নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে পৌঁছেছে মডার্না ও সিনোফার্মের তৈরি ১ লাখ ৮৪ হাজার ডোজ করোনাভাইরাসের টিকা। এর মধ্যে আমেরিকার তৈরি মডার্নার ১ লাখ ৫ হাজার ৬০০ ও চীনের সিনোফার্মের ৭৮ হাজার ৪০০ টিকা রয়েছে।
ঢাকা থেকে এই টিকার চালানটি রোববার সকালে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই সেন্টারে পৌঁছেছে। সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী আনুষ্ঠানিকভাবে এসব টিকা গ্রহণ করেন।
মডার্নার টিকা নগরের ৯টি কেন্দ্রে ও সিনোফার্মের টিকা উপজেলা পর্যায়ে নিবন্ধনকারীদের মাঝে প্রয়োগ করা হবে। আগামী মঙ্গলবার থেকে মডার্নার ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছেন সিভিল সার্জন।
সেখ ফজলে রাব্বি জানান, প্রথম দফায় পাওয়া সিনোফার্মের ৯১ হাজার ২০০ ডোজ টিকার মধ্যে যাঁরা এখনো চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) কেন্দ্র থেকে প্রথম ডোজ গ্রহণ করতে পারেননি, তাঁদের ১২ জুলাইয়ের মধ্যে টিকা দেওয়ার মাধ্যমে প্রথম ডোজের কার্যক্রম বন্ধ করা হবে।
তবে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে সিনোফার্মের ভ্যাকসিন প্রদান কার্যক্রম চলমান থাকবে এবং নতুন করে পাওয়া সিনোফার্মের ৭৮ হাজার ৪০০ ডোজ ভ্যাকসিন কমিটির মাধ্যমে উপজেলা পর্যায়ে বণ্টন করা হবে। যাঁদের বয়স ৩৫ বছর থেকে অধিক, তাঁরা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে রেজিস্ট্রেশন করে ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন।
সিটি করপোরেশন এলাকায় মডার্নার টিকা ৯টি কেন্দ্রে রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান রয়েছে। কেন্দ্রগুলো হলো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, সিটি করপোরেশন জেনারেল হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), মোস্তফা হাকিম ম্যাটারনিটি হাসপাতাল, চট্টগ্রাম বন্দর হাসপাতাল, সাফা-মোতালেব ম্যাটারনিটি হাসপাতাল।
এ ছাড়া বন্দরটিলা ম্যাটারনিটি হাসপাতাল, বিএনএস পতেঙ্গা ও চট্টগ্রাম বিএএফ জহুর মেডিকেল স্কোয়াড্রনে রেজিস্ট্রেশন করা যাবে।
এর আগে ৩১ জানুয়ারি প্রথম দফায় অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার তৈরি ৪ লাখ ৫৬ হাজার ডোজ, ৯ এপ্রিল দ্বিতীয় দফায় আরও ৩ লাখ ৬ হাজার ডোজ এবং ১৮ জুন সিনোফার্মের তৈরি ৯১ হাজার ২০০ ডোজ করোনার ভ্যাকসিন চট্টগ্রামে আসে। ৭ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে টিকাদান কার্যক্রম শুরু হয়।

চট্টগ্রামে পৌঁছেছে মডার্না ও সিনোফার্মের তৈরি ১ লাখ ৮৪ হাজার ডোজ করোনাভাইরাসের টিকা। এর মধ্যে আমেরিকার তৈরি মডার্নার ১ লাখ ৫ হাজার ৬০০ ও চীনের সিনোফার্মের ৭৮ হাজার ৪০০ টিকা রয়েছে।
ঢাকা থেকে এই টিকার চালানটি রোববার সকালে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই সেন্টারে পৌঁছেছে। সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী আনুষ্ঠানিকভাবে এসব টিকা গ্রহণ করেন।
মডার্নার টিকা নগরের ৯টি কেন্দ্রে ও সিনোফার্মের টিকা উপজেলা পর্যায়ে নিবন্ধনকারীদের মাঝে প্রয়োগ করা হবে। আগামী মঙ্গলবার থেকে মডার্নার ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছেন সিভিল সার্জন।
সেখ ফজলে রাব্বি জানান, প্রথম দফায় পাওয়া সিনোফার্মের ৯১ হাজার ২০০ ডোজ টিকার মধ্যে যাঁরা এখনো চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) কেন্দ্র থেকে প্রথম ডোজ গ্রহণ করতে পারেননি, তাঁদের ১২ জুলাইয়ের মধ্যে টিকা দেওয়ার মাধ্যমে প্রথম ডোজের কার্যক্রম বন্ধ করা হবে।
তবে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে সিনোফার্মের ভ্যাকসিন প্রদান কার্যক্রম চলমান থাকবে এবং নতুন করে পাওয়া সিনোফার্মের ৭৮ হাজার ৪০০ ডোজ ভ্যাকসিন কমিটির মাধ্যমে উপজেলা পর্যায়ে বণ্টন করা হবে। যাঁদের বয়স ৩৫ বছর থেকে অধিক, তাঁরা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে রেজিস্ট্রেশন করে ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন।
সিটি করপোরেশন এলাকায় মডার্নার টিকা ৯টি কেন্দ্রে রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান রয়েছে। কেন্দ্রগুলো হলো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, সিটি করপোরেশন জেনারেল হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), মোস্তফা হাকিম ম্যাটারনিটি হাসপাতাল, চট্টগ্রাম বন্দর হাসপাতাল, সাফা-মোতালেব ম্যাটারনিটি হাসপাতাল।
এ ছাড়া বন্দরটিলা ম্যাটারনিটি হাসপাতাল, বিএনএস পতেঙ্গা ও চট্টগ্রাম বিএএফ জহুর মেডিকেল স্কোয়াড্রনে রেজিস্ট্রেশন করা যাবে।
এর আগে ৩১ জানুয়ারি প্রথম দফায় অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার তৈরি ৪ লাখ ৫৬ হাজার ডোজ, ৯ এপ্রিল দ্বিতীয় দফায় আরও ৩ লাখ ৬ হাজার ডোজ এবং ১৮ জুন সিনোফার্মের তৈরি ৯১ হাজার ২০০ ডোজ করোনার ভ্যাকসিন চট্টগ্রামে আসে। ৭ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে টিকাদান কার্যক্রম শুরু হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
১ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
১ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
১ ঘণ্টা আগে