Ajker Patrika

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ‘মাটি–মানুষের নেতা’ বললেন নদভী পত্নী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ‘মাটি–মানুষের নেতা’ বললেন নদভী পত্নী

হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ‘মাটি ও মানুষের নেতা’ বললেন চট্টগ্রাম–১৫ আসনের নৌকার প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর স্ত্রী রিজিয়া রেজা চৌধুরী। গত বুধবার চট্টগ্রামের সাতকানিয়া দক্ষিণ রূপকানিয়া সরকারি প্রাথমিক স্কুল মাঠে আ. লীগ প্রার্থীর সমর্থনে উঠান বৈঠকে তিনি এ কথা বলেন। 

বৈঠকে তিনি ওই দুইজনকে (আসামি) ষড়যন্ত্রের শিকার উল্লেখ করে ৭ জানুয়ারির নির্বাচনে ভোটারদের কাছে স্বামীর জন্য নৌকা প্রতীকে ভোট চান। 

তথ্যমতে, আসামিরা হলেন–সাবেক ইউপি চেয়ারম্যান নেজাম উদ্দিন ও আওয়ামী লীগ নেতা বশির। তারা ১৯৯৯ সালের ৩ অক্টোবর মধ্যরাতে সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরিফের ওরসে দুর্বৃত্তের গুলিতে নিহত সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন (৪৫) হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। বর্তমানে দুজনই কারাগারে রয়েছেন। 

এই বিষয়ে কথা বলতে সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর স্ত্রী রিজিয়া রেজা চৌধুরীর মোবাইল ফোনে কল দিলে রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি। 

তবে বৈঠকে উপস্থিত থাকা চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা নুরুল আবছার চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘ভোটের মাঠে উনি (রিজিয়া রেজা চৌধুরী) স্থানভেদে বক্তব্য দিয়েছেন। ওই এলাকার মানুষের চাহিদার কথা মাথায় রেখে বক্তব্যটা এসেছে বলে মনে হয়।’ 

এই বক্তব্যে ক্ষুব্দ প্রতিক্রিয়া জানিয়ে চেয়ারম্যান আমজাদ হোসেনের মেয়ের জামাই অ্যাডভোকেট আবদুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমজাদ চেয়ারম্যানের মতো একজন জনপ্রিয় মানুষকে হত্যার ঘটনায় করা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে এমপি পত্নী মাটি–মানুষের নেতা বলায় আমরা হতবাক। আমরা ক্ষুব্ধ।’ 

এদিকে নৌকার প্রার্থী নদভীর স্ত্রীর বক্তব্যে এলাকায় সাধারণ ভোটারদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানান চেয়ারম্যান আমজাদ হোসেন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সরওয়ার। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ক্ষোভের কথা প্রকাশ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত