Ajker Patrika

চট্টগ্রামে মাদক মামলায় দম্পতির ৫ বছরের দণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে মাদক মামলায় দম্পতির ৫ বছরের দণ্ড

চট্টগ্রামের কোতোয়ালিতে ইয়াবা ট্যাবলেট উদ্ধারের মামলায় এক দম্পতিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন। 

দণ্ডিতরা হলেন–কক্সবাজার জেলার টেকনাফ থানার হোয়াইক্যাং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লম্বাবিল এলাকার বাসিন্দা আবুল মঞ্জুর (৪০) ও তাঁর স্ত্রী নুর জাহান বেগম (৩৭)। 

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আদালত এই দম্পতিকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন। এই জরিমানা অনাদায়ে আসামিদের আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। আসামিদের অনুপস্থিতিতে রায় দেওয়া হয়েছে।’ ঘটনার সময় আসামিরা গ্রেপ্তারের পর জামিনে গিয়ে পলাতক থাকেন বলে জানান তিনি। 

মামলার নথি থেকে জানা যায়, ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর নগরীর কোতোয়ালি থানার মেরিনার্স রোড ওমর আলী মার্কেট মদিনা এজেন্সি দোকানের সামনে থেকে আবুল মঞ্জুর ও তার স্ত্রী নুর জাহান বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় আবুল মঞ্জুরের কাছ থেকে ৯ শ ও নুর জাহান বেগমের কাছ থেকে ১ শ ইয়াবা উদ্ধার করা হয়। 

পরে এ ঘটনায় কোতোয়ালি থানায় মাদক আইনে একটি মামলা করা হয়। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিলের পর ২০২২ সালের ১ মার্চ আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মার্কিন যুদ্ধজাহাজে বন্দী মাদুরোর প্রথম ছবি প্রকাশ করলেন ট্রাম্প

ভারত থেকে ম্যাচ সরানো ও আইপিএল সম্প্রচার বন্ধের অনুরোধ আসিফ নজরুলের

ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ, থানায় লাশ রেখে ৪ লাখে রফাদফা

ভেনেজুয়েলায় আগ্রাসনে ১৫০টির বেশি মার্কিন যুদ্ধবিমান অংশ নেয়

অস্বাভাবিক দাম বৃদ্ধি: এলপিজির দামে নৈরাজ্য, অজুহাত আমদানি সংকট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত