু রান্না ও খাবারের জন্য এই পানি ব্যবহার করছেন নাবিকেরা। সংকটের কারণে এখন সপ্তাহে দুই দিন এক ঘণ্টা করে জাহাজের সুপেয় পানি ব্যবহার করছেন নাবিকেরা।
এমভি আবদুল্লাহ জাহাজ ও ২৩ নাবিকের মুক্তির ব্যাপারে আলাপ আলোচনা অনেক দূর এগিয়েছে বলে গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমালিয়ার উপকূলে ১৮ দিন ধরে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ও ২৩ নাবিককে ছাড়িয়ে আনার আলোচনা অনেক দূর এগিয়েছে। তবে ঈদের আগে নাবিকদের ফিরিয়ে আনতে পারার সম্ভাবনা কম বলে জানিয়েছে জাহাজের মালিক কর্তৃপক্ষ।
এদিকে জাহাজে ২৫ দিনের খাবার মজুত থাকলেও দস্যুরা সেখানে ভাগ বসানোর কারণে তা দ্রুত ফুরিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। যদিও খাবারের কোনো সংকট না থাকলেও সুপেয় পানির কিছুটা সংকট দেখা দিতে পারে বলে জানিয়েছেন জাহাজ মালিকপক্ষের মুখপাত্র মো. মিজানুল ইসলাম।
অন্যদিকে, জিম্মি জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকদের বরাত দিয়ে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, খাওয়ার জন্য তির থেকে দুম্বা ও ছাগল জাহাজে আনছে জলদস্যুরা। তবে এ দুম্বা ও ছাগলের মাংসের ভাগ নাবিকদেরও দেওয়া হচ্ছে কি না স্পষ্ট নয়।
জাহাজ মালিকপক্ষের তরফে জিম্মিদের উদ্ধারে জোরদার আলোচনার মধ্যে ২৩ জনের একটি নাবিক গ্রুপকে প্রস্তুত করা হচ্ছে। যাতে এমভি আবদুল্লাহ জিম্মি করা দস্যুদের সঙ্গে মুক্তিপণের বিষয়টি মীমাংসা হলে এই নাবিকেরা এমভি আবদুল্লাহ পরিচালনার দায়িত্ব নিতে পারেন। নতুন ২৩ নাবিককে এমভি আবদুল্লাহতে প্রতিস্থাপন করার পর জিম্মি ২৩ নাবিককে উড়োজাহাজ করে দেশে উড়িয়ে নিয়ে আসা হবে।
এ বিষয়ে মো. মিজানুল ইসলাম জানান, জিম্মি ২৩ নাবিককে উদ্ধারের পর নতুন ২৩ নাবিককে জাহাজ চালিয়ে আনার দায়িত্ব দেওয়া হবে। এ লক্ষ্যে আমরা সার্বিক প্রস্তুতি সেরে রেখেছি। ঈদের আগে জিম্মি মুক্তিতে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। তবে এটা সম্ভব কিনা তাও দেখতে হবে।
তিনি বলেন, সোমালিয়া থেকে জাহাজটি আরব আমিরাত যেতে লাগবে ১৩ দিন। নতুন নাবিকেরা জাহাজের দায়িত্ব নিতেও সময় লাগবে। সবকিছু মিলে ঈদের আগের জাহাজ ও জিম্মিদের উদ্ধারের বিষয়টি বাস্তবসম্মত কিনা সেটাও দেখতে হবে।
গত ১২ মার্চ ভারত মহাসাগরে ২৩ জন বাংলাদেশি নাবিকসহ কয়লাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ জিম্মি করে সোমালি দস্যুরা। পরে তারা জাহাজটিকে সোমালিয়ার উপকূলের কাছে নিয়ে যায়। চট্টগ্রামের কবির গ্রুপের মালিকানাধীন জাহাজটি বর্তমানে সোমালিয়ার গদভজিরান জেলার জিফল উপকূল থেকে দেড় নটিক্যাল মাইল দূরে নোঙর করা আছে।
২০১০ সালের ৫ ডিসেম্বর একই গ্রুপের মালিকানাধীন জাহাজ এমভি জাহান মণি জিম্মি করেছিল সোমালিয়ার জলদস্যুরা। মুক্তিপণ দিয়ে ১০০ দিনের জিম্মি দশা থেকে মুক্ত হন নাবিকেরা। জিম্মি অবস্থায় জাহাজটির খাবার ফুরিয়ে গেলে জলদস্যুরা সপ্তাহে দুটি করে দুম্বা নিয়ে আসত। একটি করে জিম্মি নাবিকদের দিত দস্যুরা। একই অভিজ্ঞতা এমভি আবদুল্লাহর বেলায়ও ঘটতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন জানান, কোনো জাহাজ ও নাবিক জিম্মি করলে জলদস্যুরা সাধারণত খাবার সরবরাহ করে থাকে। এ ক্ষেত্রে সুপেয় পানি নিয়ে সমস্যা হয়। রেশনিং করে এ পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে হয়।
নাবিকদের কাছ থেকে প্রাপ্ত তথ্যমতে, এমভি আবদুল্লাহকে জিম্মি করার সময় জাহাজটিতে ২০০ টন সুপেয় পানি ছিল। এই পানি দিয়ে এক মাস পর্যন্ত চালানো যাবে বলে তখন নাবিকেরা জানিয়েছিলেন। তাঁরা বলেছিলেন, তবে রেশনিং করলে অনেক দিন চালানো যাবে। পানি বাঁচাতে এখন শুধু রান্না ও খাবারের জন্য এই পানি ব্যবহার করছেন নাবিকেরা। সংকটের কারণে এখন সপ্তাহে দুই দিন এক ঘণ্টা করে জাহাজের সুপেয় পানি ব্যবহার করছেন নাবিকেরা।
এমভি আবদুল্লাহ জাহাজ ও ২৩ নাবিকের মুক্তির ব্যাপারে আলাপ আলোচনা অনেক দূর এগিয়েছে বলে গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসন। এই আসনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে যাচাই-বাছাইকালে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আর প্রার্থীরা প্রবাসী স্ত্রী, ভাই, বোন ও ছেলের টাকায় নির্বাচনী ব্যয় মেটাবেন বলে
২ ঘণ্টা আগে
সদর, আমতলী ও তালতলী উপজেলা নিয়ে বরগুনা-১ আসন এবং বামনা, পাথরঘাটা ও বেতাগী নিয়ে গঠিত বরগুনা-২ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন দুটিতে মোট বৈধ প্রার্থী ১৮ জন। রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের দেওয়া হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, কোনো প্রার্থীরই বার্ষিক আয় ১ কোটি টাকা নেই।
৩ ঘণ্টা আগে
পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপির প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন। তিনি জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি। এবারই প্রথম তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্প্রতি তিনি আজকের পত্রিকার পাবনা প্রতিনিধি শাহীন রহমানের মুখোমুখি হয়েছিলেন।
৩ ঘণ্টা আগে
দেশে এলপি গ্যাসের তীব্র সংকট শিগগির অবসানের কোনো আভাস নেই। জ্বালানি মন্ত্রণালয় পর্যাপ্ত মজুতের কথা বললেও এলপি গ্যাস আমদানিকারকেরা বলছেন ভিন্ন কথা। তাঁরা বলছেন, সরবরাহ সংকটই এই অবস্থার কারণ।
৩ ঘণ্টা আগে