চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শহর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনের ছাদে হেলে পড়া গাছের সঙ্গে ধাক্কা লেগে অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ফটক আটকে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ট্রেন ক্যান্টেনমেন্ট স্টেশন অতিক্রম করার কিছু পর এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক শিক্ষার্থী রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘শাটল ট্রেন ক্যানটেনমেন্ট স্টেশন অতিক্রম করার পর হঠাৎ ছাদ থেকে বেশ জোরে শব্দ শুনতে পাই। পরে চৌধুরী হাট এলাকায় ট্রেন থামলে বেশ কয়েকজনকে আহত অবস্থায় শাটলের ছাদ থেকে নামাতে দেখি। আমরা তাদের স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।’
ঘটনার পর রাত সাড়ে ১০টার দিকে শাটল ট্রেন ক্যাম্পাসে পৌঁছালে শিক্ষার্থীরা এ ঘটনার প্রতিবাদে ফটক আটকে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন। এ সময় শিক্ষার্থীদের বেশ কিছু চেয়ার ও পুলিশ বক্সে ভাঙচুর চালাতে দেখা যায়। পরে শিক্ষার্থীরা উপাচার্যের বাংলোর সামনে আগুন জালিয়ে বিক্ষোভ করেন। এই প্রতিবেদন লেখার সময় শিক্ষার্থীরা উপাচার্যের বাংলোর সামনে বিক্ষোভ করছিলেন।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. মোরশেদুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘রাত সাড়ে ৮টার ট্রেনের ছাদে গাছের সঙ্গে ধাক্কা লেগে ১৫ জনের মতো আহত হয়েছে। এদের মধ্যে কয়েকজন গুরুতর আহত হয়েছে। আমরা আহতদের স্থানীয় ক্লিনিকগুলোয় প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছি।’
আন্দোলনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছি।’

শহর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনের ছাদে হেলে পড়া গাছের সঙ্গে ধাক্কা লেগে অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ফটক আটকে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ট্রেন ক্যান্টেনমেন্ট স্টেশন অতিক্রম করার কিছু পর এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক শিক্ষার্থী রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘শাটল ট্রেন ক্যানটেনমেন্ট স্টেশন অতিক্রম করার পর হঠাৎ ছাদ থেকে বেশ জোরে শব্দ শুনতে পাই। পরে চৌধুরী হাট এলাকায় ট্রেন থামলে বেশ কয়েকজনকে আহত অবস্থায় শাটলের ছাদ থেকে নামাতে দেখি। আমরা তাদের স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।’
ঘটনার পর রাত সাড়ে ১০টার দিকে শাটল ট্রেন ক্যাম্পাসে পৌঁছালে শিক্ষার্থীরা এ ঘটনার প্রতিবাদে ফটক আটকে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন। এ সময় শিক্ষার্থীদের বেশ কিছু চেয়ার ও পুলিশ বক্সে ভাঙচুর চালাতে দেখা যায়। পরে শিক্ষার্থীরা উপাচার্যের বাংলোর সামনে আগুন জালিয়ে বিক্ষোভ করেন। এই প্রতিবেদন লেখার সময় শিক্ষার্থীরা উপাচার্যের বাংলোর সামনে বিক্ষোভ করছিলেন।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. মোরশেদুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘রাত সাড়ে ৮টার ট্রেনের ছাদে গাছের সঙ্গে ধাক্কা লেগে ১৫ জনের মতো আহত হয়েছে। এদের মধ্যে কয়েকজন গুরুতর আহত হয়েছে। আমরা আহতদের স্থানীয় ক্লিনিকগুলোয় প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছি।’
আন্দোলনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছি।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
২ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৫ মিনিট আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
২৫ মিনিট আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৩১ মিনিট আগে