নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দর বহির্নোঙরে একটি তেলবাহী জাহাজের ট্যাংকারে থিকনেস পরীক্ষা করতে নেমে অচেতন হওয়ার পর দুই ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোর ৫টায় ও এর আগের দিন সন্ধ্যায় বেসরকারি ম্যাক্স হাসপাতালে তাঁরা মারা যান।
নিহত ব্যক্তিরা হলেন, যিশু রাজ (২৯) ও আখিল সরকার (২৯)। উভয়ের বাড়ি ভারতের কেরালা রাজ্যে।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে সেপটিক ট্যাংকে জমে থাকা গ্যাসের প্রভাবে তাঁরা অচেতন হয়ে পড়েছিলেন। গতকাল শুক্রবার আনুমানিক বিকেল ৪টায় একটি মাদার ভ্যাসেলে খালি তেলের ট্যাংকের থিকনেস পরীক্ষার জন্য সিঁড়ি বেয়ে নামেন ওই দুই ভারতীয় নাগরিক। কিছুক্ষণ পর তাঁদের দুজনকেই সেখানে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাঁদের কোস্টগার্ড ও লোকাল শিপিং এজেন্টের সহায়তায় উদ্ধার করে সন্ধ্যা ৭টায় বেসরকারি ম্যাক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্যজনকে আইসিইউতে স্থানান্তর করা হয়। আজ শনিবার ভোর ৫টায় চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। মরদেহ দুটি বর্তমানে চমেক হাসপাতাল মর্গে রয়েছে।
ওসি আরও বলেন, ১৫ জুন এমটি নর্ড ম্যাজিক নামে মাদারভেসেল বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় চার্লি এঙ্কোরেজ এ (পারকী চরের কাছাকাছি) অবস্থান করে জাহাজে থাকা সয়াবিন তেল খালাস করে। জাহাজটিতে মোট ২৫ জন ক্রু ছিলেন। তাঁদের মধ্যে ২১ জন ভারতীয় নাগরিক, একজন ডেনিস, দুজন ফিলিপাইন ও একজন লুথিয়ানার নাগরিক।
জাহাজটির লোকাল শিপিং এজেন্ট হিসেবে ছিল মোহাম্মদী ট্রেডিং কোম্পানি লিমিটেড এবং প্রোটেকশন অ্যান্ড ইনডেমিনিটি হিসেবে ছিল ইন্টারপোর্ট এজেন্সিজ লিমিটেড।

চট্টগ্রাম বন্দর বহির্নোঙরে একটি তেলবাহী জাহাজের ট্যাংকারে থিকনেস পরীক্ষা করতে নেমে অচেতন হওয়ার পর দুই ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোর ৫টায় ও এর আগের দিন সন্ধ্যায় বেসরকারি ম্যাক্স হাসপাতালে তাঁরা মারা যান।
নিহত ব্যক্তিরা হলেন, যিশু রাজ (২৯) ও আখিল সরকার (২৯)। উভয়ের বাড়ি ভারতের কেরালা রাজ্যে।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে সেপটিক ট্যাংকে জমে থাকা গ্যাসের প্রভাবে তাঁরা অচেতন হয়ে পড়েছিলেন। গতকাল শুক্রবার আনুমানিক বিকেল ৪টায় একটি মাদার ভ্যাসেলে খালি তেলের ট্যাংকের থিকনেস পরীক্ষার জন্য সিঁড়ি বেয়ে নামেন ওই দুই ভারতীয় নাগরিক। কিছুক্ষণ পর তাঁদের দুজনকেই সেখানে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাঁদের কোস্টগার্ড ও লোকাল শিপিং এজেন্টের সহায়তায় উদ্ধার করে সন্ধ্যা ৭টায় বেসরকারি ম্যাক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্যজনকে আইসিইউতে স্থানান্তর করা হয়। আজ শনিবার ভোর ৫টায় চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। মরদেহ দুটি বর্তমানে চমেক হাসপাতাল মর্গে রয়েছে।
ওসি আরও বলেন, ১৫ জুন এমটি নর্ড ম্যাজিক নামে মাদারভেসেল বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় চার্লি এঙ্কোরেজ এ (পারকী চরের কাছাকাছি) অবস্থান করে জাহাজে থাকা সয়াবিন তেল খালাস করে। জাহাজটিতে মোট ২৫ জন ক্রু ছিলেন। তাঁদের মধ্যে ২১ জন ভারতীয় নাগরিক, একজন ডেনিস, দুজন ফিলিপাইন ও একজন লুথিয়ানার নাগরিক।
জাহাজটির লোকাল শিপিং এজেন্ট হিসেবে ছিল মোহাম্মদী ট্রেডিং কোম্পানি লিমিটেড এবং প্রোটেকশন অ্যান্ড ইনডেমিনিটি হিসেবে ছিল ইন্টারপোর্ট এজেন্সিজ লিমিটেড।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে