নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ‘মাটি ও মানুষের নেতা’ বললেন চট্টগ্রাম–১৫ আসনের নৌকার প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর স্ত্রী রিজিয়া রেজা চৌধুরী। গত বুধবার চট্টগ্রামের সাতকানিয়া দক্ষিণ রূপকানিয়া সরকারি প্রাথমিক স্কুল মাঠে আ. লীগ প্রার্থীর সমর্থনে উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।
বৈঠকে তিনি ওই দুইজনকে (আসামি) ষড়যন্ত্রের শিকার উল্লেখ করে ৭ জানুয়ারির নির্বাচনে ভোটারদের কাছে স্বামীর জন্য নৌকা প্রতীকে ভোট চান।
তথ্যমতে, আসামিরা হলেন–সাবেক ইউপি চেয়ারম্যান নেজাম উদ্দিন ও আওয়ামী লীগ নেতা বশির। তারা ১৯৯৯ সালের ৩ অক্টোবর মধ্যরাতে সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরিফের ওরসে দুর্বৃত্তের গুলিতে নিহত সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন (৪৫) হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। বর্তমানে দুজনই কারাগারে রয়েছেন।
এই বিষয়ে কথা বলতে সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর স্ত্রী রিজিয়া রেজা চৌধুরীর মোবাইল ফোনে কল দিলে রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।
তবে বৈঠকে উপস্থিত থাকা চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা নুরুল আবছার চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘ভোটের মাঠে উনি (রিজিয়া রেজা চৌধুরী) স্থানভেদে বক্তব্য দিয়েছেন। ওই এলাকার মানুষের চাহিদার কথা মাথায় রেখে বক্তব্যটা এসেছে বলে মনে হয়।’
এই বক্তব্যে ক্ষুব্দ প্রতিক্রিয়া জানিয়ে চেয়ারম্যান আমজাদ হোসেনের মেয়ের জামাই অ্যাডভোকেট আবদুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমজাদ চেয়ারম্যানের মতো একজন জনপ্রিয় মানুষকে হত্যার ঘটনায় করা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে এমপি পত্নী মাটি–মানুষের নেতা বলায় আমরা হতবাক। আমরা ক্ষুব্ধ।’
এদিকে নৌকার প্রার্থী নদভীর স্ত্রীর বক্তব্যে এলাকায় সাধারণ ভোটারদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানান চেয়ারম্যান আমজাদ হোসেন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সরওয়ার। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ক্ষোভের কথা প্রকাশ করেন।

হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ‘মাটি ও মানুষের নেতা’ বললেন চট্টগ্রাম–১৫ আসনের নৌকার প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর স্ত্রী রিজিয়া রেজা চৌধুরী। গত বুধবার চট্টগ্রামের সাতকানিয়া দক্ষিণ রূপকানিয়া সরকারি প্রাথমিক স্কুল মাঠে আ. লীগ প্রার্থীর সমর্থনে উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।
বৈঠকে তিনি ওই দুইজনকে (আসামি) ষড়যন্ত্রের শিকার উল্লেখ করে ৭ জানুয়ারির নির্বাচনে ভোটারদের কাছে স্বামীর জন্য নৌকা প্রতীকে ভোট চান।
তথ্যমতে, আসামিরা হলেন–সাবেক ইউপি চেয়ারম্যান নেজাম উদ্দিন ও আওয়ামী লীগ নেতা বশির। তারা ১৯৯৯ সালের ৩ অক্টোবর মধ্যরাতে সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরিফের ওরসে দুর্বৃত্তের গুলিতে নিহত সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন (৪৫) হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। বর্তমানে দুজনই কারাগারে রয়েছেন।
এই বিষয়ে কথা বলতে সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর স্ত্রী রিজিয়া রেজা চৌধুরীর মোবাইল ফোনে কল দিলে রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।
তবে বৈঠকে উপস্থিত থাকা চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা নুরুল আবছার চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘ভোটের মাঠে উনি (রিজিয়া রেজা চৌধুরী) স্থানভেদে বক্তব্য দিয়েছেন। ওই এলাকার মানুষের চাহিদার কথা মাথায় রেখে বক্তব্যটা এসেছে বলে মনে হয়।’
এই বক্তব্যে ক্ষুব্দ প্রতিক্রিয়া জানিয়ে চেয়ারম্যান আমজাদ হোসেনের মেয়ের জামাই অ্যাডভোকেট আবদুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমজাদ চেয়ারম্যানের মতো একজন জনপ্রিয় মানুষকে হত্যার ঘটনায় করা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে এমপি পত্নী মাটি–মানুষের নেতা বলায় আমরা হতবাক। আমরা ক্ষুব্ধ।’
এদিকে নৌকার প্রার্থী নদভীর স্ত্রীর বক্তব্যে এলাকায় সাধারণ ভোটারদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানান চেয়ারম্যান আমজাদ হোসেন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সরওয়ার। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ক্ষোভের কথা প্রকাশ করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
১ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
১ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
২ ঘণ্টা আগে