চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, শাটল ট্রেনে প্রত্যেক শিক্ষার্থীর জন্য আসন নিশ্চিত করাসহ চার দফা দাবি জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়। পরে দাবির সমর্থনে বুদ্ধিজীবী চত্বরে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
চার দফা দাবির মধ্যে রয়েছে অজ্ঞাতপরিচয় শিক্ষার্থীদের আসামি করে দেওয়া মামলা প্রত্যাহার, আহত শিক্ষার্থীদের পূর্ণ সুস্থতার দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নেওয়া, শাটল ট্রেনে সবার সিট নিশ্চিত করা এবং ফিটনেসবিহীন বগি ও ইঞ্জিন সংস্কার করা, চবি মেডিকেলে অভিজ্ঞ ডাক্তার ও পর্যাপ্ত মেডিসিনের ব্যবস্থা করা।
ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাঈনুল হিমেল বলেন, ‘সাধারণ শিক্ষার্থীরা যৌক্তিক দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করছিল। কিছু ষড়যন্ত্রকারী সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ঝামেলা সৃষ্টি করেছে, গুজব ছড়িয়ে দিয়েছে। ভাঙচুর সাধারণত শিক্ষার্থীরা করেনি। ষড়যন্ত্রকারীরা ভাঙচুর করেছে, দায় দিয়েছে সাধারণ শিক্ষার্থীদের ওপর।’
সমাজতত্ত্ব বিভাগের আরেক শিক্ষার্থী বলেন, ‘কারা এসব ভাঙচুর চালিয়েছে আগে তাদের খুঁজে বের করা হোক। ঘটনার দিন বিকেলেও দুর্ঘটনায় একজন আহত হয়েছিল, সেটি জানার পরও কেন ব্যবস্থা নেওয়া হলো না। আমরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমাদের শিক্ষকেরা আছেন ৷ আমাদের অভিভাবক কোথায়? যদি তাঁরাই আমাদের সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করেন, এটা অবশ্যই প্রত্যাহার করা উচিত।’
গত বৃহস্পতিবার শাটল ট্রেনে দুর্ঘটনার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনসহ বিভিন্ন জায়গায় ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার রাতে দুটি মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রতিটি মামলায় সাতজন করে আসামি করা হয়। এ ছাড়া ৪০০-৫০০ জন শিক্ষার্থীকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়।
দুটি মামলার একটির বাদী হয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ, অপরটির বাদী বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ মো. আবদুর রাজ্জাক।

শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, শাটল ট্রেনে প্রত্যেক শিক্ষার্থীর জন্য আসন নিশ্চিত করাসহ চার দফা দাবি জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়। পরে দাবির সমর্থনে বুদ্ধিজীবী চত্বরে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
চার দফা দাবির মধ্যে রয়েছে অজ্ঞাতপরিচয় শিক্ষার্থীদের আসামি করে দেওয়া মামলা প্রত্যাহার, আহত শিক্ষার্থীদের পূর্ণ সুস্থতার দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নেওয়া, শাটল ট্রেনে সবার সিট নিশ্চিত করা এবং ফিটনেসবিহীন বগি ও ইঞ্জিন সংস্কার করা, চবি মেডিকেলে অভিজ্ঞ ডাক্তার ও পর্যাপ্ত মেডিসিনের ব্যবস্থা করা।
ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাঈনুল হিমেল বলেন, ‘সাধারণ শিক্ষার্থীরা যৌক্তিক দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করছিল। কিছু ষড়যন্ত্রকারী সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ঝামেলা সৃষ্টি করেছে, গুজব ছড়িয়ে দিয়েছে। ভাঙচুর সাধারণত শিক্ষার্থীরা করেনি। ষড়যন্ত্রকারীরা ভাঙচুর করেছে, দায় দিয়েছে সাধারণ শিক্ষার্থীদের ওপর।’
সমাজতত্ত্ব বিভাগের আরেক শিক্ষার্থী বলেন, ‘কারা এসব ভাঙচুর চালিয়েছে আগে তাদের খুঁজে বের করা হোক। ঘটনার দিন বিকেলেও দুর্ঘটনায় একজন আহত হয়েছিল, সেটি জানার পরও কেন ব্যবস্থা নেওয়া হলো না। আমরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমাদের শিক্ষকেরা আছেন ৷ আমাদের অভিভাবক কোথায়? যদি তাঁরাই আমাদের সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করেন, এটা অবশ্যই প্রত্যাহার করা উচিত।’
গত বৃহস্পতিবার শাটল ট্রেনে দুর্ঘটনার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনসহ বিভিন্ন জায়গায় ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার রাতে দুটি মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রতিটি মামলায় সাতজন করে আসামি করা হয়। এ ছাড়া ৪০০-৫০০ জন শিক্ষার্থীকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়।
দুটি মামলার একটির বাদী হয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ, অপরটির বাদী বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ মো. আবদুর রাজ্জাক।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৩ ঘণ্টা আগে