নোয়াখালী প্রতিনিধি

উত্তরাধিকার সূত্রে বাবার সম্পত্তি বুঝে পাওয়া ও আত্মসাৎকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের প্রয়াত কোষাধ্যক্ষ ইউসুফ আলী সেলিমের (নিশাত সেলিম) পাঁচ মেয়ে এবং স্ত্রী।
নিশাত সেলিমের মৃত্যুর ১০ বছর পার হলেও এখনো তাঁর মেয়েরা ন্যায্যপাওনা বুঝে পাননি দাবি করে এ বিষয়ে প্রধানমন্ত্রী, স্থানীয় সাংসদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
আজ বুধবার সকালে জেলা শহর মাইজদীর একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিশাত সেলিমের তৃতীয় মেয়ে নাহিদ সাহেলা আলী।
লিখিত বক্তব্যে নাহিদ সাহেলা আলী বলেন, ২০১৪ সালের ২৭ জুলাই সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হন তাঁর বাবা নিশাত সেলিম। তাঁর মৃত্যুর পর থেকে মাইজদী, লক্ষ্মীপুর ও ঢাকাসহ বিভিন্ন স্থানে তাঁর (নিশাত সেলিম) রেখে যাওয়া একক এবং যৌথ মালিকানার কোটি কোটি টাকার সম্পত্তি নিজেদের নিয়ন্ত্রণে নেন তাঁর চাচা ইউনুস আলী মিলন, ইয়াকুব আলী লিটন, ইকবাল হোসেন স্বপন ও ফুফু হাসিনা আক্তার সুমি।
এ ছাড়া ঢাকার হাজারীবাগে কে টি লেদার ও নিশাত ট্যানারি নামের দুটি প্রতিষ্ঠান অবৈধভাবে বায়না করে পরবর্তীতে কোটি কোটি টাকার বিনিময়ে রেজিস্ট্রি ছাড়াই দখল হস্তান্তর করে আত্মসাৎ করেছেন অভিযুক্তরা।
নাহিদ বলেন, ঢাকার হেমায়েতপুরে আমার বাবার একটি ট্যানারি আছে, যা আমার ছোট চাচা ইকবাল হোসেন স্বপন ও তাঁর শ্যালক টিটুসহ একটি সংঘবদ্ধ চক্র ব্যবসা ও ভাড়া দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন।
সংবাদ সম্মেলনে নিশাত সেলিমের সন্তানেরা আরও অভিযোগ করেন, বাবার মৃত্যুর পর চাচা ইউনুস আলী মিলন ও ইয়াকুব আলী লিটন মাইজদীর পুরাতন বাসস্ট্যান্ডের নিশাত প্লাজা মার্কেটের নিচ তলা দখল করে রেখেছেন। তিনি দীর্ঘদিন থেকে তাঁদের অধিকার বঞ্চিত করে মার্কেটের ভাড়া দিয়ে টাকা আত্মসাৎ করছেন।
এর বাইরে লক্ষ্মীপুরের তিতিরকান্দি, ফাজিলপুর ও কল্যাণপুরসহ বিভিন্ন স্থানে নিশাত সেলিমের সম্পত্তি গত ১০ বছর ধরে দখলে রেখেছেন অভিযুক্তরা। তাঁর মেয়েরা বলেন, বর্তমানে মা এবং তাঁদের পাঁচ বোনকে অভিযুক্তরা বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। বাবার রেখে যাওয়া কোটি কোটি টাকার সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে গত ১০ বছর ধরে মানবেতর জীবনযাপন করছেন তাঁরা। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—মৃত নিশাত সেলিমের স্ত্রী কোহিনুর আক্তার, মেয়ে নাহিদ সালমা আলী, নাহিদ সায়মা আলী, নাহিদ সাহেলা আলী, নাহিদ সুমাইয়া আলী ও নাহিদ সাহেবা আলী।

উত্তরাধিকার সূত্রে বাবার সম্পত্তি বুঝে পাওয়া ও আত্মসাৎকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের প্রয়াত কোষাধ্যক্ষ ইউসুফ আলী সেলিমের (নিশাত সেলিম) পাঁচ মেয়ে এবং স্ত্রী।
নিশাত সেলিমের মৃত্যুর ১০ বছর পার হলেও এখনো তাঁর মেয়েরা ন্যায্যপাওনা বুঝে পাননি দাবি করে এ বিষয়ে প্রধানমন্ত্রী, স্থানীয় সাংসদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
আজ বুধবার সকালে জেলা শহর মাইজদীর একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিশাত সেলিমের তৃতীয় মেয়ে নাহিদ সাহেলা আলী।
লিখিত বক্তব্যে নাহিদ সাহেলা আলী বলেন, ২০১৪ সালের ২৭ জুলাই সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হন তাঁর বাবা নিশাত সেলিম। তাঁর মৃত্যুর পর থেকে মাইজদী, লক্ষ্মীপুর ও ঢাকাসহ বিভিন্ন স্থানে তাঁর (নিশাত সেলিম) রেখে যাওয়া একক এবং যৌথ মালিকানার কোটি কোটি টাকার সম্পত্তি নিজেদের নিয়ন্ত্রণে নেন তাঁর চাচা ইউনুস আলী মিলন, ইয়াকুব আলী লিটন, ইকবাল হোসেন স্বপন ও ফুফু হাসিনা আক্তার সুমি।
এ ছাড়া ঢাকার হাজারীবাগে কে টি লেদার ও নিশাত ট্যানারি নামের দুটি প্রতিষ্ঠান অবৈধভাবে বায়না করে পরবর্তীতে কোটি কোটি টাকার বিনিময়ে রেজিস্ট্রি ছাড়াই দখল হস্তান্তর করে আত্মসাৎ করেছেন অভিযুক্তরা।
নাহিদ বলেন, ঢাকার হেমায়েতপুরে আমার বাবার একটি ট্যানারি আছে, যা আমার ছোট চাচা ইকবাল হোসেন স্বপন ও তাঁর শ্যালক টিটুসহ একটি সংঘবদ্ধ চক্র ব্যবসা ও ভাড়া দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন।
সংবাদ সম্মেলনে নিশাত সেলিমের সন্তানেরা আরও অভিযোগ করেন, বাবার মৃত্যুর পর চাচা ইউনুস আলী মিলন ও ইয়াকুব আলী লিটন মাইজদীর পুরাতন বাসস্ট্যান্ডের নিশাত প্লাজা মার্কেটের নিচ তলা দখল করে রেখেছেন। তিনি দীর্ঘদিন থেকে তাঁদের অধিকার বঞ্চিত করে মার্কেটের ভাড়া দিয়ে টাকা আত্মসাৎ করছেন।
এর বাইরে লক্ষ্মীপুরের তিতিরকান্দি, ফাজিলপুর ও কল্যাণপুরসহ বিভিন্ন স্থানে নিশাত সেলিমের সম্পত্তি গত ১০ বছর ধরে দখলে রেখেছেন অভিযুক্তরা। তাঁর মেয়েরা বলেন, বর্তমানে মা এবং তাঁদের পাঁচ বোনকে অভিযুক্তরা বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। বাবার রেখে যাওয়া কোটি কোটি টাকার সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে গত ১০ বছর ধরে মানবেতর জীবনযাপন করছেন তাঁরা। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—মৃত নিশাত সেলিমের স্ত্রী কোহিনুর আক্তার, মেয়ে নাহিদ সালমা আলী, নাহিদ সায়মা আলী, নাহিদ সাহেলা আলী, নাহিদ সুমাইয়া আলী ও নাহিদ সাহেবা আলী।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৮ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৮ ঘণ্টা আগে