নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ‘মাটি ও মানুষের নেতা’ বললেন চট্টগ্রাম–১৫ আসনের নৌকার প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর স্ত্রী রিজিয়া রেজা চৌধুরী। গত বুধবার চট্টগ্রামের সাতকানিয়া দক্ষিণ রূপকানিয়া সরকারি প্রাথমিক স্কুল মাঠে আ. লীগ প্রার্থীর সমর্থনে উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।
বৈঠকে তিনি ওই দুইজনকে (আসামি) ষড়যন্ত্রের শিকার উল্লেখ করে ৭ জানুয়ারির নির্বাচনে ভোটারদের কাছে স্বামীর জন্য নৌকা প্রতীকে ভোট চান।
তথ্যমতে, আসামিরা হলেন–সাবেক ইউপি চেয়ারম্যান নেজাম উদ্দিন ও আওয়ামী লীগ নেতা বশির। তারা ১৯৯৯ সালের ৩ অক্টোবর মধ্যরাতে সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরিফের ওরসে দুর্বৃত্তের গুলিতে নিহত সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন (৪৫) হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। বর্তমানে দুজনই কারাগারে রয়েছেন।
এই বিষয়ে কথা বলতে সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর স্ত্রী রিজিয়া রেজা চৌধুরীর মোবাইল ফোনে কল দিলে রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।
তবে বৈঠকে উপস্থিত থাকা চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা নুরুল আবছার চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘ভোটের মাঠে উনি (রিজিয়া রেজা চৌধুরী) স্থানভেদে বক্তব্য দিয়েছেন। ওই এলাকার মানুষের চাহিদার কথা মাথায় রেখে বক্তব্যটা এসেছে বলে মনে হয়।’
এই বক্তব্যে ক্ষুব্দ প্রতিক্রিয়া জানিয়ে চেয়ারম্যান আমজাদ হোসেনের মেয়ের জামাই অ্যাডভোকেট আবদুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমজাদ চেয়ারম্যানের মতো একজন জনপ্রিয় মানুষকে হত্যার ঘটনায় করা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে এমপি পত্নী মাটি–মানুষের নেতা বলায় আমরা হতবাক। আমরা ক্ষুব্ধ।’
এদিকে নৌকার প্রার্থী নদভীর স্ত্রীর বক্তব্যে এলাকায় সাধারণ ভোটারদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানান চেয়ারম্যান আমজাদ হোসেন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সরওয়ার। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ক্ষোভের কথা প্রকাশ করেন।

হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ‘মাটি ও মানুষের নেতা’ বললেন চট্টগ্রাম–১৫ আসনের নৌকার প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর স্ত্রী রিজিয়া রেজা চৌধুরী। গত বুধবার চট্টগ্রামের সাতকানিয়া দক্ষিণ রূপকানিয়া সরকারি প্রাথমিক স্কুল মাঠে আ. লীগ প্রার্থীর সমর্থনে উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।
বৈঠকে তিনি ওই দুইজনকে (আসামি) ষড়যন্ত্রের শিকার উল্লেখ করে ৭ জানুয়ারির নির্বাচনে ভোটারদের কাছে স্বামীর জন্য নৌকা প্রতীকে ভোট চান।
তথ্যমতে, আসামিরা হলেন–সাবেক ইউপি চেয়ারম্যান নেজাম উদ্দিন ও আওয়ামী লীগ নেতা বশির। তারা ১৯৯৯ সালের ৩ অক্টোবর মধ্যরাতে সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরিফের ওরসে দুর্বৃত্তের গুলিতে নিহত সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন (৪৫) হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। বর্তমানে দুজনই কারাগারে রয়েছেন।
এই বিষয়ে কথা বলতে সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর স্ত্রী রিজিয়া রেজা চৌধুরীর মোবাইল ফোনে কল দিলে রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।
তবে বৈঠকে উপস্থিত থাকা চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা নুরুল আবছার চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘ভোটের মাঠে উনি (রিজিয়া রেজা চৌধুরী) স্থানভেদে বক্তব্য দিয়েছেন। ওই এলাকার মানুষের চাহিদার কথা মাথায় রেখে বক্তব্যটা এসেছে বলে মনে হয়।’
এই বক্তব্যে ক্ষুব্দ প্রতিক্রিয়া জানিয়ে চেয়ারম্যান আমজাদ হোসেনের মেয়ের জামাই অ্যাডভোকেট আবদুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমজাদ চেয়ারম্যানের মতো একজন জনপ্রিয় মানুষকে হত্যার ঘটনায় করা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে এমপি পত্নী মাটি–মানুষের নেতা বলায় আমরা হতবাক। আমরা ক্ষুব্ধ।’
এদিকে নৌকার প্রার্থী নদভীর স্ত্রীর বক্তব্যে এলাকায় সাধারণ ভোটারদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানান চেয়ারম্যান আমজাদ হোসেন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সরওয়ার। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ক্ষোভের কথা প্রকাশ করেন।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৩ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৩ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৪ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৪ ঘণ্টা আগে