Ajker Patrika

কক্সবাজারে সংঘর্ষ: দুই অস্ত্রধারীকে নিয়ে মিছিলে ছিলেন চকরিয়ার এমপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ২০ আগস্ট ২০২৩, ০০: ৫৯
কক্সবাজারে সংঘর্ষ: দুই অস্ত্রধারীকে নিয়ে মিছিলে ছিলেন চকরিয়ার এমপি

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে কক্সবাজারের চকরিয়ায় মিছিলে সংঘর্ষে গুলিতে নিহত হয়েছিলেন জামায়াতের এক কর্মী। সেই দিন মিছিলে অংশ নেন কক্সবাজার–১ (চকরিয়া–পেকুয়া) আসনের আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য জাফর আলমও।

সাদা পাঞ্জাবি-পায়জামা আর মাথায় হেলমেট পরা এমপি জাফর আলমের সামনে–পেছনে ছিলেন দুজন অস্ত্রধারী। তাঁর পাশে থেকেই অস্ত্র উঁচিয়ে ফাঁকা গুলি করতে দেখা যায় দুজনের একজনকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিও ও ছবিতে মিছিলে এমপিকে দেখা গেছে।

অস্ত্রধারীদের মিছিলে অংশ নেওয়ার বিষয়ে জানতে চাইলে আজ শনিবার সন্ধ্যায় সংসদ সদস্য জাফর আলম আজকের পত্রিকাকে বলেন, ওই সময় তিনি বড়ইতলী ইউনিয়নে ত্রাণ দিতে গিয়েছিলেন। ঘটনাস্থলে ছিলেন না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ত্র হাতে ছবি ও ভিডিও ভাইরাল হয়গত মঙ্গলবার কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষের কোনো একসময় অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে নিহত হন জামায়াতের কর্মী ফোরকানুর রহমান। আহত হন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) কয়েকজন পুলিশ সদস্যও।

ঘটনার পরপরই চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ দাবি করেন, পুলিশের পক্ষ থেকে কোনো গুলি করা হয়নি। তাহলে কাদের গুলিতে ফোরকান নিহত হলেন, আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। এমনকি মিছিলে কাদের হাতে অস্ত্র ছিল, এখনো সেটাও জানে না পুলিশ।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বেশ কয়েকজনের নাম পেয়েছি। তাঁদের তথ্যগুলো যাচাই-বাছাই করছি। তবে এখন পর্যন্ত কাউকে আটক বা মিছিলে থাকা অস্ত্র জব্দ করা যায়নি।’

কক্সবাজার-১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য জাফর আলম। ছবি: সংগৃহীতআজকের পত্রিকার অনুসন্ধানে জানা যায়, চকরিয়া সিটি সেন্টারের সামনে মিছিলে এমপি জাফরের তিন গজের মধ্যে থেকে অস্ত্র উঁচিয়ে যিনি গুলি করছিলেন, তাঁর নাম আব্দুল জলিল। তিনি চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের পশ্চিম সওদাগরঘোনা বাটামনিপাড়ার বাসিন্দা। তিনি পুরোনো একজন অস্ত্রের কারিগর। দেহরক্ষীর মতো করে তিনি সার্বক্ষণিক এমপির সঙ্গেই থাকেন।

এ ছাড়া সাদা গেঞ্জি পরা আরেক অস্ত্রধারীর যে ছবি ছড়িয়ে পড়েছে, তাঁর নাম মোহাম্মদ ইউসুফ। তিনি উপজেলার চিরিংগা ইউনিয়নের সওদাগরঘোনা এলাকায় থাকেন। তিনি এমপির ক্যাডার হিসেবে পরিচিত।

ঘটনার কয়েকটি ভিডিও ও ছবি বিশ্লেষণ ও জানাজায় আসা লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৫ আগস্ট বিকেল ৪টার দিকে দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে পৌরসভার মামা-ভাগিনা মাজার এলাকায় জামায়াতের কর্মী-সমর্থকেরা পুলিশ ও স্বাস্থ্য কর্মকর্তার দুটি গাড়িতে ভাঙচুর করে। এর ১৫-২০ মিনিটের মধ্যে ক্ষমতাসীন দলের ১২০ থেকে ১৩০ জন পৌরশহরের থানার রাস্তার মাথা থেকে মিছিল বের করেন। মিছিলে কালো পাঞ্জাবি পরা এক অস্ত্রধারীকে গুলি করতে দেখা যায়। এ সময় লোকজন দোকানপাট বন্ধ করে ছুটতে থাকে। এমপি জাফর আলমকে মাঝখানে রেখে মিছিলটি মহাসড়কের চিরিংগা পুরোনো বাসস্টেশনের দিকে যাচ্ছিল। পরে মিছিলটি মহাসড়কের বাইতুশ শরফ রোডে গেলে অস্ত্রধারীরা দুই ভাগে ভাগ হয়ে যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ত্র হাতে ছবি ও ভিডিও ভাইরাল হয়। ছবি: সংগৃহীত আরেকটি ভিডিওতে দেখা যায়, ৩০-৩৫ জনের নেতৃত্বে ৫-৬ জন অস্ত্রধারী বাইতুশ শরফ রোডের মসজিদের অদূরে গিয়ে জানাজায় আসা লোকজনের ওপর কয়েকটি গুলি করে। এ সময় জামায়াতের কর্মী ফোরকানুল ইসলাম সেখানেই মারা যান।

ফোরকানের পরিবারকে এমপির লাখ টাকার অনুদান
নিহত জামায়াতের কর্মী ফোরকানুর রহমানের (৫৫) জানাজা গত বুধবার উপজেলার আব্দুলবারীপাড়ার একটি জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন এমপি জাফর আলম। জানাজার সময় এমপি ফোরকানের পরিবারকে নগদ এক লাখ টাকা ও পাকা বাড়ি করে দেওয়ার ঘোষণা দেন। ফোরকানের পরিবারের ভরণপোষণের জন্য মাসিক পাঁচ হাজার করে টাকা দেওয়ার আশ্বাসও দেন এমপি। এই নিয়ে স্থানীয় লোকজন, প্রশাসন ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাঝে নানা কানাঘুষা চলছে।

ফোরকান নিহত হওয়ার পর এমপি জাফর তাঁর পরিবারকে নানাভাবে চাপ দেন, তাঁরা যেন ফোরকানের রাজনৈতিক পরিচয় গোপন রাখেন—এ অভিযোগ তুলে স্থানীয় লোকজনের সন্দেহ, আওয়ামী লীগের গুলিতে ফোরকান মারা গেছেন বলেই এমপি এক লাখ টাকার অনুদান দিয়েছেন। এমনকি তাঁর পরিবারের ভরণপোষণের দায়িত্ব নিয়েছেন।

এ বিষয়ে এমপি জাফর আলম আজকের পত্রিকাকে বলেন, তিনি টাকা দিয়েছেন বিষয়টি সত্য। তবে গুলির ঘটনার জন্য নয়, নিহত ফোরকান তাঁর আত্মীয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

বাসার বাথরুমে পড়ে ছিল নারী প্রভাষকের লাশ, মাথায় আঘাতের চিহ্ন

বগুড়া প্রতিনিধি
ফাবিয়া তাসনিম সিধি। ছবি: সংগৃহীত
ফাবিয়া তাসনিম সিধি। ছবি: সংগৃহীত

বগুড়ার এক বাসা থেকে ফাবিয়া তাসনিম সিধি (২৯) নামের এক প্রভাষকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে বগুড়া শহরের চক ফরিদ এলাকায় ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

মৃত ফাবিয়া বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক। বছর দেড়েক আগে তিনি কলেজটিতে যোগদান করেন।

এই তথ্য নিশ্চিত করে বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজার রহমান জানান, ফাবিয়া অবিবাহিত। তিনি বগুড়া শহরের চক ফরিদ এলাকায় ডা. রাশেদুল হাসানের বাড়ির তিনতলায় ভাড়া বাসায় তাঁর মায়ের সঙ্গে থাকতেন। কয়েক দিন আগে তাঁর মা গ্রামের বাড়ি ময়মনসিংহে যান। গতকাল দুপুরের পর থেকে মেয়েকে ফোনে না পাওয়ায় তাঁর মা রাত ১০টার দিকে বগুড়া আসেন। অনেক ডাকাডাকি করে দরজা না খোলায় পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ সেখানে গিয়ে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে দরজা ভেঙে ঘরে ঢুকে বাসার বাথরুমে ফাবিয়ার লাশ দেখতে পায়।

পুলিশ জানায়, মৃত ব্যক্তির নাক দিয়ে রক্ত ঝরছিল এবং মাথার পেছনে আঘাতের চিহ্ন ছাড়াও জিবে দাঁত দিয়ে কামড় দেওয়া ছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজার রহমান বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

অটোরিকশাকে চাপা দিল বাস, প্রাণ গেল তিনজনের

ফরিদপুর প্রতিনিধি
বাসচাপায় অটোরিকশাটি ভেঙেচুরে গেছে। ছবি: আজকের পত্রিকা
বাসচাপায় অটোরিকশাটি ভেঙেচুরে গেছে। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় একটি ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় শিশুসহ আরও চারজন আহত হয়। আজ শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের কৈডুবী সদরদি রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল মিয়া এই তথ্য নিশ্চিত করেন।

নিহত ব্যক্তিদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় শনাক্ত করা যায়নি।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। আহত ব্যক্তিদের উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।  

হাইওয়ে থানার এসআই সোহেল মিয়া বলেন, অটোরিকশাটি ভাঙ্গা থেকে টেকেরহাটের উদ্দেশে যাচ্ছিল। কৈডুবী সদরদি রেলক্রসিং এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নিউ মডার্ন পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এই ঘটনায় বাসটি আটক করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

হাতিয়ায় ৫৬০০ কেজি জাটকা ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ

­হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
কোস্ট গার্ডের অভিযানে জব্দ জাটকা ইলিশ। ছবি: আজকের পত্রিকা
কোস্ট গার্ডের অভিযানে জব্দ জাটকা ইলিশ। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর হাতিয়ার জাগলার চর এলাকার মেঘনা নদীতে অভিযান চালিয়েছে কোস্ট গার্ড। এ সময় একটি নৌকা থেকে ৫ হাজার ৬০০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। এই ঘটনায় আটক কয়েকজন মাঝিমাল্লার কাছ থেকে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

গতকাল বৃহস্পতিবার রাতে কোস্ট গার্ড হাতিয়ার একটি দল এই অভিযান চালায়। জব্দ করা জাটকাগুলোর মূল্য প্রায় ২৮ লাখ টাকা।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। অভিযানে মেঘনা নদীর জাগলার চর এলাকায় একটি কাঠের নৌকায় তল্লাশি করা হয়। ওই নৌকা থেকে ৫ হাজার ৬০০ কেজি জাটকা জব্দ করা হয়। এ সময় মাঝিদের মুচলেকা নিয়ে নৌকা ছেড়ে দেওয়া হয়। জব্দ মাছগুলো মৎস্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এতিমখানা ও দুস্থ ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হয়েছে। মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

মাঠে পড়ে ছিল মাছ ব্যবসায়ীর রক্তাক্ত লাশ

ফরিদপুর প্রতিনিধি
ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা জড়ো হন। ছবি: আজকের পত্রিকা
ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা জড়ো হন। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরের সালথায় উৎপল সরকার (৩৫) নামের এক মাছ ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার আটঘর ইউনিয়নের গৌরদিয়া এলাকার কালীতলা ব্রিজ-সংলগ্ন মাঠ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় মাঠ-সংলগ্ন সেতু থেকে চোখ বাঁধা অবস্থায় থাকা ফিরোজ মোল্যা নামের এক ভ্যানচালককে জীবিত উদ্ধার করে স্থানীয় লোকজন।

নিহত উৎপল ফরিদপুর জেলা সদরের কানাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামের অজয় সরকারের ছেলে। তাঁর স্ত্রী ও আড়াই বছর বয়সী এক শিশুসন্তান রয়েছে।

থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ভোরে সড়কের পাশে ফাঁকা মাঠে রক্তাক্ত অবস্থায় একটি লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। পাশেই একটি সেতুর সঙ্গে একই গ্রামের ভ্যানচালক ফিরোজ মোল্যাকে চোখ বাঁধা অবস্থায় বেঁধে রাখা হয়েছিল। পরে স্থানীয় বাসিন্দাদের হত্যাকাণ্ডের বিষয়টি খুলে বলেন তিনি।

ভ্যানচালকের বরাত দিয়ে রনকাইল গ্রামের বাসিন্দা ও প্রতিবেশী কাজী শাহীন বলেন, উৎপল সরকার ব্যাটারিচালিত ভ্যানে করে গোপালগঞ্জের মুকসুদপুরে মাছ কিনতে যাচ্ছিলেন। পথে অজ্ঞাতপরিচয় তিন-চার ব্যক্তি দেশীয় অস্ত্রের মুখে ভ্যানচালক ফিরোজ মোল্যাকে গামছা দিয়ে চোখ বেঁধে ব্রিজের রেলিংয়ে বেঁধে ফেলে। তারা উৎপলের সঙ্গে থাকা টাকাপয়সা লুট করে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে সালথা থানার পরিদর্শক (তদন্ত) কে এম মারুফ হাসান রাসেল আজকের পত্রিকাকে বলেন, ‘দুই থেকে তিনজন দুর্বৃত্ত ঘটনাটি ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এটাকে ডাকাতি বলা যায় না। ঘটনাটি নিয়ে তদন্ত চলমান। তদন্ত শেষে মূল কারণ বলা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত