হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

এমবিবিএস ডিগ্রি নেই। পাস করেছেন এসএসসি। তবু ডাক্তার ও সার্জন পদবি ব্যবহার করে দীর্ঘ ১৬ বছর দিচ্ছেন চক্ষু চিকিৎসা। আজ শনিবার সকালে চিকিৎসার নামে নিরীহ রোগীদের সঙ্গে এমন প্রতারণা করায় ভুয়া চক্ষু বিশেষজ্ঞ সঞ্জয় কুমার নাথকে (৪৮) গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব-৭ সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার মেজর মেহেদী।
গ্রেপ্তার ভুয়া চক্ষু চিকিৎসক সঞ্জয় কুমার নাথ হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের জহরলাল নাথের ছেলে। তিনি নগরীর চান্দগাঁও বহদ্দারহাট হামজু মিয়া ম্যানসনে পরিবার-পরিজন নিয়ে বসবাস করতেন।
এ বিষয়ে কোম্পানি কমান্ডার মেজর মেহেদী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এক ব্যক্তি ১৬ বছর ধরে চিকিৎসার নামে নিরীহ রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছেন। ওই ব্যক্তি চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন বদ্দারহাট মোড়ের পুলিশ বক্সের পেছনে হক ম্যানসনের নিচতলায় মডার্ন ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রতিষ্ঠান খুলেছেন। সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে র্যাবের একটি দল তাঁকে উক্ত চেম্বার থেকে গ্রেপ্তার করে। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি নিজেকে ভুয়া ডাক্তার বলে স্বীকার করেছেন। পরে গ্রেপ্তার ওই চিকিৎসকের চেম্বারে তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরনের ডাক্তারি সরঞ্জামাদি জব্দ করা হয়।’
কোম্পানি কমান্ডার আরও বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ওই ভুয়া চিকিৎসককে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এমবিবিএস ডিগ্রি নেই। পাস করেছেন এসএসসি। তবু ডাক্তার ও সার্জন পদবি ব্যবহার করে দীর্ঘ ১৬ বছর দিচ্ছেন চক্ষু চিকিৎসা। আজ শনিবার সকালে চিকিৎসার নামে নিরীহ রোগীদের সঙ্গে এমন প্রতারণা করায় ভুয়া চক্ষু বিশেষজ্ঞ সঞ্জয় কুমার নাথকে (৪৮) গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব-৭ সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার মেজর মেহেদী।
গ্রেপ্তার ভুয়া চক্ষু চিকিৎসক সঞ্জয় কুমার নাথ হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের জহরলাল নাথের ছেলে। তিনি নগরীর চান্দগাঁও বহদ্দারহাট হামজু মিয়া ম্যানসনে পরিবার-পরিজন নিয়ে বসবাস করতেন।
এ বিষয়ে কোম্পানি কমান্ডার মেজর মেহেদী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এক ব্যক্তি ১৬ বছর ধরে চিকিৎসার নামে নিরীহ রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছেন। ওই ব্যক্তি চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন বদ্দারহাট মোড়ের পুলিশ বক্সের পেছনে হক ম্যানসনের নিচতলায় মডার্ন ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রতিষ্ঠান খুলেছেন। সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে র্যাবের একটি দল তাঁকে উক্ত চেম্বার থেকে গ্রেপ্তার করে। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি নিজেকে ভুয়া ডাক্তার বলে স্বীকার করেছেন। পরে গ্রেপ্তার ওই চিকিৎসকের চেম্বারে তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরনের ডাক্তারি সরঞ্জামাদি জব্দ করা হয়।’
কোম্পানি কমান্ডার আরও বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ওই ভুয়া চিকিৎসককে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
২ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
২ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৪ ঘণ্টা আগে